ETV Bharat / state

Mohan Bhagwat on Netaji: নেতাজির ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হত, মন্তব্য সংঘ প্রধানের - ভারতের স্বাধীনতা সম্পর্কে মোহন ভগবত

আজাদ হিন্দ বাহিনী সফল হলে, ভারত আরও আগে স্বাধীনতা হত বলে মনে করেন সংঘ প্রধান মোহন ভগবত ৷ নেতাজির জন্মজয়ন্তীতে (Mohan Bhagwat on Netaji) কলকাতায় এসে এমনটাই বললেন তিনি ৷

Mohan Bhagwat on Netaji ETV BHARAT
Mohan Bhagwat on Netaji
author img

By

Published : Jan 23, 2023, 12:34 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ভারত আরও অনেক আগে স্বাধীন হয়ে যেত, যদি নেতাজির ভাগ্য সহায় থাকত ৷ কলকাতা নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সভাপতি মোহন ভগবত ৷ তাঁর কথায়, সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন নেতাজি ৷ কিন্তু, তাঁর ভাগ্য সঙ্গে ছিল না ৷ সেদিন তাঁর ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত (If Netaji Luck Helpes India Become Independent Long Ago) ৷’’ মূলত, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ও নেতৃত্ব নিয়ে বলতে গিয়েই একথা বলেন মোহন ভগবত ৷

আজ কলকাতায় নেতাজির 127 তম জন্মজয়ন্তীতে, শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে অংশ নেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ সেখানেই নেতাজির নেতৃত্ব এবং সংকল্পের প্রশংসা করতে গিয়ে আজাদ হিন্দ বাহিনীর প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বলেন, ‘‘ভারতকে স্বাধীন করার স্বপ্ন অনেকেই দেখিয়েছিল ৷ কিন্তু, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস একজনই দেখিয়ে ছিলেন ৷ তাই আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন ৷ সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন তিনি ৷ নেতাজির ভাগ্য সহায় হলে, ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত ৷’’

পাশাপাশি, তাঁর নেতৃত্ব দেওয়ার কৌশলকেও কুর্নিশ জানান সংঘ প্রধান ৷ তাই আজও দেশবাসীর কাছে তিনি ‘নেতাজি’ নামে পরিচিত বলে জানান ভগবত ৷ তাঁর লড়াই করে অধিকার বুঝে নেওয়ার ইচ্ছের কথাও তুলে ধরেন মোহন ভগবত ৷ এই প্রসঙ্গেই সংঘের ভাবধারা ও উদ্দেশ্যর সঙ্গে নেতাজির চিন্তাভাবনার তুলনা টানেন মোহন ভগবত ৷ বলেন, ‘‘নেতাজি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিলেন ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে ৷’’

আরও পড়ুন: 'নেতাজি যা চেয়েছিলেন আজ সংঘ তাই করছে', মত মোহন ভগবতের

আর সেই প্রসঙ্গে, বর্তমান কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির কথাও উঠে আসে মোহন ভগবতের কথায় ৷ আজ বিশ্ব দরবারে ভারতে বৈভব বেড়েছে ৷ ভারতের নীতি ও মতামত বিশ্বের কাছে গুরুত্ব পাচ্ছে ৷ তাঁর মতে, নেতাজির স্বাধীনতার লড়াইয়ের উদ্দেশ্য সেটাই ছিল ৷ যা আরআরএস-এর উদ্দেশ্য বলে জানান মোহন ভগবত ৷

কলকাতা, 23 জানুয়ারি: ভারত আরও অনেক আগে স্বাধীন হয়ে যেত, যদি নেতাজির ভাগ্য সহায় থাকত ৷ কলকাতা নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সভাপতি মোহন ভগবত ৷ তাঁর কথায়, সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন নেতাজি ৷ কিন্তু, তাঁর ভাগ্য সঙ্গে ছিল না ৷ সেদিন তাঁর ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত (If Netaji Luck Helpes India Become Independent Long Ago) ৷’’ মূলত, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ও নেতৃত্ব নিয়ে বলতে গিয়েই একথা বলেন মোহন ভগবত ৷

আজ কলকাতায় নেতাজির 127 তম জন্মজয়ন্তীতে, শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে অংশ নেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ সেখানেই নেতাজির নেতৃত্ব এবং সংকল্পের প্রশংসা করতে গিয়ে আজাদ হিন্দ বাহিনীর প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বলেন, ‘‘ভারতকে স্বাধীন করার স্বপ্ন অনেকেই দেখিয়েছিল ৷ কিন্তু, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস একজনই দেখিয়ে ছিলেন ৷ তাই আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন ৷ সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন তিনি ৷ নেতাজির ভাগ্য সহায় হলে, ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত ৷’’

পাশাপাশি, তাঁর নেতৃত্ব দেওয়ার কৌশলকেও কুর্নিশ জানান সংঘ প্রধান ৷ তাই আজও দেশবাসীর কাছে তিনি ‘নেতাজি’ নামে পরিচিত বলে জানান ভগবত ৷ তাঁর লড়াই করে অধিকার বুঝে নেওয়ার ইচ্ছের কথাও তুলে ধরেন মোহন ভগবত ৷ এই প্রসঙ্গেই সংঘের ভাবধারা ও উদ্দেশ্যর সঙ্গে নেতাজির চিন্তাভাবনার তুলনা টানেন মোহন ভগবত ৷ বলেন, ‘‘নেতাজি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিলেন ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে ৷’’

আরও পড়ুন: 'নেতাজি যা চেয়েছিলেন আজ সংঘ তাই করছে', মত মোহন ভগবতের

আর সেই প্রসঙ্গে, বর্তমান কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির কথাও উঠে আসে মোহন ভগবতের কথায় ৷ আজ বিশ্ব দরবারে ভারতে বৈভব বেড়েছে ৷ ভারতের নীতি ও মতামত বিশ্বের কাছে গুরুত্ব পাচ্ছে ৷ তাঁর মতে, নেতাজির স্বাধীনতার লড়াইয়ের উদ্দেশ্য সেটাই ছিল ৷ যা আরআরএস-এর উদ্দেশ্য বলে জানান মোহন ভগবত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.