কলকাতা, 27 জুন : ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর । অভিযান চালিয়ে গতরাতে ন'জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি বাড়িতে চলত এই ব্যবসা ।
240-A রাসবিহারী অ্যাভিনিউ । বাড়িটির তিনতলায় রয়েছে একটি ম্যাসাজ পার্লার । আর তাতেই চলত মধুচক্রের আসর । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালায় পুলিশ । গ্রেপ্তার করা হয় পাঁচ মহিলা সহ ন'জনকে । ধৃতদের জেরা করে ম্যানেজার ও পার্লারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ ।
এই নিয়ে একই সপ্তাহে দুটি মধুচক্রের আসরের সন্ধান পেল পুলিশ । মঙ্গলবার(25 জুন), বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় একটি হোটেলে মধুচক্রের আসরের সন্ধান মেলে । কলকাতা ও দক্ষিণ 24 পরগনার চার নাবালিকাকে উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় হোটেলের ম্যানেজার ও এক দম্পতিকে ।