ETV Bharat / state

West Bengal Weather Update: পারদ নামার ইঙ্গিতে নিম্নচাপের ভ্রূকুটি

এ সপ্তাহেই শীত বিদায়ের ঘণ্টা বাজবে, তেমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের আবহাওয়াবিদরা ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ তাই আরও বেশি জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে (West Bengal Weather) ৷

Winter in Bengal
বঙ্গে শীত
author img

By

Published : Feb 1, 2023, 6:36 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: মেঘলা আকাশ ৷ সকালের দিকে শিরশিরানি ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা উধাও ৷ বদলে গরমের অনুভব ৷ ফ্যান চালালে অস্বস্তির বদলে স্বস্তি বোধ হচ্ছে ৷ হাওয়া অফিস বলছে বুধবারও একই ধরনের আবহাওয়া থাকবে (West Bengal Winter Update) ৷ সবমিলিয়ে বলাই যায় শীত ধীরে ধীরে অতীত হতে চলেছে এবারের মতো ।

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বুধবারও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে । বৃহস্পতিবার থেকে পারদ ফের নামতে শুরু করবে ৷ এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত মিলছে ৷ যার জেরে আরও বেশি জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করবে ৷ সপ্তাহের শেষে 2-4 ডিগ্রি তাপমাত্রা নামবে ৷ তারপরই শীত তার ইনিংসের শেষটুকু খেলে বিদায় নেবে বলে আবহবিদরা মনে করছেন ৷

আরও পড়ুন: মঙ্গলে ঊষা বুধে পা, ফেব্রুয়ারির শুরু কি বলছে যথা ইচ্ছা যা ?

তবে আকাশ যত পরিষ্কার হবে, ঠান্ডা ততই বাড়বে ৷ দক্ষিণবঙ্গের মতো না হলেও উত্তরবঙ্গে শীত কিছুটা হলেও বেশি থাকবে ৷ কুয়াশার দাপট থাকবে ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টির সম্ভাবনা ৷ ইতিমধ্যে ঠান্ডা-গরমের এই দোলাচলে জনজীবনে প্রভাব পড়ছে ৷ বেশিরভাগ মানুষ সর্দি-কাশি-গলা ব্যথা-জ্বরের শিকার ৷ চিকিৎসকরাও আবহাওয়ার খামখেয়ালিপনাকেই অসুস্থতার কারণ বলছেন ৷ সব মিলিয়ে মাঘের শেষবেলার শীতে আমেজের বদলে অস্বস্তি সঙ্গী ৷

গত কয়েক বছর ধরেই আবহাওয়ার খামখেয়ালি আচরণ পরিলক্ষিত হচ্ছে । শীত শেষ হলেই সরাসরি গরম পড়ে যাচ্ছে । আবার বর্ষা বিদায় নেওয়ার কয়েক সপ্তাহ কাটতে না-কাটতেই বাতাস যেন শীত আসার বার্তা বয়ে আনে। এভাবেই আবহাওয়ার খামখেয়ালিতে হারিয়ে যাচ্ছে একদা বাঙালির পছন্দের দুই ঋতু- হেমন্ত আর বসন্ত। হিসেব মতো এখন বসন্ত। সরস্বতী পুজোও মিটে গিয়েছে। এখন পলাশের সময় । কারও কারও কাছে প্রেমেরও সময়। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিতে চেনা বসন্ত এখন ভীষণ অচেনা ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি: মেঘলা আকাশ ৷ সকালের দিকে শিরশিরানি ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা উধাও ৷ বদলে গরমের অনুভব ৷ ফ্যান চালালে অস্বস্তির বদলে স্বস্তি বোধ হচ্ছে ৷ হাওয়া অফিস বলছে বুধবারও একই ধরনের আবহাওয়া থাকবে (West Bengal Winter Update) ৷ সবমিলিয়ে বলাই যায় শীত ধীরে ধীরে অতীত হতে চলেছে এবারের মতো ।

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বুধবারও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে । বৃহস্পতিবার থেকে পারদ ফের নামতে শুরু করবে ৷ এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত মিলছে ৷ যার জেরে আরও বেশি জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করবে ৷ সপ্তাহের শেষে 2-4 ডিগ্রি তাপমাত্রা নামবে ৷ তারপরই শীত তার ইনিংসের শেষটুকু খেলে বিদায় নেবে বলে আবহবিদরা মনে করছেন ৷

আরও পড়ুন: মঙ্গলে ঊষা বুধে পা, ফেব্রুয়ারির শুরু কি বলছে যথা ইচ্ছা যা ?

তবে আকাশ যত পরিষ্কার হবে, ঠান্ডা ততই বাড়বে ৷ দক্ষিণবঙ্গের মতো না হলেও উত্তরবঙ্গে শীত কিছুটা হলেও বেশি থাকবে ৷ কুয়াশার দাপট থাকবে ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টির সম্ভাবনা ৷ ইতিমধ্যে ঠান্ডা-গরমের এই দোলাচলে জনজীবনে প্রভাব পড়ছে ৷ বেশিরভাগ মানুষ সর্দি-কাশি-গলা ব্যথা-জ্বরের শিকার ৷ চিকিৎসকরাও আবহাওয়ার খামখেয়ালিপনাকেই অসুস্থতার কারণ বলছেন ৷ সব মিলিয়ে মাঘের শেষবেলার শীতে আমেজের বদলে অস্বস্তি সঙ্গী ৷

গত কয়েক বছর ধরেই আবহাওয়ার খামখেয়ালি আচরণ পরিলক্ষিত হচ্ছে । শীত শেষ হলেই সরাসরি গরম পড়ে যাচ্ছে । আবার বর্ষা বিদায় নেওয়ার কয়েক সপ্তাহ কাটতে না-কাটতেই বাতাস যেন শীত আসার বার্তা বয়ে আনে। এভাবেই আবহাওয়ার খামখেয়ালিতে হারিয়ে যাচ্ছে একদা বাঙালির পছন্দের দুই ঋতু- হেমন্ত আর বসন্ত। হিসেব মতো এখন বসন্ত। সরস্বতী পুজোও মিটে গিয়েছে। এখন পলাশের সময় । কারও কারও কাছে প্রেমেরও সময়। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিতে চেনা বসন্ত এখন ভীষণ অচেনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.