ETV Bharat / state

West Bengal Weather Update: উৎসবের আবহে চড়া পারদ, বর্ষশেষেও তিলোত্তমার 'হাওয়া গরম' - ভোরে কুয়াশা

আগামিকাল বড়দিন ৷ কিন্তু জমিয়ে ঠান্ডার আমেজ নেই ৷ বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জাঁকিয়ে শীতের দেখা নেই (IMD Kolkata Weather Forecast) ৷ আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের বিশেষ সুযোগ নেই বলেই মত হাওয়া অফিসের ।

Winter in Bengal
ETV Bharat
author img

By

Published : Dec 24, 2022, 7:03 AM IST

Updated : Dec 24, 2022, 7:46 AM IST

বড়দিনের আবহাওয়া নিয়ে কী বললেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 ডিসেম্বর: কুয়াশার চাদর মোড়া ভোরে নেই শীতের উত্তাপ ৷ বরং ভোর থেকে সকাল হতে না হতেই সম্পূর্ণ উধাও ঠান্ডার আমেজ। বেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিনের তাপমাত্রা ৷ বড়দিনের আগে আবহাওয়ার এমন আপডেট শীতবিলাসীদের মনখারাপ করে দিতে বাধ্য ৷ বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই শীতের এই খামখেয়ালিপনা ৷ ফলে প্রথম পর্বে শীতের ইনিংস জমিয়ে শুরু হলেও তা এখন মনখারাপের কারণ (West Bengal Winter Weather Update) ৷

বর্ষশেষের সপ্তাহে সেই মনখারাপ সরবে কি না, তার পূর্বাভাস সেভাবে দিতে পারেনি হাওয়া অফিস ৷ আলিপুর হাত্তয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল পর্যন্ত ঠান্ডা বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে ৷ বিশেষ করে আগামী 24 ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে দুই বঙ্গে ৷ তাপমাত্রা বৃদ্ধি পাবে, বড়দিনে শীতের আমেজ কমবে ৷ ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় দৃশ্যমানতা কমবে । দৃশ্যমানতা 50-200 মিটার থাকবে ৷ দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ কলকাতাতেও মাঝারি কুয়াশার প্রভাব থাকবে ।"

আরও পড়ুন: সপ্তাহান্তে পরিবারের সঙ্গে ছুটির মেজাজে দিন কাটবে কাদের, জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ ৷ আজ শনিবার ভোরে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

বড়দিনের আবহাওয়া নিয়ে কী বললেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 24 ডিসেম্বর: কুয়াশার চাদর মোড়া ভোরে নেই শীতের উত্তাপ ৷ বরং ভোর থেকে সকাল হতে না হতেই সম্পূর্ণ উধাও ঠান্ডার আমেজ। বেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিনের তাপমাত্রা ৷ বড়দিনের আগে আবহাওয়ার এমন আপডেট শীতবিলাসীদের মনখারাপ করে দিতে বাধ্য ৷ বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই শীতের এই খামখেয়ালিপনা ৷ ফলে প্রথম পর্বে শীতের ইনিংস জমিয়ে শুরু হলেও তা এখন মনখারাপের কারণ (West Bengal Winter Weather Update) ৷

বর্ষশেষের সপ্তাহে সেই মনখারাপ সরবে কি না, তার পূর্বাভাস সেভাবে দিতে পারেনি হাওয়া অফিস ৷ আলিপুর হাত্তয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকাল পর্যন্ত ঠান্ডা বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে ৷ বিশেষ করে আগামী 24 ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে দুই বঙ্গে ৷ তাপমাত্রা বৃদ্ধি পাবে, বড়দিনে শীতের আমেজ কমবে ৷ ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় দৃশ্যমানতা কমবে । দৃশ্যমানতা 50-200 মিটার থাকবে ৷ দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ কলকাতাতেও মাঝারি কুয়াশার প্রভাব থাকবে ।"

আরও পড়ুন: সপ্তাহান্তে পরিবারের সঙ্গে ছুটির মেজাজে দিন কাটবে কাদের, জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ ৷ আজ শনিবার ভোরে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Dec 24, 2022, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.