ETV Bharat / state

যৌন হেনস্তার অভিযোগ ওঠায় সরানো হল আইআইএম জোকা-র ডিরেক্টরকে - আইআইএম জোকা

Sexual Harassment Charges: জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটার ডিরেক্টর পদ থেকে সরানো হল সহদেব সরকারকে ৷ তাঁর বিরুদ্ধে কর্মস্থলে মহিলাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে ৷ আইআইএমসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ৷

IIMC
IIMC
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 12:53 PM IST

Updated : Jan 17, 2024, 7:55 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: নামী শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্তার অভিযোগ ৷ সেই অভিযোগে সরানো হল সংস্থার ডিরেক্টরকে ৷ ঘটনাটি ঘটেছে জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বা আইআইএমসি-তে৷ সেখানেই ডিরেক্টর পদে ছিলেন সহদেব সরকার ৷ তাঁর বিরুদ্ধেই উঠেছে যৌন হেনস্তার অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

এই নিয়ে ওই ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কমিটির কাছে সম্প্রতি একটি অভিযোগ আসে ৷ সেই অভিযোগ অনুসারে প্রতিষ্ঠানের এক মহিলা কর্মচারীকে যৌন হেনস্তা করেছেন সহদেব সরকার ৷ সেখানে পশ অ্যাক্ট (প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট, 2013) অনুসারে কর্মস্থলে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয় ৷

ওই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এর পর অভ্যন্তরীণ কমিটির তরফে তদন্ত শুরু হয় ৷ সমস্ত কর্মচারী, অধ্যাপক ও অন্য কর্মীদের সঙ্গে কথা বলা হয় ৷ তার পর সেই তদন্তের ভিত্তিতেই সহদেব সরকারকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য গত 6 জানুয়ারি আইআইএমসি-র বোর্ড অফ গভর্নর একটি বিশেষ বৈঠকও করে ৷

নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বর্ষীয়ান ফ্যাকাল্টি সদস্যকে ডিরেক্টর ইনচার্জ পদে নিযুক্ত করা হয় । সেই মতো আইআইএমসি-র অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে পরবর্তী ডিরেক্টর ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ আইআইএমসি-র এই অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন সহদেব সরকার কোনও পদেই থাকতে পারবেন না ।

উল্লেখ্য, গত তিন বছরে সহদেব সরকারকে নিয়ে তিনজন ডিরেক্টর পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরেছেন বা সরানো হয়েছে । এর আগে অধ্যাপক উত্তমকুমার সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই দু’বছরের মাথায় পদ ছেড়েছেন । তার আগে 2021 সালের মার্চ মাসে তৎকালীন ডিরেক্টর অঞ্জু শেঠ মেয়াদ শেষ হওয়ার আগে চতুর্থ বছরেই পদত্যাগ করেছিলেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. খাবারে লোহার তার ও পোকামাকড়, চরম উত্তেজনা আইআইএম কলকাতা ক্যাম্পাসে
  2. আইআইএম রাঁচির হস্টেলের ঘরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, বাঁধা ছিল দুটি হাত
  3. বাজেটে বরাদ্দ কমে অর্ধেক! কী বলছেন আইআইএমগুলির পরিচালকরা ?

কলকাতা, 17 জানুয়ারি: নামী শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্তার অভিযোগ ৷ সেই অভিযোগে সরানো হল সংস্থার ডিরেক্টরকে ৷ ঘটনাটি ঘটেছে জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বা আইআইএমসি-তে৷ সেখানেই ডিরেক্টর পদে ছিলেন সহদেব সরকার ৷ তাঁর বিরুদ্ধেই উঠেছে যৌন হেনস্তার অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

এই নিয়ে ওই ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কমিটির কাছে সম্প্রতি একটি অভিযোগ আসে ৷ সেই অভিযোগ অনুসারে প্রতিষ্ঠানের এক মহিলা কর্মচারীকে যৌন হেনস্তা করেছেন সহদেব সরকার ৷ সেখানে পশ অ্যাক্ট (প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট, 2013) অনুসারে কর্মস্থলে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয় ৷

ওই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এর পর অভ্যন্তরীণ কমিটির তরফে তদন্ত শুরু হয় ৷ সমস্ত কর্মচারী, অধ্যাপক ও অন্য কর্মীদের সঙ্গে কথা বলা হয় ৷ তার পর সেই তদন্তের ভিত্তিতেই সহদেব সরকারকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য গত 6 জানুয়ারি আইআইএমসি-র বোর্ড অফ গভর্নর একটি বিশেষ বৈঠকও করে ৷

নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বর্ষীয়ান ফ্যাকাল্টি সদস্যকে ডিরেক্টর ইনচার্জ পদে নিযুক্ত করা হয় । সেই মতো আইআইএমসি-র অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে পরবর্তী ডিরেক্টর ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ আইআইএমসি-র এই অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন সহদেব সরকার কোনও পদেই থাকতে পারবেন না ।

উল্লেখ্য, গত তিন বছরে সহদেব সরকারকে নিয়ে তিনজন ডিরেক্টর পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরেছেন বা সরানো হয়েছে । এর আগে অধ্যাপক উত্তমকুমার সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই দু’বছরের মাথায় পদ ছেড়েছেন । তার আগে 2021 সালের মার্চ মাসে তৎকালীন ডিরেক্টর অঞ্জু শেঠ মেয়াদ শেষ হওয়ার আগে চতুর্থ বছরেই পদত্যাগ করেছিলেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. খাবারে লোহার তার ও পোকামাকড়, চরম উত্তেজনা আইআইএম কলকাতা ক্যাম্পাসে
  2. আইআইএম রাঁচির হস্টেলের ঘরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, বাঁধা ছিল দুটি হাত
  3. বাজেটে বরাদ্দ কমে অর্ধেক! কী বলছেন আইআইএমগুলির পরিচালকরা ?
Last Updated : Jan 17, 2024, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.