ETV Bharat / state

HS Result 2022 : কখন জানতে পারবেন এ বছরের উচ্চমাধ্যমিক ফলাফল দেখে নিন

পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের ফলাফল 11.30 টার পরিবর্তে দেখতে পারবে বেলা 12 টা থেকে (HS Result 2022) ৷

HS Result 2022 news
কখন জানতে পারবেন এবছরের উচ্চমাধ্যমিক ফলাফল দেখে নিন
author img

By

Published : Jun 8, 2022, 10:12 PM IST

কলকাতা, 8 জুন : আগামী 10 জুন প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2022)। পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে বেলা 12টা থেকে ৷ বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নোটিশ প্রকাশ করে জানান হয়, অনলাইনে ফলাফল দেখার সময় 30 মিনিট পিছনো হয়েছে ৷

আরও পড়ুন : রাজ্যে শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা, রেজাল্ট জুনে

শুক্রবার বেলা 11 টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে । তারপরেই এবছরের পরীক্ষার্থীরা 12টা থেকে সংসদের দেওয়া ওয়েবসাইট, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখে নিতে পারবে নিজেদের রেজাল্ট । যদিও আগে সংসদের তরফে জানানো হয়েছিল যে অনলাইনের মাধ্যমে 11.30 টার থেকে দেখতে পারা যাবে ।

কলকাতা, 8 জুন : আগামী 10 জুন প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2022)। পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে বেলা 12টা থেকে ৷ বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নোটিশ প্রকাশ করে জানান হয়, অনলাইনে ফলাফল দেখার সময় 30 মিনিট পিছনো হয়েছে ৷

আরও পড়ুন : রাজ্যে শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা, রেজাল্ট জুনে

শুক্রবার বেলা 11 টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে । তারপরেই এবছরের পরীক্ষার্থীরা 12টা থেকে সংসদের দেওয়া ওয়েবসাইট, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখে নিতে পারবে নিজেদের রেজাল্ট । যদিও আগে সংসদের তরফে জানানো হয়েছিল যে অনলাইনের মাধ্যমে 11.30 টার থেকে দেখতে পারা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.