কলকাতা, 6 অগস্ট: মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা উত্তর দিকে সরে গিয়েছে । আগামী তিনদিনে তা আরও কিছুটা উত্তরে সরে যাবে ৷ এর ফলে আজ রবিবার এবং আগামিকাল সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, দুই 24 পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ।
আপাতত কোনও ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপের ইঙ্গিত নেই । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে শ্রাবণের মধ্যভাগে বৃষ্টির আনাগোনা রয়েছে । তবে তা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি । এর জন্য দুই বঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ।
বৃষ্টির ঘাটতিতে বিভিন্ন জেলায় চাষের কাজ ব্যাহত হচ্ছে ৷ আমন ধান থেকে শুরু করে পাট চাষ, সবেতেই জলের অভাবে প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা ৷ তবে এই কদিনের বৃষ্টি ঘাটতি মেটাতে পারে কি না সেটাই এখন দেখার ৷
শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।