কলকাতা, 28 অক্টোবর: গোটা রাজ্যজুড়ে আবহাওয়া বদলাচ্ছে । রৌদ্রোজ্জ্বল নীল মেঘমুক্ত আকাশে সূর্যের তেজে একটা নরমভাব এসে গিয়েছে । সঙ্গে বাতাসে হিমের পরশ । ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ । চামড়ায় ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে ।
আবহাওয়া অফিস অবশ্য বলছে নতুন মাসের সপ্তাহ দুয়েক যাওয়ার পরেই শীত পড়তে শুরু করবে(Weather Update of West Bengal)। আপাতত পরিষ্কার আকাশ বাতাসে ঠান্ডার পরশই স্বস্তি । দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গে আগামী কয়েকটি দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ।
দুই দিনাজপুর, কালিম্পং ও জলপাইগুড়ির আবহাওয়া শুকনো থাকবে । এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ তারতম্য হবে না । বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক তাপমাত্রা 93 শতাংশ । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হতে পারে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য রয়েছে সুখবর, বলছে রাশিফল