ETV Bharat / state

কলকাতায় স্পা-এর আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 19 - honey trap at kolkata

কালীঘাট ও নিউ আলিপুরের সাহাপুর এলাকায় দুটি স্পা-এর আড়ালে চলত মধুচক্রের আসর ৷ সেখানে অভিযান চালিয়ে 19 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ৷ 10 যুবতিকে আটক করা হয়েছে ৷

কলকাতায় স্পা-এর আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 19
author img

By

Published : Sep 8, 2019, 5:03 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : স্পা-এর আড়ালে রমরমিয়ে চলত মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে কালীঘাট ও নিউ আলিপুরের দুটি স্পা সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগ ৷ মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 10 যুবতিকে আটক করেছে পুলিশ ৷

ঝাঁ-চকচকে সাইনবোর্ড ৷ তাতে লেখা সেলুন ও ফ্যামিলি স্পা ৷ কালীঘাটে এই স্পা-এর আড়ালেই চলত মধুচক্র ৷ মদ ও যৌনকর্মীর অবাধ জোগান ছিল সেখানে ৷ পুলিশ সূত্রে খবর, স্পা-এর দুটি ঘর থেকে আপত্তিজনক অবস্থায় কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে ৷ এই পার্লারের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটক করা হয়েছে যৌন কর্মীদের ৷ পার্লারের মালিকের খোঁজ চলছে ৷

অপরদিকে নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি স্পা-তে অভিযান চালায় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে এক কাস্টমারকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক দালালের কথা জানতে পেরেছে পুলিশ ৷ তাকেও গ্রেপ্তার করা হয়েছে ৷ পরে ওই পার্লারের মালিক তথা ম্যানেজারকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগের গোয়েন্দারা ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : স্পা-এর আড়ালে রমরমিয়ে চলত মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে কালীঘাট ও নিউ আলিপুরের দুটি স্পা সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগ ৷ মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 10 যুবতিকে আটক করেছে পুলিশ ৷

ঝাঁ-চকচকে সাইনবোর্ড ৷ তাতে লেখা সেলুন ও ফ্যামিলি স্পা ৷ কালীঘাটে এই স্পা-এর আড়ালেই চলত মধুচক্র ৷ মদ ও যৌনকর্মীর অবাধ জোগান ছিল সেখানে ৷ পুলিশ সূত্রে খবর, স্পা-এর দুটি ঘর থেকে আপত্তিজনক অবস্থায় কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে ৷ এই পার্লারের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটক করা হয়েছে যৌন কর্মীদের ৷ পার্লারের মালিকের খোঁজ চলছে ৷

অপরদিকে নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি স্পা-তে অভিযান চালায় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে এক কাস্টমারকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক দালালের কথা জানতে পেরেছে পুলিশ ৷ তাকেও গ্রেপ্তার করা হয়েছে ৷ পরে ওই পার্লারের মালিক তথা ম্যানেজারকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগের গোয়েন্দারা ৷

Intro:কলকাতা, 8 সেপ্টেম্বর: স্পা এর আড়ালে মধুচক্রের রমরমা কারবার। শহরের দুটি জায়গায় তল্লাশি অভিযান চালানো কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগ। প্রথমটি কালীঘাটে, দ্বিতীয়টি নিউ আলিপুরের সাহাপুর রোডে। প্রথমটি থেকে গ্রেপ্তার করা হয়েছে 15 জন কাস্টমার, ম্যানেজারকে। আটক করা হয়েছে নয়জন যৌনকর্মীকে। দ্বিতীয়টি থেকে আটক করা হয়েছে একজন যৌনকর্মী এবং গ্রেপ্তার করা হয়েছে এক কাস্টমারকে।
Body:ঝাঁ-চকচকে সাইনবোর্ড। তাতে লেখা ঈশিতা সেলুন ও ফ্যামিলি স্পা। অবস্থান কালীঘাটের ২১ বি সদানন্দ রোডে। তার আড়ালে চলছিল রীতিমত “ব্রথেল"। মদ এবং যৌনকর্মীদের অবাধ যোগান ছিল সেখানে। পুলিশ জানাচ্ছে, এই পার্লারের ভেতরে মূলত দুটো ঘরে চালানো হতো যৌন ব্যবসা। কাস্টমাররা গেলে দেওয়া হতো বসতে। অপেক্ষার সময়টুকুতে চাইলে দেওয়া হতো মদ। পার্লারটিতে তল্লাশি চালানোর সময় দুই কাস্টমার এবং দুই যৌনকর্মীকে আপত্তিজনক অবস্থায় উদ্ধার করা হয়। তখন বাইরে অপেক্ষারত ছিল আরও 13 জন কাস্টমার। অপেক্ষায় ছিল সাত যৌনকর্মীও। কাস্টমারদেরকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় যৌনকর্মীদেরও। ওই পার্লারটিতে হাজির ছিল ম্যানেজারও। গ্রেপ্তার করা হয় তাকেও। খোঁজ চলছে এই পার্লারের মালিকের।Conclusion:অন্যদিকে, গোয়েন্দাদের কাছে খবর ছিল নেল আর্টের ঝকঝকে বিজ্ঞাপন করা নিউ আলিপুরের সাহাপুর কলোনির কবিতা স্পা ফ্যামিলি সেলুনেও চলছে দেহ ব্যবসার আসর। সেখানে রেইড করে পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় এক কাস্টমারকে। আটক করা হয় এক যৌনকর্মীকেউ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এক দালালের কথা জানতে পারে। গ্রেপ্তার করা হয় তাকেও। পরে ওই পার্লারের মহিলা মালিক কাম ম্যানেজারকেও গ্রেপ্তার করে কলকাতা পুলিশের আন্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগের গোয়েন্দারা।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.