কলকাতা, 8 সেপ্টেম্বর : স্পা-এর আড়ালে রমরমিয়ে চলত মধুচক্রের আসর ৷ গোপন সূত্রে খবর পেয়ে কালীঘাট ও নিউ আলিপুরের দুটি স্পা সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগ ৷ মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 10 যুবতিকে আটক করেছে পুলিশ ৷
ঝাঁ-চকচকে সাইনবোর্ড ৷ তাতে লেখা সেলুন ও ফ্যামিলি স্পা ৷ কালীঘাটে এই স্পা-এর আড়ালেই চলত মধুচক্র ৷ মদ ও যৌনকর্মীর অবাধ জোগান ছিল সেখানে ৷ পুলিশ সূত্রে খবর, স্পা-এর দুটি ঘর থেকে আপত্তিজনক অবস্থায় কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে ৷ এই পার্লারের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটক করা হয়েছে যৌন কর্মীদের ৷ পার্লারের মালিকের খোঁজ চলছে ৷
অপরদিকে নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি স্পা-তে অভিযান চালায় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে এক কাস্টমারকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এক দালালের কথা জানতে পেরেছে পুলিশ ৷ তাকেও গ্রেপ্তার করা হয়েছে ৷ পরে ওই পার্লারের মালিক তথা ম্যানেজারকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বিভাগের গোয়েন্দারা ৷