ETV Bharat / state

West Bengal Weather Update: নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কমবে ঘাটতি - IMD Kolkata Weather Forecast

ভরা বর্ষাতেও রাজ্যে পর্যাপ্ত বৃষ্টি হয়নি ৷ তবে এবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

ETV Bharat
আবহাওয়া
author img

By

Published : Aug 1, 2023, 7:09 AM IST

Updated : Aug 1, 2023, 7:28 AM IST

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 1 অগস্ট: শ্রাবণে ধারাস্নানের জোরালো ইঙ্গিত মিলল ৷ সোমবার সন্ধ্যা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী 12 ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে ৷

এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে ৷ আগামী 12 ঘণ্টায় তা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুু থেকেই চব্বিশে ভোটে দাঁড়াচ্ছেন মোদি !

এর ফলে 1-2 অগস্ট, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 2 অগস্ট পশ্চিমের জেলাগুলি- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমতে পারে ৷ 3 তারিখ থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে ৷ উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ 4 অগস্ট শুক্রবার উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ তাপমাত্রার কোনও পরিবর্তন নেই ৷

মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ দক্ষিণবঙ্গে সরে এসেছে ৷ মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মোরাদাবাদ, গোরখপুর, দ্বারভাঙা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ কলকাতা-সহ প্রায় 14টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পুরুলিয়াতে ৷ 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে ৷

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন ভাগ্য সহায় হবে না মেষের, বাকিদের কেমন কাটবে

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে কলকাতা ও সুন্দরবনের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷ নদীতে জল বাড়ার সম্ভাবনা আছে ৷ ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ সাধারণত মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 1 অগস্ট: শ্রাবণে ধারাস্নানের জোরালো ইঙ্গিত মিলল ৷ সোমবার সন্ধ্যা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী 12 ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে ৷

এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে ৷ আগামী 12 ঘণ্টায় তা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুু থেকেই চব্বিশে ভোটে দাঁড়াচ্ছেন মোদি !

এর ফলে 1-2 অগস্ট, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 2 অগস্ট পশ্চিমের জেলাগুলি- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমতে পারে ৷ 3 তারিখ থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে ৷ উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ 4 অগস্ট শুক্রবার উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ৷ তাপমাত্রার কোনও পরিবর্তন নেই ৷

মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ দক্ষিণবঙ্গে সরে এসেছে ৷ মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মোরাদাবাদ, গোরখপুর, দ্বারভাঙা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ কলকাতা-সহ প্রায় 14টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পুরুলিয়াতে ৷ 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে ৷

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন ভাগ্য সহায় হবে না মেষের, বাকিদের কেমন কাটবে

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে কলকাতা ও সুন্দরবনের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷ নদীতে জল বাড়ার সম্ভাবনা আছে ৷ ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ সাধারণত মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Aug 1, 2023, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.