কলকাতা, 9 জুন: "শহরের উষ্ণতম দিনে বৃষ্টির আশ্বাস তোমায় দিলাম", বাংলা ব্যান্ড মহীণের ঘোড়াগুলির জনপ্রিয় গানের লাইন আজও ভীষণ প্রাসঙ্গিক ৷ প্রচণ্ড গরমে জ্বলছে বাংলা ৷ মানুষ চাতক পাখির মতো বৃষ্টির জন্য তাকিয়ে আছে ৷ তবে স্বস্তির দিন এল বলে ৷ চলতি সপ্তাহের শেষ দিনে বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্ধারিত সময়ের সাত দিন পরে কেরলে বর্ষা প্রবেশ করেছে ৷ এরপর আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢুকতে পারে ৷ তারপরে মৌসুমী বায়ু প্রবেশ করবে উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ৷ তাই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ জেলাগুলির দু-এক জায়গায় 11 ও 12 তারিখ অর্থাৎ রবি-সোম দু'দিন বৃষ্টি হতে পারে ৷ আবার 10 জুন, শনিবার থেকেও বৃষ্টি নামতে পারে বলে আশা করা হচ্ছে ৷
আরও পড়ুন: কর্মক্ষেত্রে ব্যস্ত মেষ, নক্ষত্রের অবস্থান ভালো নয় কুম্ভের, বাকিদের ভাগ্যে কী আছে ?
শুক্র ও শনিবার তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরের মালদা, দুই দিনাজপুরে এবং পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে ৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই তালিকায় নেই ৷ বরং উপকূলবর্তী জেলা এবং উপকূল-সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 3-4 দিন গরম আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷ বর্ষার সম্ভাবনার কথা আশা জাগালেও বঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে ৷
বৃহস্পতিবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 42.7 ডিগ্রি সেলসিয়াসে ৷ দ্বিতীয় স্থানে থাকা আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস ৷ 42.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৃতীয় স্থানে ছিল বাঁকুড়া ৷ কলাইকুণ্ডা এবং শ্রীনিকেতনেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে । এছাড়া বাগডোগরা আর সিউড়ির তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷
বৃহস্পতিবার কলকাতা ও তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ ৷ আজ শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: তীব্র গরমের দোসর লোডশেডিং! সিইএসসি বলছে 'ফিউজ ট্রিপ'