ETV Bharat / state

শিক্ষা দপ্তরে 'ঘুঘুর বাসা', সাড়ে 3 লাখ বরাদ্দে শিক্ষকরা পান 5 হাজার টাকা ! - ict@school project

আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করেন জেলা থেকে আসা প্রায় সাড়ে তিন হাজার কম্পিউটার শিক্ষক  । অভিযোগ, ICT@School প্রকল্পের জন্য প্রতি স্কুল পিছু রাজ্য সরকার 3 লাখ 49 হাজার 356 টাকা বরাদ্দ করে । অথচ, স্কুলগুলি পায় মাত্র 50 হাজার টাকা । প্রতিটি কম্পিউটার শিক্ষক বেতন পান 4 হাজার 943 টাকা । বরাদ্দের বাকি টাকা প্রকল্পের মনিটরিংয়ের দায়িত্বে থাকা তিনটি বেসরকারি কম্পানি ও শিক্ষা দপ্তর আত্মসাৎ করছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 24, 2019, 4:38 PM IST

Updated : Jul 24, 2019, 5:00 PM IST

কলকাতা, 24 জুলাই : বহুদিন ধরে বেতন বৃদ্ধি ও সরকারের অধীনে এনে স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন রাজ্যের ICT@School প্রকল্পের অধীনস্থ চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করেন জেলা থেকে আসা প্রায় সাড়ে তিন হাজার কম্পিউটার শিক্ষক । অভিযোগ, ICT@School প্রকল্পের জন্য প্রতি স্কুল পিছু রাজ্য সরকার 3 লাখ 49 হাজার 356 টাকা বরাদ্দ করে । অথচ, স্কুলগুলি পায় মাত্র 50 হাজার টাকা । প্রতিটি কম্পিউটার শিক্ষক বেতন পান 4 হাজার 943 টাকা । বরাদ্দের বাকি টাকা প্রকল্পের মনিটরিংয়ের দায়িত্বে থাকা তিনটি বেসরকারি কম্পানি ও শিক্ষা দপ্তর আত্মসাৎ করছে ৷ সেই বাকি টাকার হিসেব চেয়ে আজ উন্নয়ন ভবন পর্যন্ত মিছিল করেন কম্পিউটার শিক্ষকরা ৷ পরে অবস্থান করেন তাঁরা ৷

image
চলছে বিক্ষোভ

এই বিষয়ে, ওয়েস্ট বেঙ্গল ICT স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান বলেন, "আজ গণডেপুটেশন জমা দেওয়া হচ্ছে । আমরা জানি ICT প্রকল্পে 3 লাখ 49 হাজার 356 টাকার একটা অ্যালটমেন্ট আছে । কিন্তু, প্রতিবছর 50 হাজার টাকাও পাচ্ছি না । ফলে একটা বিরাট অঙ্কের কাটমানির ব্যাপার এখানে থেকে যাচ্ছে । বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তারা কর্ণপাত করছে না । তার জন্যই আজকের এই আন্দোলন ।"

image
অভিযোগ শিক্ষা দপ্তর ও তিনটি বেসরকারি কম্পানি কাটমানি নিচ্ছে

কাটমানি নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে তুলছেন? স্বরূপ পান বলেন, "অবশ্যই কম্পানির বিরুদ্ধে । সেই সঙ্গে শিক্ষা দপ্তরে একটি ঘুঘুর বাসা তৈরি হয়েছে আধিকারিকদের মধ্যে৷ যারা এই বিষয়টাকে সায় দিচ্ছে । আমরা চাইছি কম্পানি মুক্ত ICT প্রোজেক্ট । সরকার এই ICT প্রকল্পটাকে চালাক । আমরা জানি এর জন্য 3 লাখ 49 হাজার টাকাও দিতে হবে না । আরও কম টাকায় এই ICT প্রোজেক্টটাকে সুন্দরভাবে চালানো যাবে । কম্পানি সরিয়ে দিলে সরকারকে 3 লাখ 49 হাজার টাকা দিতে হবে না ৷ দু'লাখ টাকাতেই এই প্রকল্পটা চালানো যাবে এবং আমরা উপযুক্ত সান্মানিক পাব ।"

দেখুন ভিডিয়ো

2013 সালে ICT@School প্রকল্প নামে একটি কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম শুরু হয় । প্রথম পর্যায়ে প্রায় 800টি সরকারি বিদ্যালয়ে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হয় কম্পিউটার শিক্ষকদের । পরবর্তী পর্যায়ে আরও নতুন স্কুলে এই প্রকল্প চালু করা হয় । বর্তমানে রাজ্যের 5 হাজার 600টি স্কুলে IL&FS সহ আরও দুটি বেসরকারি কম্পানির তত্ত্বাবধানে চলছে এই প্রকল্প । শিক্ষকদের দাবি, স্কুলে সব ধরনের কাজ করলেও প্রথম থেকেই অত্যন্ত কম বেতন পান তাঁরা । 2013 সালে নিযুক্ত হওয়ার সময় 3 হাজার 1 টাকা থেকে শুরু হয়ে 2014 সালে বেড়ে 4 হাজার 134 টাকা ৷ 2015 সালে, 4 হাজার 234 টাকা হয়ে একটু একটু করে বাড়তে 2009 সালে তাঁদের মাসিক বেতন গিয়ে দাঁড়ায় 4 হাজার 943 টাকা । এর প্রতিবাদে বহুদিন ধরেই আন্দোলন করে চলেছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । এর আগে কম্পানির কাছে বরাদ্দ টাকার হিসেব চাইতে গিয়ে মিন্টো পার্কে IL&FS অফিস ঘেরাও করেছিলেন 4 থেকে 5 হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক । হয়েছিল লাঠিচার্জ । তারপরও একাধিকবার শিক্ষামন্ত্রীর বাড়িতে যান তাঁরা । কিন্তু, আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষকরা ৷

image
বিক্ষোভ চলাকালীন পুলিশের ব্যারিকেড

আজ আবার পথে নামেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । করুণাময়ী থেকে প্রায় সাড়ে 3 হাজার শিক্ষক মিছিল করেন । উন্নয়ন ভবনের সামনে সেই মিছিলকে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । তারপর মিছিলে অংশগ্রহণকারী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা উন্নয়ন ভবনের সামনে অবস্থান করেন ৷ তাঁদের দাবি নিয়ে স্বরূপ পাল বলেন, "যেখানে মাদ্রাসায় একই প্রোজেক্টে 10 হাজার টাকা পাচ্ছে, সেখানে আমরা সাড়ে 4 হাজার টাকার মতো বেতন পাচ্ছি । অথচ, একই প্রোজেক্টে কাজ করছি আমরা । আজ এই বেতন বৈষম্যটি আমরা তুলে ধরব ।" পাশাপাশি, ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারি চুক্তিমূলক পদে বহাল করা, স্কুলের একটি নির্দিষ্ট পদে নিয়োগ-সহ মোট চার দফা দাবি তোলা হয় এদিনের আন্দোলনে । এই দাবিগুলি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের কাছে ডেপুটেশন দিতে যাবেন তাঁরা ।


যদিও কাটমানি প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য মেলেনি ।

কলকাতা, 24 জুলাই : বহুদিন ধরে বেতন বৃদ্ধি ও সরকারের অধীনে এনে স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন রাজ্যের ICT@School প্রকল্পের অধীনস্থ চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করেন জেলা থেকে আসা প্রায় সাড়ে তিন হাজার কম্পিউটার শিক্ষক । অভিযোগ, ICT@School প্রকল্পের জন্য প্রতি স্কুল পিছু রাজ্য সরকার 3 লাখ 49 হাজার 356 টাকা বরাদ্দ করে । অথচ, স্কুলগুলি পায় মাত্র 50 হাজার টাকা । প্রতিটি কম্পিউটার শিক্ষক বেতন পান 4 হাজার 943 টাকা । বরাদ্দের বাকি টাকা প্রকল্পের মনিটরিংয়ের দায়িত্বে থাকা তিনটি বেসরকারি কম্পানি ও শিক্ষা দপ্তর আত্মসাৎ করছে ৷ সেই বাকি টাকার হিসেব চেয়ে আজ উন্নয়ন ভবন পর্যন্ত মিছিল করেন কম্পিউটার শিক্ষকরা ৷ পরে অবস্থান করেন তাঁরা ৷

image
চলছে বিক্ষোভ

এই বিষয়ে, ওয়েস্ট বেঙ্গল ICT স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান বলেন, "আজ গণডেপুটেশন জমা দেওয়া হচ্ছে । আমরা জানি ICT প্রকল্পে 3 লাখ 49 হাজার 356 টাকার একটা অ্যালটমেন্ট আছে । কিন্তু, প্রতিবছর 50 হাজার টাকাও পাচ্ছি না । ফলে একটা বিরাট অঙ্কের কাটমানির ব্যাপার এখানে থেকে যাচ্ছে । বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তারা কর্ণপাত করছে না । তার জন্যই আজকের এই আন্দোলন ।"

image
অভিযোগ শিক্ষা দপ্তর ও তিনটি বেসরকারি কম্পানি কাটমানি নিচ্ছে

কাটমানি নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে তুলছেন? স্বরূপ পান বলেন, "অবশ্যই কম্পানির বিরুদ্ধে । সেই সঙ্গে শিক্ষা দপ্তরে একটি ঘুঘুর বাসা তৈরি হয়েছে আধিকারিকদের মধ্যে৷ যারা এই বিষয়টাকে সায় দিচ্ছে । আমরা চাইছি কম্পানি মুক্ত ICT প্রোজেক্ট । সরকার এই ICT প্রকল্পটাকে চালাক । আমরা জানি এর জন্য 3 লাখ 49 হাজার টাকাও দিতে হবে না । আরও কম টাকায় এই ICT প্রোজেক্টটাকে সুন্দরভাবে চালানো যাবে । কম্পানি সরিয়ে দিলে সরকারকে 3 লাখ 49 হাজার টাকা দিতে হবে না ৷ দু'লাখ টাকাতেই এই প্রকল্পটা চালানো যাবে এবং আমরা উপযুক্ত সান্মানিক পাব ।"

দেখুন ভিডিয়ো

2013 সালে ICT@School প্রকল্প নামে একটি কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম শুরু হয় । প্রথম পর্যায়ে প্রায় 800টি সরকারি বিদ্যালয়ে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হয় কম্পিউটার শিক্ষকদের । পরবর্তী পর্যায়ে আরও নতুন স্কুলে এই প্রকল্প চালু করা হয় । বর্তমানে রাজ্যের 5 হাজার 600টি স্কুলে IL&FS সহ আরও দুটি বেসরকারি কম্পানির তত্ত্বাবধানে চলছে এই প্রকল্প । শিক্ষকদের দাবি, স্কুলে সব ধরনের কাজ করলেও প্রথম থেকেই অত্যন্ত কম বেতন পান তাঁরা । 2013 সালে নিযুক্ত হওয়ার সময় 3 হাজার 1 টাকা থেকে শুরু হয়ে 2014 সালে বেড়ে 4 হাজার 134 টাকা ৷ 2015 সালে, 4 হাজার 234 টাকা হয়ে একটু একটু করে বাড়তে 2009 সালে তাঁদের মাসিক বেতন গিয়ে দাঁড়ায় 4 হাজার 943 টাকা । এর প্রতিবাদে বহুদিন ধরেই আন্দোলন করে চলেছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । এর আগে কম্পানির কাছে বরাদ্দ টাকার হিসেব চাইতে গিয়ে মিন্টো পার্কে IL&FS অফিস ঘেরাও করেছিলেন 4 থেকে 5 হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক । হয়েছিল লাঠিচার্জ । তারপরও একাধিকবার শিক্ষামন্ত্রীর বাড়িতে যান তাঁরা । কিন্তু, আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষকরা ৷

image
বিক্ষোভ চলাকালীন পুলিশের ব্যারিকেড

আজ আবার পথে নামেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । করুণাময়ী থেকে প্রায় সাড়ে 3 হাজার শিক্ষক মিছিল করেন । উন্নয়ন ভবনের সামনে সেই মিছিলকে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । তারপর মিছিলে অংশগ্রহণকারী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা উন্নয়ন ভবনের সামনে অবস্থান করেন ৷ তাঁদের দাবি নিয়ে স্বরূপ পাল বলেন, "যেখানে মাদ্রাসায় একই প্রোজেক্টে 10 হাজার টাকা পাচ্ছে, সেখানে আমরা সাড়ে 4 হাজার টাকার মতো বেতন পাচ্ছি । অথচ, একই প্রোজেক্টে কাজ করছি আমরা । আজ এই বেতন বৈষম্যটি আমরা তুলে ধরব ।" পাশাপাশি, ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারি চুক্তিমূলক পদে বহাল করা, স্কুলের একটি নির্দিষ্ট পদে নিয়োগ-সহ মোট চার দফা দাবি তোলা হয় এদিনের আন্দোলনে । এই দাবিগুলি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের কাছে ডেপুটেশন দিতে যাবেন তাঁরা ।


যদিও কাটমানি প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য মেলেনি ।

Intro:কলকাতা, 24 জুলাই: বহুদিন ধরেই বেতন বৃদ্ধি ও সরকারের অধীনে এনে স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন রাজ‍্যের ICT@School প্রকল্পের অধীনস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আজ রাজ‍্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সল্টলেকের করুণাময়ী বাস স্ট‍্যান্ড থেকে মিছিল করেন রাজ‍্যের সব জেলা থেকে আসা প্রায় সাড়ে তিন হাজার কম্পিউটার শিক্ষক। তাঁদের অভিযোগ, ICT@School প্রকল্পের জন‍্য প্রতি স্কুল পিছু রাজ‍্য সরকার 3 লক্ষ 49 হাজার 356 টাকা বরাদ্দ করে। অথচ, আসলে স্কুলগুলি পায় প্রায় 50 হাজার টাকা। প্রতিটি কম্পিউটার শিক্ষক বেতন পান মাত্র 4 হাজার 943 টাকা। বরাদ্দের বাকি টাকা প্রকল্পের মনিটরিংয়ের দায়িত্বে থাকা তিনটি বেসরকারি কোম্পানি ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কাটমানি হিসাবে নেওয়ার অভিযোগ তুলছেন কম্পিউটার শিক্ষকরা। বাকি টাকার হিসাব চেয়ে আজ উন্নয়ন ভবন পর্যন্ত মিছিল করে উন্নয়ন ভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। উত্তর না পেলে তাঁরা এই অবস্থান চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন।


Body:ওয়েস্ট বেঙ্গল ICT স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ‍্য সভাপতি স্বরূপ পান বলেন, " আমাদের আজ গন ডেপুটেশন হচ্ছে। আমরা জানি আইসিটি প্রকল্পে 3 লক্ষ 49 হাজার 356 টাকার একটা অ্যালটমেন্ট আছে। কিন্তু, প্রতিবছর 50 হাজার টাকাও পাচ্ছি না। ফলে একটা বিরাট অংকের কাটমানির ব্যাপার এখানে থেকে যাচ্ছে। বারবার বিভিন্ন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তাঁরা তাতে কর্ণপাত করছেন না। তার জন্যই আজকের এই আন্দোলন।"

কাটমানি নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে তুলছেন? স্বরূপ পান বলেন, " অবশ্যই কাটমানি। না হলে যেখানে 50 হাজার টাকা খরচা হচ্ছে, সেখানে 3 লাখ 49 হাজার টাকা হিসেব আমরা চাইছি। অবশ‍্যই কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ করছি। সেই সঙ্গে শিক্ষা দপ্তরে একটি ঘুঘুর বাসা তৈরি হয়েছে আধিকারিকদের মধ্যে, যারা এই বিষয়টাকে সায় দিচ্ছে। আমরা চাইছি কোম্পানি মুক্ত ICT প্রজেক্ট। সরকার এই ICT প্রকল্পটাকে চালাক। আমরা জানি এর জন্য 3 লাখ 49 হাজার টাকাও দিতে লাগবে না। আরো কম টাকায় এই ICT প্রজেক্টটাকে আরো সুন্দরভাবে চালানো যাবে। কম্পানি সরিয়ে দিলে সরকারকে 3 লক্ষ 49 হাজার টাকা দিতে হবে না, দুই লক্ষ টাকাতেই এই প্রকল্পটা চালানো যাবে এবং আমরা উপযুক্ত সান্মানিক পাব।"

2013 সালে ICT@School প্রকল্প নামে একটি কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় 800টি সরকারি বিদ্যালয়ে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হয় এই কম্পিউটার শিক্ষকদের। পরবর্তী পর্যায়ে আরো নতুন স্কুলে এই প্রকল্প চালু করা হয়। বর্তমানে রাজ্যের 5 হাজার 600টি স্কুলে IL&FS সহ আরও দুটি বেসরকারি কোম্পানির তত্ত্বাবধানে চলছে এই প্রকল্প। স্কুলে সব ধরনের কাজ করলেও প্রথম থেকেই অত্যন্ত কম বেতন পান এই কম্পিউটার শিক্ষকরা। 2013 সালে নিযুক্ত হওয়ার সময় 3 হাজার 1 টাকা থেকে শুরু হয়ে 2014 সালে বেড়ে 4 হাজার 134 টাকা, 2015 সালে 4 হাজার 234 টাকা হয়ে একটু একটু করে বাড়তে বাড়তে 2009 সালে তাঁদের মাসিক বেতন 4 হাজার 943 টাকা। এই বঞ্চনার প্রতিবাদে বহুদিন ধরেই আন্দোলন করে চলেছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। এটাকে কোম্পানির কাছে বরাদ্দের টাকা হিসাব চাইতে গিয়ে মিন্টো পার্কে IL&FS অফিস ঘেরাও করেছিল 4 থেকে 5 হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। কিন্তু, হিসাবের বদলে মিলেছিল লাঠিচার্জ। তারপরেও একাধিকবার শিক্ষামন্ত্রীর বাড়িতে যান তাঁরা। কিন্তু, আশ্বাস মিললেও তা এখনও পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি বলে জানাচ্ছেন তাঁরা।

আজ আবার পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। করুণাময়ী থেকে প্রায় সাড়ে 3 হাজার শিক্ষক মিছিল করেন। উন্নয়ন ভবনের সামনে সেই মিছিলকে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। তার পরে মিছিলে অংশগ্রহণকারী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা উন্নয়ন ভবনের সামনে অবস্থানে বসেন। তাঁদের দাবি নিয়ে স্বরূপ পাল বলেন, " যেখানে মাদ্রাসায় একই প্রজেক্টে 10 হাজার টাকা পাচ্ছে, সেখানে আমরা যা সাড়ে 4 হাজার টাকার মতো বেতন পাচ্ছি। একই প্রজেক্টে কাজ করছি আমরা। এই বেতন বৈষম্যটা আজকে আমরা তুলে ধরব।" পাশাপাশি, ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারি চুক্তিমূলক পদে বহাল করা, স্কুলের একটি নির্দিষ্ট পদে নিয়োগ সহ মোট চার দফা দাবি তোলা হয় এদিনের আন্দোলনে। এই দাবিগুলি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের কাছে ডেপুটেশন দিতে যাবেন তাঁরা।


Conclusion:
Last Updated : Jul 24, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.