ETV Bharat / state

West Bengal Weather Update: জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপতে আরও একমাস, বলছে আলিপুর - আবহাওয়া

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোনও বৃষ্টি হবে না । আবহাওয়া শুষ্ক থাকবে । শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হবে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আবহাওয়ার খবর
author img

By

Published : Nov 15, 2022, 6:47 AM IST

কলকাতা, 15 নভেম্বর: স্থানভেদে বঙ্গে শীতের প্রবেশ । আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলার মানুষ শীত পড়ে গিয়েছে বলে আনন্দ করতেই পারেন (West Bengal Weather Update) । কলকাতার মানুষকে সেক্ষেত্রে অপেক্ষার দিন গুনতেই হবে । হাওয়া অফিস বলছে বর্ষার আগমনীর নির্দিষ্ট দিন রয়েছে । কিন্তু শীতের ক্ষেত্রে পুরোটাই স্থানভিত্তিক । সাধারণত 15 ডিগ্রি তাপমাত্রা যদি কয়েকদিন থিতু হয় তাহলে শীত পড়েছে বলা হয় । কলকাতায় ইতিমধ্যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও জেলায় তা ইতিমধ্যে 15 ডিগ্রি বা তার নিচে পারদ অবস্থান করছে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই পারদ 15-এর নিচে । কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে পারদ পৌঁছলে এবং তা থিতু হলে শীত পড়েছে বলা হবে ৷

আলিপুর হাওয়া অফিসের উপঅধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণত কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে । ভোর যখন সকাল হয় সেই শীতের ভাবটা চলে যায় । যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা রাখতে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায় । জেলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেলেও কলকাতায় এই অবস্থা তৈরি হতে ডিসেম্বরের 15 তারিখ হয়ে যাবে । সাধারণত কলকাতায় শীত 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তারপরের দু'সপ্তাহ চলে ।

বর্তমান পরিস্থিতিতে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোনও বৃষ্টি হবে না । আবহাওয়া শুষ্ক থাকবে । শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হবে । আগামী দুই থেকে তিনদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে ৷ আগামী পাঁচ দিন এরকমই থাকবে ।"

আরও পড়ুন: নতুন সম্পর্ক শুরু করতে চান, গ্রহের অবস্থান জানুন রাশিফলে

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 94 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ থাকবে রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 15 নভেম্বর: স্থানভেদে বঙ্গে শীতের প্রবেশ । আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলার মানুষ শীত পড়ে গিয়েছে বলে আনন্দ করতেই পারেন (West Bengal Weather Update) । কলকাতার মানুষকে সেক্ষেত্রে অপেক্ষার দিন গুনতেই হবে । হাওয়া অফিস বলছে বর্ষার আগমনীর নির্দিষ্ট দিন রয়েছে । কিন্তু শীতের ক্ষেত্রে পুরোটাই স্থানভিত্তিক । সাধারণত 15 ডিগ্রি তাপমাত্রা যদি কয়েকদিন থিতু হয় তাহলে শীত পড়েছে বলা হয় । কলকাতায় ইতিমধ্যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও জেলায় তা ইতিমধ্যে 15 ডিগ্রি বা তার নিচে পারদ অবস্থান করছে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই পারদ 15-এর নিচে । কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে পারদ পৌঁছলে এবং তা থিতু হলে শীত পড়েছে বলা হবে ৷

আলিপুর হাওয়া অফিসের উপঅধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণত কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে । ভোর যখন সকাল হয় সেই শীতের ভাবটা চলে যায় । যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা রাখতে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায় । জেলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেলেও কলকাতায় এই অবস্থা তৈরি হতে ডিসেম্বরের 15 তারিখ হয়ে যাবে । সাধারণত কলকাতায় শীত 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তারপরের দু'সপ্তাহ চলে ।

বর্তমান পরিস্থিতিতে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোনও বৃষ্টি হবে না । আবহাওয়া শুষ্ক থাকবে । শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হবে । আগামী দুই থেকে তিনদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে ৷ আগামী পাঁচ দিন এরকমই থাকবে ।"

আরও পড়ুন: নতুন সম্পর্ক শুরু করতে চান, গ্রহের অবস্থান জানুন রাশিফলে

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 94 শতাংশ । মঙ্গলবার দিনের আকাশ থাকবে রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.