ETV Bharat / state

West Bengal Weather Update : পুড়ছে বাংলা, আরও বাড়বে গরম

author img

By

Published : Mar 25, 2022, 6:57 AM IST

ঋতু পরিবর্তনের নিয়ম মেনে গ্রীষ্ম এসেছে বঙ্গে ৷ তাপমাত্রা এবার ঊর্ধ্বমুখী, জানিয়েছে আলিপুর (West Bengal Weather Update) ৷

West Bengal Summer
বঙ্গে গ্রীষ্ম

কলকাতা, 25 মার্চ : গুমোট গরমে দিনভর প্রাণ ওষ্ঠাগত । সূর্য ডুবলে হাওয়া বইছে । তবে তাতে ঠান্ডার প্রলেপ নেই । ফলে দিনে-রাতে গরমে নাজেহাল মানুষ । সাধারণত এই সময় সন্ধেয় কালবৈশাখী হয় । কিন্তু তারও দেখা নেই । যদিও আলিপুর হাওয়া অফিস সন্ধে নাগাদ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে । কিন্তু পরিবর্তিত আবহাওয়ায় তার ইঙ্গিত নেই (IMD Kolkata predicts temperature to rise in West Bengal) ।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী 4-5 দিন দু'বঙ্গে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । ফলে ধরে নেওয়া যায়, দাবদাহে দফারফা হবে জীবন । শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের কয়েকটি জায়গায় এবং সিকিমের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কথা বলা হয়েছে মাত্র ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 25th March : বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাতের যোগ কোন রাশির ? দেখুন রাশিফল

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি স্পর্শ করেছে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে 25.5 ডিগ্রিতে পৌঁছেছে। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রিতে ঘোরাফেরা করবে ।

কলকাতা, 25 মার্চ : গুমোট গরমে দিনভর প্রাণ ওষ্ঠাগত । সূর্য ডুবলে হাওয়া বইছে । তবে তাতে ঠান্ডার প্রলেপ নেই । ফলে দিনে-রাতে গরমে নাজেহাল মানুষ । সাধারণত এই সময় সন্ধেয় কালবৈশাখী হয় । কিন্তু তারও দেখা নেই । যদিও আলিপুর হাওয়া অফিস সন্ধে নাগাদ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে । কিন্তু পরিবর্তিত আবহাওয়ায় তার ইঙ্গিত নেই (IMD Kolkata predicts temperature to rise in West Bengal) ।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী 4-5 দিন দু'বঙ্গে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । ফলে ধরে নেওয়া যায়, দাবদাহে দফারফা হবে জীবন । শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের কয়েকটি জায়গায় এবং সিকিমের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কথা বলা হয়েছে মাত্র ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 25th March : বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাতের যোগ কোন রাশির ? দেখুন রাশিফল

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি স্পর্শ করেছে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে 25.5 ডিগ্রিতে পৌঁছেছে। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রিতে ঘোরাফেরা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.