কলকাতা, 11 এপ্রিল: প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বেড়েছে মৃত্যুর হারও ৷ গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনার আক্রান্ত হয়েছেন ৪,০৪৩ জন । মৃত্যু হয়েছে 12 জনের ৷ প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদৌ কি প্রস্তুত রাজ্য ? কি বলছে বিশেষজ্ঞের দল !
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মতে , করোনা সংক্রমণ ঠেকাতে তারা সবরকমের চেষ্টা করছে ৷ প্রয়োজন বিশেষে নতুন নতুন নীতি গ্রহণ করছে ৷ কিন্তু এই বিষয়ে একদম উল্টো সুর শোনা গেল সরকারি চিকিৎসকদের গলায় ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, করোনার দ্বিতীয় ঢেউকে সামলার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷
সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শুধুমাত্র কাগজে-কলমে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই নির্দেশ দিয়ে কি ভয়ঙ্কর এই পরিস্থিতি সামলানো যায়? বাস্তব পরিস্থিতি সামলানোর জন্য ওই নির্দেশকে বাস্তবায়িত করতে হবে।" তিনি আরও বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷ বলা যায়, বিপদ ঘরে ঢুকে পড়েছে ৷’’
সরকারি চিকিৎসকদের আরেকটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "করোনার সেকেন্ড ওয়েভ সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর এখনও প্রস্তুত হতে পারেনি। বেশিরভাগ জায়গায় বেড, অক্সিজেন প্রস্তুত করা হয়নি। নতুন স্টেনেও সংক্রমণ ঘটছে। এর জন্য চিকিৎসা কীভাবে হবে, টেস্টিং কীভাবে হবে, এ সব ক্ষেত্রে গাইডলাইন বের করতে পারেনি সরকার।"
এখন রাজ্যের নির্বাচন ও করোনা সংক্রমণ পাশাপাশি চলছে ৷ এই পরিস্থিতি সরকার কিভাবে সামালায় সেটাই দেখার ৷