কলকাতা, 18 অগস্ট: অস্বস্তিকর গরমে জেরবার দক্ষিণবঙ্গ । শ্রাবণের শেষে গরমের তীব্রতা বেড়েছে অনেকটাই। তবে এরই মধ্যে স্বস্তির খবর মিলল । জানা গেল ফের দক্ষিণবঙ্গের দুয়ারে নিম্নচাপ । মায়ানমারে অবস্থানরত ঘূর্ণাবর্ত ক্রমেই বাংলা অভিমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে । তবে তা ওপার বাংলা ছুঁয়ে এপার বাংলায় পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Update) ।
আলিপুর হাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটির অবস্থান দক্ষিণ মায়ানমারে । আমাদের সমুদ্র উপকূলের দিকে এই ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা আছে এবং আরও একটু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে । এই প্রথম একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা বাংলাদেশ ঘেঁষে রাজ্যের দিকে আসতে পারে ।"
আজ, 18 অগস্ট থেকে 20 তারিখের মধ্যে এই নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বিশেষত আজ থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের শুরুতে না হলেও দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই-24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে ।
আরও পড়ুন: বাড়ি ও গাড়ি কেনার শুভযোগ জানতে দেখুন রাশিফল
কলকাতার ক্ষেত্রেও কাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা অনেকটা কমে যাবে এই বৃষ্টির ফলে । আগামিকাল 19 অগস্ট পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে ।
আগামিকাল এবং পরশু অর্থাৎ 19 ও 20 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে । বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । ফলে সারা দিনই অস্বস্তিকর গরম ছিল । বৃহস্পতিবার সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।