ETV Bharat / state

West Bengal Weather Update: কিংবদন্তিদের ক্রিকেটে বাধা হবে না বৃষ্টি

কিংবদন্তিদের হাত ধরে ক্রিকেট ফিরছে ইডেনে ৷ এদিকে সদ্য নিম্নচাপ সরে বৃষ্টি একটু ধরেছে ৷ পুজোর মুখে চিন্তা বাড়িয়ে আবার নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ আর তাই বৃষ্টিতে খেলা পণ্ড হবে কি না তা নিয়ে চিন্তিত ক্রীড়াপ্রেমীরা (IMD Kolkata Weather) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 16, 2022, 6:45 AM IST

Updated : Sep 16, 2022, 7:41 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: ইডেনের বাইশ গজে বল গড়াবে । আজ এবং কাল কলকাতার সব রাস্তা ইডেনমুখী । কোনও আর্ন্তজাতিক ম্যাচ নয়, কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা ফের বাইশ গজে নামবেন (Legends League Cricket)। স্বাভাবিক ভাবে পুজোর আগে ক্রীড়াপ্রেমী শহরে একটা উত্তেজনার পারদ চড়ছে । বৃষ্টিতে ম্যাচ যাতে পণ্ড না হয়, তা নিয়ে চিন্তিত আয়োজকরা (IMD Kolkata Weather update) ।

ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে বারবার খোঁজ নিচ্ছেন তাঁরা । সদ্য নিম্নচাপ সরেছে দক্ষিণবঙ্গ থেকে। ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে কি না, তা নিয়ে সতর্ক আধিকারিকেরা ৷ আলিপুর আবহাওয়া অফিসের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায় বললেন, "এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনও বড়সড়ো নিম্নচাপ অক্ষরেখা নেই । শুধুমাত্র মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ রয়েছে, তা সেখান থেকে ডালটনগঞ্জ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।"

রাজ্যের আবহাওয়া নিয়ে জানালেন উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায়

আরও পড়ুন: কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কি না জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে শুধুমাত্র উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও কোচবিহারে । প্রথম দু'দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে । কলকাতায় আপাতত বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে একটু বেশি বৃষ্টি হতে পারে । দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে । শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 16 সেপ্টেম্বর: ইডেনের বাইশ গজে বল গড়াবে । আজ এবং কাল কলকাতার সব রাস্তা ইডেনমুখী । কোনও আর্ন্তজাতিক ম্যাচ নয়, কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা ফের বাইশ গজে নামবেন (Legends League Cricket)। স্বাভাবিক ভাবে পুজোর আগে ক্রীড়াপ্রেমী শহরে একটা উত্তেজনার পারদ চড়ছে । বৃষ্টিতে ম্যাচ যাতে পণ্ড না হয়, তা নিয়ে চিন্তিত আয়োজকরা (IMD Kolkata Weather update) ।

ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে বারবার খোঁজ নিচ্ছেন তাঁরা । সদ্য নিম্নচাপ সরেছে দক্ষিণবঙ্গ থেকে। ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে কি না, তা নিয়ে সতর্ক আধিকারিকেরা ৷ আলিপুর আবহাওয়া অফিসের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায় বললেন, "এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনও বড়সড়ো নিম্নচাপ অক্ষরেখা নেই । শুধুমাত্র মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ রয়েছে, তা সেখান থেকে ডালটনগঞ্জ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।"

রাজ্যের আবহাওয়া নিয়ে জানালেন উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দোপাধ্যায়

আরও পড়ুন: কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কি না জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে শুধুমাত্র উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও কোচবিহারে । প্রথম দু'দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে । কলকাতায় আপাতত বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে একটু বেশি বৃষ্টি হতে পারে । দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে । শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : Sep 16, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.