ETV Bharat / state

উচ্চ প্রাথমিকে দুর্নীতির অভিযোগ : হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

SSC উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় অসচ্ছ্বতা ও দুর্নীতির অভিযোগ তুলে কমিশনে জমা পড়েছে হাজারো অভিযোগ । সেই অভিযোগের সদুত্তর না মিললে এবার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল চাকরিপ্রার্থীরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 17, 2019, 10:19 AM IST

Updated : Oct 18, 2019, 1:33 AM IST

কলকাতা, 17 অক্টোবর : স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় রয়েছে অসংগতি । যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই কমিশনের অফিসে জমা পড়েছে হাজার হাজার অভিযোগ । সেই অভিযোগের কোনও সদুত্তর না মিললে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন SSC-র চাকরিপ্রার্থীরা । যা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর । তবে, 25 অক্টোবর পর্যন্ত যেহেতু চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনবে কর্তৃপক্ষ, আপাতত অপেক্ষা করে যেতে চান তাঁরা । 25 তারিখের পরই হাইকোর্টে যাওয়া হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

TET-এর নম্বর বাড়ানো হয়েছে, অনলাইন আবেদন ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে । TET-এর নম্বর ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে । ইন্টারভিউ দেওয়ার পর বাদ গেছে নাম । কিন্তু কেন সেটা অনেকেরই অজানা কারণ ইন্টারভিউতে কত নম্বর দেওয়া হয়েছে সেটা তাঁরা জানতে পারেননি । 4 অক্টোবর উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশে পর এমনই হাজারও বিষয় নিয়ে অস্বচ্ছ্বতা ও দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা । তারপরই কমিশনের অফিসে অভিযোগপত্র জমা নিয়ে সমস্যা দেখা যায় । কমিশন থেকে জানানো হয় 25 অক্টোবর পর্যন্ত অভিযোগ শুনবে কমিশন । তবে, সেই সময় পেড়নোর আগেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এককথায় অনেকটা নিশ্চিত চাকরিপ্রার্থীরা । তাঁদের বক্তব্য, 25 পর্যন্ত অপেক্ষা করেও কোনও উত্তর না মিললে হাইকোর্টের দারস্থ হবেন তাঁরা ।

এবিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম হুঁশিয়ারির ভাষায় বলেন, "2016-র স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুয়ায়ী ইন্টারভিউতে ডাকতে হবে 1:1.4 রেশিও তে । এরপর সেই ভিত্তিতে প্যানেল লিস্ট ও ওয়েটিং লিস্ট তৈরি করার কথা সার্ভিস কমিশনের । সেক্ষেত্রে কেউ বাদ যাওয়ার কথা নয় । হয় প্রার্থীর নাম প্যানেলে থাকবে নয় ওয়েটিং লিস্টে । কিন্ত এখানে বহু প্রার্থীর নাম বাদ গেছে । আমার কাছেই কয়েক হাজার প্রার্থী এসেছে । যাদের এভাবে নাম নেই । ফলে 25 অক্টোবরের মধ্যে যদি কমিশন সদুত্তর দিতে পারে ভালো । না হলে মামলা দায়ের হবে হাইকোর্টে ।"

কলকাতা, 17 অক্টোবর : স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় রয়েছে অসংগতি । যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই কমিশনের অফিসে জমা পড়েছে হাজার হাজার অভিযোগ । সেই অভিযোগের কোনও সদুত্তর না মিললে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন SSC-র চাকরিপ্রার্থীরা । যা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর । তবে, 25 অক্টোবর পর্যন্ত যেহেতু চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনবে কর্তৃপক্ষ, আপাতত অপেক্ষা করে যেতে চান তাঁরা । 25 তারিখের পরই হাইকোর্টে যাওয়া হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

TET-এর নম্বর বাড়ানো হয়েছে, অনলাইন আবেদন ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে । TET-এর নম্বর ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে । ইন্টারভিউ দেওয়ার পর বাদ গেছে নাম । কিন্তু কেন সেটা অনেকেরই অজানা কারণ ইন্টারভিউতে কত নম্বর দেওয়া হয়েছে সেটা তাঁরা জানতে পারেননি । 4 অক্টোবর উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশে পর এমনই হাজারও বিষয় নিয়ে অস্বচ্ছ্বতা ও দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা । তারপরই কমিশনের অফিসে অভিযোগপত্র জমা নিয়ে সমস্যা দেখা যায় । কমিশন থেকে জানানো হয় 25 অক্টোবর পর্যন্ত অভিযোগ শুনবে কমিশন । তবে, সেই সময় পেড়নোর আগেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এককথায় অনেকটা নিশ্চিত চাকরিপ্রার্থীরা । তাঁদের বক্তব্য, 25 পর্যন্ত অপেক্ষা করেও কোনও উত্তর না মিললে হাইকোর্টের দারস্থ হবেন তাঁরা ।

এবিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম হুঁশিয়ারির ভাষায় বলেন, "2016-র স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুয়ায়ী ইন্টারভিউতে ডাকতে হবে 1:1.4 রেশিও তে । এরপর সেই ভিত্তিতে প্যানেল লিস্ট ও ওয়েটিং লিস্ট তৈরি করার কথা সার্ভিস কমিশনের । সেক্ষেত্রে কেউ বাদ যাওয়ার কথা নয় । হয় প্রার্থীর নাম প্যানেলে থাকবে নয় ওয়েটিং লিস্টে । কিন্ত এখানে বহু প্রার্থীর নাম বাদ গেছে । আমার কাছেই কয়েক হাজার প্রার্থী এসেছে । যাদের এভাবে নাম নেই । ফলে 25 অক্টোবরের মধ্যে যদি কমিশন সদুত্তর দিতে পারে ভালো । না হলে মামলা দায়ের হবে হাইকোর্টে ।"

Intro:আপার প্রাইমারীর মেধা তালিকা নিয়ে হাজার হাজার অভিযোগ Body:
মানস নস্কর

আপার প্রাইমারীর মেধাতালিকা নিয়ে হাজার হাজার অভিযোগ , সদুত্তর না পেলে হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত প্রার্থীদের

কলকাতা ১৬ অক্টোবর ঃ
আপার প্রাইমারীর যে মেধা তালিকা প্রকাশ করেছে তার ভিত্তিতে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে।ইন্টারভিউ দেওয়ার পর কি কারনে তাদের নাম বাদ গেলো সেই ব্যাপারে অন্ধকারে হবু শিক্ষক শিক্ষিকারা।একবারে দিশাহারা অবস্থা চাকরি প্রার্থীদের। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।তবে আগামী ২৫ তারিখ পর্যন্ত যেহেতু স্কুল সার্ভিস কমিশন প্রার্থীদের অভিযোগ শুনবে বলে জানিয়েছে। তাই ২৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন তারা।তার মধ্যে যদি সদুত্তর না দিতে পারে স্কুল সার্ভিস কমিশন।হাইকোর্টে মামলা করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছেন তারা।

মুলত প্রার্থীদের থেকে যে অভিযোগ গুলো জানা যাচ্ছে, টেটের মার্কস বাড়ানো হয়েছে। অনলাইন আবেদন ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। টেটের মার্কস ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। ইইন্টারভিউ দেওয়ার পর বাদ দেওয়া হয়েছে কিন্ত কেন সেটাই বুঝতে পারছেন না প্রার্থীরা।কারন ইন্টারভিউতে কত নম্বর দেওয়া হয়েছে সেটা তারা জানতে পারেনি।

এই ব্যাপারে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের রুল অনুয়ায়ী ইন্টারভিউ তে ডাকতে হবে ১ঃ১.৪ রেশিও তে।এরপর সেই ভিত্তিতে প্যানেল লিস্ট ও ওয়েটিং লিস্ট তৈরি করার কথা সার্ভিস কমিশনের। সে ক্ষেত্রে কেউ বাদ যাওয়ার কথা নয়।হয় প্রার্থীর নাম প্যানেলে থাকবে নয় ওয়েটিং এ।কিন্ত এখানে বহু প্রার্থীর নাম বাদ গেছে। আমার কাছে কয়েক হাজার প্রার্থী এসেছে। ২৫ অক্টোবরের মধ্যে যদি সার্ভিস কমিশন সদুত্তর দিতে পারে ভালো। নাহলে মামলা দায়ের হবে হাইকোর্টে। "

Conclusion:
Last Updated : Oct 18, 2019, 1:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.