কলকাতা, 24 জুলাই : বহুদিন ধরে বেতন বৃদ্ধি ও সরকারের অধীনে এনে স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন রাজ্যের ICT@School প্রকল্পের অধীনস্থ চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করেন জেলা থেকে আসা প্রায় সাড়ে তিন হাজার কম্পিউটার শিক্ষক । অভিযোগ, ICT@School প্রকল্পের জন্য প্রতি স্কুল পিছু রাজ্য সরকার 3 লাখ 49 হাজার 356 টাকা বরাদ্দ করে । অথচ, স্কুলগুলি পায় মাত্র 50 হাজার টাকা । প্রতিটি কম্পিউটার শিক্ষক বেতন পান 4 হাজার 943 টাকা । বরাদ্দের বাকি টাকা প্রকল্পের মনিটরিংয়ের দায়িত্বে থাকা তিনটি বেসরকারি কম্পানি ও শিক্ষা দপ্তর আত্মসাৎ করছে ৷ সেই বাকি টাকার হিসেব চেয়ে আজ উন্নয়ন ভবন পর্যন্ত মিছিল করেন কম্পিউটার শিক্ষকরা ৷ পরে অবস্থান করেন তাঁরা ৷
এই বিষয়ে, ওয়েস্ট বেঙ্গল ICT স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান বলেন, "আজ গণডেপুটেশন জমা দেওয়া হচ্ছে । আমরা জানি ICT প্রকল্পে 3 লাখ 49 হাজার 356 টাকার একটা অ্যালটমেন্ট আছে । কিন্তু, প্রতিবছর 50 হাজার টাকাও পাচ্ছি না । ফলে একটা বিরাট অঙ্কের কাটমানির ব্যাপার এখানে থেকে যাচ্ছে । বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তারা কর্ণপাত করছে না । তার জন্যই আজকের এই আন্দোলন ।"
কাটমানি নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে তুলছেন? স্বরূপ পান বলেন, "অবশ্যই কম্পানির বিরুদ্ধে । সেই সঙ্গে শিক্ষা দপ্তরে একটি ঘুঘুর বাসা তৈরি হয়েছে আধিকারিকদের মধ্যে৷ যারা এই বিষয়টাকে সায় দিচ্ছে । আমরা চাইছি কম্পানি মুক্ত ICT প্রোজেক্ট । সরকার এই ICT প্রকল্পটাকে চালাক । আমরা জানি এর জন্য 3 লাখ 49 হাজার টাকাও দিতে হবে না । আরও কম টাকায় এই ICT প্রোজেক্টটাকে সুন্দরভাবে চালানো যাবে । কম্পানি সরিয়ে দিলে সরকারকে 3 লাখ 49 হাজার টাকা দিতে হবে না ৷ দু'লাখ টাকাতেই এই প্রকল্পটা চালানো যাবে এবং আমরা উপযুক্ত সান্মানিক পাব ।"
2013 সালে ICT@School প্রকল্প নামে একটি কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম শুরু হয় । প্রথম পর্যায়ে প্রায় 800টি সরকারি বিদ্যালয়ে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হয় কম্পিউটার শিক্ষকদের । পরবর্তী পর্যায়ে আরও নতুন স্কুলে এই প্রকল্প চালু করা হয় । বর্তমানে রাজ্যের 5 হাজার 600টি স্কুলে IL&FS সহ আরও দুটি বেসরকারি কম্পানির তত্ত্বাবধানে চলছে এই প্রকল্প । শিক্ষকদের দাবি, স্কুলে সব ধরনের কাজ করলেও প্রথম থেকেই অত্যন্ত কম বেতন পান তাঁরা । 2013 সালে নিযুক্ত হওয়ার সময় 3 হাজার 1 টাকা থেকে শুরু হয়ে 2014 সালে বেড়ে 4 হাজার 134 টাকা ৷ 2015 সালে, 4 হাজার 234 টাকা হয়ে একটু একটু করে বাড়তে 2009 সালে তাঁদের মাসিক বেতন গিয়ে দাঁড়ায় 4 হাজার 943 টাকা । এর প্রতিবাদে বহুদিন ধরেই আন্দোলন করে চলেছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । এর আগে কম্পানির কাছে বরাদ্দ টাকার হিসেব চাইতে গিয়ে মিন্টো পার্কে IL&FS অফিস ঘেরাও করেছিলেন 4 থেকে 5 হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক । হয়েছিল লাঠিচার্জ । তারপরও একাধিকবার শিক্ষামন্ত্রীর বাড়িতে যান তাঁরা । কিন্তু, আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষকরা ৷
আজ আবার পথে নামেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । করুণাময়ী থেকে প্রায় সাড়ে 3 হাজার শিক্ষক মিছিল করেন । উন্নয়ন ভবনের সামনে সেই মিছিলকে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । তারপর মিছিলে অংশগ্রহণকারী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা উন্নয়ন ভবনের সামনে অবস্থান করেন ৷ তাঁদের দাবি নিয়ে স্বরূপ পাল বলেন, "যেখানে মাদ্রাসায় একই প্রোজেক্টে 10 হাজার টাকা পাচ্ছে, সেখানে আমরা সাড়ে 4 হাজার টাকার মতো বেতন পাচ্ছি । অথচ, একই প্রোজেক্টে কাজ করছি আমরা । আজ এই বেতন বৈষম্যটি আমরা তুলে ধরব ।" পাশাপাশি, ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারি চুক্তিমূলক পদে বহাল করা, স্কুলের একটি নির্দিষ্ট পদে নিয়োগ-সহ মোট চার দফা দাবি তোলা হয় এদিনের আন্দোলনে । এই দাবিগুলি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের কাছে ডেপুটেশন দিতে যাবেন তাঁরা ।
যদিও কাটমানি প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য মেলেনি ।