কলকাতা, 19 ডিসেম্বর: পারদের ওঠা-নামায় ঠান্ডার স্থায়ী অবস্থান হয়েছে বঙ্গে ৷ নির্দিষ্ট সময়ে বঙ্গে প্রবেশ করেছে শীত । চরিত্র অনুযায়ী ঠান্ডা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে (IMD Kolkata Forecasts that Mainly Clear Sky Today)৷ ফলে শীতের আমেজ যারা পছন্দ করেন তারা শীতের পারফরম্যান্স ঘিরে আশ্বস্ত হতেই পারেন ।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, চারটে ভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের ইনিংস ছড়িয়ে থাকে । আপাতত প্রথম ভাগ শুরু হয়েছে । 13 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়েছে । এর নিচে পারদ নামার আপাতত সম্ভাবনা নেই । তবে 15 ডিগ্রির মধ্যেই ঠান্ডা ঘোরাফেরা করবে । ফলে বলা যায় গত দু'দিনের তুলনায় তাপমাত্রা উপরের দিকে চড়বে ।
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 94 শতাংশ । আগামী পাঁচদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেয়নি হাওয়া । পশ্চিমের জেলাগুলোতেও ইতিমধ্যে পারদ পড়তে শুরু করেছে । ফলে সেখানেও জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে । উত্তরবঙ্গের পারদও পড়ছে । আগামী পাঁচদিন ভোরের দিকে হালকা কুয়াশা দিকে থাকবে । তাছাড়া তাপমাত্রার বড় পরিবর্তন নেই । সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিনের আকাশ প্রধানত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 এবং 15 ডিগ্রির আশেপাশে ঘোরা ফেরা করবে ।
আরও পড়ুন : বিদেশ ভ্রমণের যোগ কোন রাশির জানুন রাশিফলে