ETV Bharat / state

West Bengal Weather Update: বৃষ্টির খামখেয়ালিপনায় অধরাই বর্ষা - Rain

জুনের শুরুতেই বর্ষা এসেছে দেশে, এমনকী রাজ্যেও ৷ অগস্টের প্রথম দিনেও বৃষ্টি পেল না দক্ষিণবঙ্গ ৷ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 90 শতাংশ হওয়ায় গরম থেকে রেহাই মিলছে না (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
বৃষ্টির দেখা নেই
author img

By

Published : Aug 2, 2022, 6:56 AM IST

কলকাতা, 2 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি । শ্রাবণের বেলাশেষে বৃষ্টির এই পারফরম্যান্সে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে । আংশিক মেঘলা আকাশ । বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশের উপরে থাকায় ভ্যাপসা গরম রয়ে গিয়েছে, যা বৃষ্টির হাত ধরে স্বস্তি দিতে পারত (IMD Kolkata Weather forecasts partly cloudy sky with one or two spells of Rain) ।

জুন-জুলাইয়ের পর অগস্টের প্রথম দিনে বৃষ্টি ধরা দিল না। অথচ দক্ষিণবঙ্গে মাসের প্রথম দু'দিনে ভারী বর্ষার ইঙ্গিত হাওয়া অফিসের বার্তায় ছিল । সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । এর ফলে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে ।

আরও পড়ুন: ভাগ্যদেবী সুপ্রসন্ন বৃষরাশির জাতক-জাতিকাদের, বাকিদের কেমন যাবে জানুন রাশিফলে

আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও এই খামখেয়ালিপনা চলছে। উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ । এতে চাষে ক্ষতির আশঙ্কায় চাষিরা । বঙ্গে বর্ষাকালে বৃষ্টির ভারসাম্যহীন পারফরম্যান্সে জনজীবন থেকে কৃষিকাজ সব কিছুই সমস্যায় ।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 2 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি । শ্রাবণের বেলাশেষে বৃষ্টির এই পারফরম্যান্সে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে । আংশিক মেঘলা আকাশ । বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশের উপরে থাকায় ভ্যাপসা গরম রয়ে গিয়েছে, যা বৃষ্টির হাত ধরে স্বস্তি দিতে পারত (IMD Kolkata Weather forecasts partly cloudy sky with one or two spells of Rain) ।

জুন-জুলাইয়ের পর অগস্টের প্রথম দিনে বৃষ্টি ধরা দিল না। অথচ দক্ষিণবঙ্গে মাসের প্রথম দু'দিনে ভারী বর্ষার ইঙ্গিত হাওয়া অফিসের বার্তায় ছিল । সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । এর ফলে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে ।

আরও পড়ুন: ভাগ্যদেবী সুপ্রসন্ন বৃষরাশির জাতক-জাতিকাদের, বাকিদের কেমন যাবে জানুন রাশিফলে

আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও এই খামখেয়ালিপনা চলছে। উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারিতে সীমাবদ্ধ । এতে চাষে ক্ষতির আশঙ্কায় চাষিরা । বঙ্গে বর্ষাকালে বৃষ্টির ভারসাম্যহীন পারফরম্যান্সে জনজীবন থেকে কৃষিকাজ সব কিছুই সমস্যায় ।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.