কলকাতা, 25 মে: ঘাম মুছতে মুছতে শ্বশুড়বাড়িতে ষষ্ঠীর মহাভোজ খেতে হবে না জামাইদের ৷ অস্বস্তিকর এই গরম থেকে কিছুটা হলেও রেহাই দেবে ঝড়-বৃষ্টি ৷ জামাই ষষ্ঠীর আনন্দ উপভোগ করার সুযোগ দেবে আবহাওয়া ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ৷ ইতিমধ্যে পারদ কিছুটা নামলেও ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে, এমনটা বলা যাবে না ৷
গত দুদিন ধরে অবশ্য বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে ৷ কোনও কোনও জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি, কোথাও কম। এমতাবস্থায় আলিপুর হাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 27 মে পর্যন্ত উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে ৷ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে ৷"
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও 25 ও 26 মে পর্যন্ত অর্থাৎ আজ এবং আগামিকাল ঝড়-বৃষ্টি চলবে ৷ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ৷ আগামী পাঁচ দিনে তাপমাত্রা খুব একটা বাড়বে না ৷ এর মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে ৷ ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা আরেকটু কমবে বলে মনে করা হচ্ছে ৷
বুধবার কলকাতায় ঝড়-বৃষ্টি কম হয়েছে ৷ তবে আজ বৃহস্পতিবার কলকাতায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনায় বেশি ৷ সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 51 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হতে পারে ৷ এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন: খারাপ আবহাওয়ার কারণে বাতিল মমতার এগরা সফর