কলকাতা, 10 জুলাই: রথেও সেভাবে বৃষ্টি নেই । কয়েক পশলা বৃষ্টিতে বর্ষার হাজিরা মাত্র । আলিপুর আবহাওয়া অফিসের আগেই বলেছিল আগামী পাঁচদিন সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । শনিবারের পূর্বাভাসে একই কথার পুনরাবৃত্তি (IMD Kolkata Weather forecasts partly cloudy sky with Rain likely to occur) ।
হাওয়া অফিস বলছে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দুই চব্বিশ পরগনায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা । ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ এই বৃষ্টির কারণ । উত্তরবঙ্গে রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে ।
আরও পড়ুন: ছুটির দিন কেমন কাটবে জানুন রাশিফলে
শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, দু'টোই স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ আজ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে ঈদের আবহে সমস্যা তৈরি হবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।