ETV Bharat / state

West Bengal Weather Update: কলকাতায় ঠান্ডা দূরেই, আলু-বীজ বপনের পরামর্শ আলিপুরের

ঠান্ডার আমেজ মাঝে মাঝে উঁকি-ঝুঁকি মারলেও শীতের জামাকাপড় পরতে হচ্ছে না ৷ আগামী কয়েকদিন তেমন কোনও সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুরের (West Bengal Winter) ৷

Winter
ETV Bharat
author img

By

Published : Nov 29, 2022, 6:45 AM IST

Updated : Nov 29, 2022, 7:02 AM IST

কলকাতা, 29 নভেম্বর: ঠান্ডা গরমের ওঠা-নামায় অস্বস্তিকর আবহ ৷ গরম জামাকাপড় গায়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই ৷ আবার ঋতুবদলের সময় সতর্ক না-হলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি । আপাতত এমন আবহাওয়া থাকবে (IMD Kolkata Weather Prediction) ৷

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে ৷ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেভাবে ঠান্ডা পড়তে দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে আমাদের অঞ্চলের উপরে বড়ো কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই ৷ যা আছে, তা উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাস ৷ তার জোরও খুব একটা নেই ৷ ফলে আগামী 3-4 দিন তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ যে ঠান্ডাটা আমরা অনুভব করছি 3-4 দিন সেটাই বজায় থাকবে ৷ 2 ডিসেম্বর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি কমার সম্ভাবনা আছে ।"

বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে ? কী বললেন আলিপুরের আবহাওয়াবিদ

আরও পড়ুন: আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান কোন কোন রাশির অনুকুলে, জেনে নিন

এই মুহূর্তে যাঁরা আলু চাষ করছেন না, তাঁরা আলুর বীজ লাগিয়ে দিতে পারেন ৷ কারণ, আগামী 10-12 দিন বৃষ্টির পূর্বাভাস নেই ৷ কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন দিনে গরম জামা পরার মতো পরিস্থিতি হবে না ৷ এই মুহূর্তে আসানসোলের দিকে হালকা কুয়াশা আছে । ধানক্ষেত বা যেখানে জল আছে, সেখানে ভোরের দিকে একটু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে ৷ খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, জানিয়েছেন আবহাওয়াবিদ ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি, স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ, সর্বনিম্ন 40 শতাংশ ৷ মঙ্গলবার আকাশ প্রধানত রৌদ্রজ্জ্বলই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: কাতারে পর্যটকদের উন্মাদনায় নাজেহাল 'মরুভূমির জাহাজ'

কলকাতা, 29 নভেম্বর: ঠান্ডা গরমের ওঠা-নামায় অস্বস্তিকর আবহ ৷ গরম জামাকাপড় গায়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই ৷ আবার ঋতুবদলের সময় সতর্ক না-হলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি । আপাতত এমন আবহাওয়া থাকবে (IMD Kolkata Weather Prediction) ৷

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে ৷ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেভাবে ঠান্ডা পড়তে দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে আমাদের অঞ্চলের উপরে বড়ো কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই ৷ যা আছে, তা উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাস ৷ তার জোরও খুব একটা নেই ৷ ফলে আগামী 3-4 দিন তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ যে ঠান্ডাটা আমরা অনুভব করছি 3-4 দিন সেটাই বজায় থাকবে ৷ 2 ডিসেম্বর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি কমার সম্ভাবনা আছে ।"

বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে ? কী বললেন আলিপুরের আবহাওয়াবিদ

আরও পড়ুন: আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান কোন কোন রাশির অনুকুলে, জেনে নিন

এই মুহূর্তে যাঁরা আলু চাষ করছেন না, তাঁরা আলুর বীজ লাগিয়ে দিতে পারেন ৷ কারণ, আগামী 10-12 দিন বৃষ্টির পূর্বাভাস নেই ৷ কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন দিনে গরম জামা পরার মতো পরিস্থিতি হবে না ৷ এই মুহূর্তে আসানসোলের দিকে হালকা কুয়াশা আছে । ধানক্ষেত বা যেখানে জল আছে, সেখানে ভোরের দিকে একটু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে ৷ খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, জানিয়েছেন আবহাওয়াবিদ ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি, স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ, সর্বনিম্ন 40 শতাংশ ৷ মঙ্গলবার আকাশ প্রধানত রৌদ্রজ্জ্বলই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি ও 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: কাতারে পর্যটকদের উন্মাদনায় নাজেহাল 'মরুভূমির জাহাজ'

Last Updated : Nov 29, 2022, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.