কলকাতা, ১৩মার্চ : CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে কৃতজ্ঞতা জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দিনকয়েক আগে রায়চকে দুষ্কৃতীদের কাছে হেনস্থার শিকার হন শোভনবাবুর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবুর সেই টুইটকে 'ব্যথায় মলম দেওয়া' বলে ব্যাখ্যা করলেন শোভনবাবু। তিনি বলেন, রায়চকে যে ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। এই ঘটনা প্রত্যাশিত ছিল না।
কিছুদিন ধরেই বৈশাখি বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে যোগদান নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। সেই জল্পনাকে অবসান করে গতকাল শোভন বলেন, "আমি BJP-তে যোগদান করছি না। আমার কাছে BJP-র তরফে কোনও ফোন আসেনি। বৈশাখির সাথে BJP নেতাদের কথা হয়েছিল। বৈশাখি একজন স্বাধীন মানুষ। বৈশাখি স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তবে আমি এই মুহূর্তে অন্য কোনও দলে যাচ্ছি না।"
শোভনবাবু বলেন, "বৈশাখি আমার বিপদের বন্ধু। আমি আমার বিপদের বন্ধুকে কোনও মুহূর্তে অস্বীকার করতে পারব না। বৈশাখি আমাকে আমার দুঃসময়ে সাহায্য করার জন্য তাঁকে আজ আলোচনার বিষয় হতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। পরিস্থিতির অপব্যাখ্যা করা হয়েছে।"
তবে আসন্ন লোকসভা নির্বাচনে শোভন চট্ট্যোপাধ্যায় কোনও দলের হয়ে প্রচারের অংশ নেবেন কি না তা স্পষ্ট করে জানাননি।