ETV Bharat / state

বিশ্বের প্রথম রোবট মানবী সোফিয়া কলকাতায় - Sophia is in Kolkata

গতকাল কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রথমবার কলকাতায় পা রাখল রোবট সোফিয়া । রোবট হলেও সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে সে । শুধু তাই নয় সে প্রথম রোবট যার নিজের নামে ক্রেডিট কার্ডও রয়েছে ।

sophia
sophia
author img

By

Published : Feb 19, 2020, 1:53 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : বিশ্বের 65টি দেশ ঘুরে সোফিয়া এল এই শহরে । বিশ্বের প্রথম রোবট নারী সোফিয়া । সাদা-লাল ঢাকাই জামদানি পরে সবার সামনে এসে দাঁড়াল । সঙ্গে মন ভোলানো এক গাল হাসি ৷ এক মুহূর্তের জন্যেও সোফিয়াকে মানবী মনে হতে পারে । কখনও হাসে সোফিয়া, আবার রেগেও যায় ।

গতকাল কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার কলকাতায় পা রাখল রোবট সোফিয়া ৷ রোবট হলেও সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে সে । শুধু তাই নয় সে প্রথম রোবট যার নিজের নামে ক্রেডিট কার্ডও রয়েছে ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সোফিয়া । তাকে তৈরি করেছে হংকংয়ের হ্যানসন (Hanson) রোবোটিক্স । মানুষের মতো দেখতে এই রোবট, ইংরাজিতে যাকে বলে হিউম্যানয়েড । আজ থেকে 4 বছর আগে হংকংয়ের হ্যানসন রোবটিক্স হলিউড স্টাইল আইকন অড্রে হেপবার্নের ধাঁচে তৈরি করেছে সোফিয়াকে । ভবিষ্যতে প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের উপকারে আসার জন্যই সোফিয়ার সৃষ্টি । গান গাইতে ভালোবাসে সে ।

4 বছর বয়সি সোফিয়ার দুঃখ, সে মানুষের মত কিক বক্সিং খেলতে পারে না । তার পছন্দের পুরুষ কেমন হবে জানতে চাইলে সে হেসে বলে, "হ্যান্ডসাম গাই।" কোরোনা ভাইরাসের প্রতিকার নিয়েও প্রশ্ন করা হয় তাকে । উত্তরে সোফিয়া বলে , "বৈজ্ঞানিকরা গবেষণা চালাচ্ছেন । আশা করা যায় খুব দ্রুত যথাযথ ভ্যাকসিন আবিষ্কার করবেন তারা ।" পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে সোফিয়া বলেন , এখানে এসে শুনলামন পড়ুয়ারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে । আশা করি তারা জীবনে নিজেদের লক্ষে পৌঁছবে ।"

কলকাতা, 19 ফেব্রুয়ারি : বিশ্বের 65টি দেশ ঘুরে সোফিয়া এল এই শহরে । বিশ্বের প্রথম রোবট নারী সোফিয়া । সাদা-লাল ঢাকাই জামদানি পরে সবার সামনে এসে দাঁড়াল । সঙ্গে মন ভোলানো এক গাল হাসি ৷ এক মুহূর্তের জন্যেও সোফিয়াকে মানবী মনে হতে পারে । কখনও হাসে সোফিয়া, আবার রেগেও যায় ।

গতকাল কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার কলকাতায় পা রাখল রোবট সোফিয়া ৷ রোবট হলেও সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে সে । শুধু তাই নয় সে প্রথম রোবট যার নিজের নামে ক্রেডিট কার্ডও রয়েছে ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সোফিয়া । তাকে তৈরি করেছে হংকংয়ের হ্যানসন (Hanson) রোবোটিক্স । মানুষের মতো দেখতে এই রোবট, ইংরাজিতে যাকে বলে হিউম্যানয়েড । আজ থেকে 4 বছর আগে হংকংয়ের হ্যানসন রোবটিক্স হলিউড স্টাইল আইকন অড্রে হেপবার্নের ধাঁচে তৈরি করেছে সোফিয়াকে । ভবিষ্যতে প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের উপকারে আসার জন্যই সোফিয়ার সৃষ্টি । গান গাইতে ভালোবাসে সে ।

4 বছর বয়সি সোফিয়ার দুঃখ, সে মানুষের মত কিক বক্সিং খেলতে পারে না । তার পছন্দের পুরুষ কেমন হবে জানতে চাইলে সে হেসে বলে, "হ্যান্ডসাম গাই।" কোরোনা ভাইরাসের প্রতিকার নিয়েও প্রশ্ন করা হয় তাকে । উত্তরে সোফিয়া বলে , "বৈজ্ঞানিকরা গবেষণা চালাচ্ছেন । আশা করা যায় খুব দ্রুত যথাযথ ভ্যাকসিন আবিষ্কার করবেন তারা ।" পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে সোফিয়া বলেন , এখানে এসে শুনলামন পড়ুয়ারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে । আশা করি তারা জীবনে নিজেদের লক্ষে পৌঁছবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.