ETV Bharat / state

উচ্চমাধ্যমিক: ইংরেজির জন‍্য শেষ মুহূর্তের টিপস

দরজায় কড়া নাড়ছে উচ্চমাধ্যমিক । বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের টিপস প্রকাশ করছে ETV ভারত । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য । শেষ মুহূর্তে কী পড়তে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে- সেই সংক্রান্ত টিপস দেখে নাও।

hs
hs
author img

By

Published : Mar 5, 2020, 4:55 PM IST

Updated : Mar 5, 2020, 6:08 PM IST

কলকাতা, 4 মার্চ : কয়েকদিন পর স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা । উচ্চমাধ্যমিক । এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা । স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তাদের পাশে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশন প্রকাশ করছে ETV ভারত । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য । ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । তা প্রকাশিত হচ্ছে 2টি পর্বে । আজ দ্বিতীয় পর্ব...

এক নজরে তাঁর টিপস :

রাখতে হবে আত্মবিশ্বাস

  • ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে মূলমন্ত্র আত্মবিশ্বাস । লিখে অভ্যাস করবে । জানবে সেই প্রশ্নের উত্তর লিখতে পারবেই । আমি যদি প্রত্যেকটি প্রশ্ন আগে থেকে বারবার লিখে অভ্যাস করি, সেই প্রশ্ন পরীক্ষায় এলে আমি সম্পূর্ণ নম্বর পাব । নম্বর কাটার কোনও অবস্থা থাকবে না ।
  • আত্মবিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে । সাফল্য আসবেই । ইংরেজিতে 100-তে 100 পাওয়া কঠিন নয় । পরীক্ষার্থীরা ভয় পাবে না । ভয় থেকে বিরত থেকে, নিজের উপর আস্থা রেখে যতটা সময় পাও অভ্যাস করবে ।
  • টেস্ট পেপারের 5-10 টি প্রশ্নপত্র অভ্যাস করবে । ব্যাকারণটা যতটা সম্ভব বেশি অভ্যাস করবে । তোমার সাফল্য নিশ্চিত ।
  • ইংরেজিতে যেসব ছেলে-মেয়ে একটু অভ্যাস করে তাদের 80, 90, 95 পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার নয় । কালি, কলম আর মন; লেখে তিনজন । আত্মবিশ্বাস নিয়ে, নিজেকে তালিম দিয়ে যদি পরীক্ষার হলে সঠিকভাবে লিখতে পারে তবে সাফল‍্য অবশ‍্যম্ভাবী ।
    ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী পড়বে ইংরেজির জন‍্য?

পরীক্ষার খাতা হবে পরিচ্ছন্ন

  • এবার থেকে উত্তরপত্রে মার্জিন থাকছেই । অর্থাৎ, আমরা পেন্সিলে যে মার্জিন টানি সেটা এবার দেওয়াই থাকছে । সেই মার্জিনের মধ্যে লিখো । মার্জিন পার করে যেন না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে ।
  • প্রশ্ন নম্বর অবশ্যই লিখতে হবে ।
  • একটা প্রশ্নের উত্তর লেখার পর ভিন্ন প্রশ্নের উত্তর লেখার সময় দুটোর মধ্যে যেন একটু ফাঁকা জায়গা উত্তরপত্রে ছেড়ে রাখে ছাত্র-ছাত্রীরা ।
  • নতুন পাতা নেওয়ার সঙ্গে সঙ্গে পেজ মার্ক করে দিতে হবে । এক্সট্রা শিটে সেদিনের সই করা আছে কি না দেখে নেওয়া ভালো ।
  • সময়ের দিকে নজর রাখবে ‌। সঠিক সময়ে সেন্টারে যাবে । অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট মনে করে নিয়ে যাবে যাতে পরে অযথা টেনশন না হয় ।

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী দেখবে ভূগোলে ?

কলকাতা, 4 মার্চ : কয়েকদিন পর স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা । উচ্চমাধ্যমিক । এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা । স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তাদের পাশে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশন প্রকাশ করছে ETV ভারত । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য । ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । তা প্রকাশিত হচ্ছে 2টি পর্বে । আজ দ্বিতীয় পর্ব...

এক নজরে তাঁর টিপস :

রাখতে হবে আত্মবিশ্বাস

  • ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে মূলমন্ত্র আত্মবিশ্বাস । লিখে অভ্যাস করবে । জানবে সেই প্রশ্নের উত্তর লিখতে পারবেই । আমি যদি প্রত্যেকটি প্রশ্ন আগে থেকে বারবার লিখে অভ্যাস করি, সেই প্রশ্ন পরীক্ষায় এলে আমি সম্পূর্ণ নম্বর পাব । নম্বর কাটার কোনও অবস্থা থাকবে না ।
  • আত্মবিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে । সাফল্য আসবেই । ইংরেজিতে 100-তে 100 পাওয়া কঠিন নয় । পরীক্ষার্থীরা ভয় পাবে না । ভয় থেকে বিরত থেকে, নিজের উপর আস্থা রেখে যতটা সময় পাও অভ্যাস করবে ।
  • টেস্ট পেপারের 5-10 টি প্রশ্নপত্র অভ্যাস করবে । ব্যাকারণটা যতটা সম্ভব বেশি অভ্যাস করবে । তোমার সাফল্য নিশ্চিত ।
  • ইংরেজিতে যেসব ছেলে-মেয়ে একটু অভ্যাস করে তাদের 80, 90, 95 পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার নয় । কালি, কলম আর মন; লেখে তিনজন । আত্মবিশ্বাস নিয়ে, নিজেকে তালিম দিয়ে যদি পরীক্ষার হলে সঠিকভাবে লিখতে পারে তবে সাফল‍্য অবশ‍্যম্ভাবী ।
    ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী পড়বে ইংরেজির জন‍্য?

পরীক্ষার খাতা হবে পরিচ্ছন্ন

  • এবার থেকে উত্তরপত্রে মার্জিন থাকছেই । অর্থাৎ, আমরা পেন্সিলে যে মার্জিন টানি সেটা এবার দেওয়াই থাকছে । সেই মার্জিনের মধ্যে লিখো । মার্জিন পার করে যেন না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে ।
  • প্রশ্ন নম্বর অবশ্যই লিখতে হবে ।
  • একটা প্রশ্নের উত্তর লেখার পর ভিন্ন প্রশ্নের উত্তর লেখার সময় দুটোর মধ্যে যেন একটু ফাঁকা জায়গা উত্তরপত্রে ছেড়ে রাখে ছাত্র-ছাত্রীরা ।
  • নতুন পাতা নেওয়ার সঙ্গে সঙ্গে পেজ মার্ক করে দিতে হবে । এক্সট্রা শিটে সেদিনের সই করা আছে কি না দেখে নেওয়া ভালো ।
  • সময়ের দিকে নজর রাখবে ‌। সঠিক সময়ে সেন্টারে যাবে । অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট মনে করে নিয়ে যাবে যাতে পরে অযথা টেনশন না হয় ।

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী দেখবে ভূগোলে ?

Last Updated : Mar 5, 2020, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.