কলকাতা, 25 এপ্রিল: পাহাড়, জঙ্গল হোক বা নদীর কাছাকাছি, হোটেল রুমের থেকে অকটু অন্যরকম আমেজ পাওয়া যায় হোম স্টে গুলিতে ৷ পর্যটন শিল্পকে আরও সুদূরপ্রসারী করে তুলতে পর্যটনের অনেক জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন হোমস্টে ৷ এবার সেই স্বাদ পাওয়া যাবে কলকাতাতেও ৷ পাঁচ জায়গায় তৈরি হতে চলেছে এই হোম স্টে ৷
বছরখানেক আগে রাজ্য পর্যটন দফতরের সঙ্গে কলকাতা কর্পোরেশনের যৌথ বৈঠকে ঠিক হয়েছিল কলকাতায় হোম স্টে তৈরি করা হবে ৷ সেই মতো কলকাতার পাঁচ জায়গায় চালু হতে চলেছে হোম স্টে। সম্প্রতি তা তৈরি করতে অনুমতি দেওয়া হয়েছে পাঁচ আবেদনকারীকে। এখন হোটেলের থেকেও হোম স্টে-তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকেই ৷ সেই সুযোগ সুবিধাই পাওয়া যাবে খাস মহানগরে। ঐতিহ্য ও সংস্কৃতির পিঠস্থান প্রাচীন এই শহর ঘুরে দেখার বহু জায়গা আছে ৷ যেখানে দেশ-বিদেশের পর্যটকরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ভিড় জমান পর্যটকেরা।
কালীঘাট, দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর ছাড়াও প্রিন্সেপ ঘাট, বোটানিক্যাল গার্ডেন বা সায়েন্স সিটির মতো বহু জায়গা রয়েছে ভ্রমণপীপাসু মানুষদের জন্য ঘোরার জায়গা। আবার অনেকে বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে কলকাতায় আসেন শুধুমাত্র চিকিৎসার জন্যও ৷ ফলে কলকাতার বুকে হোম স্টে এক বাড়িতে মাত্রা দেবে ভিনরাজ্যের মানুষদের ৷
আরও পড়ুন: সিঙ্গুরে তৈরি হবে এশিয়ার বৃহত্তম পাইকারী সবজির বাজার
জানা গিয়েছে, কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা শ্যামবাজার, চৌরঙ্গি লেন, লেক গার্ডেনে, লেক মার্কেট ও প্রিন্স আনোয়ার শাহ রোড সংলঘ্ন এলাকায় তৈরি করা হবে এই হোম স্টে। ইতিমধ্যেই পর্যটন দফতর ও কলকাতা কর্পোরেশনের সমন্বয় রক্ষাকারী আধিকারিক হিসেবে সম্পত্তি কর বিভাগের এক আধিকারিককে নিয়োগ করা হয়েছে। এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের আধিকারিক বলেন, "কলকাতায় হাসপাতাল লাগোয়া বেশ কিছু জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় ৷ আবার বহু বাড়ির মালিক মেস ভাড়া দিলেও তাঁদের কোনও নির্দিষ্ট নথি থাকে না ৷ তাই এদের এক ছাতার তলায় আনা হবে। অতিথি অভ্যর্থনার ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেবে পর্যটন বিভাগ। পাশাপাশি, এখন পাঁচটি হোম স্টে বানানোর অনুমোদন দেওয়া হলেও, পরবর্তীকালে তা আরও বাড়ানো হবে ৷"