ETV Bharat / state

Home Secretary Appears in HC: মাদক মামলায় আদালতে হাজির স্বরাষ্ট্রসচিব - drug case

মাদক সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Home Secretary Appears in HC) নির্দেশে আদালতে হাজির হলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (Calcutta High Court)৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 24, 2023, 4:58 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: একটি মাদকের পরীক্ষার ব্যবস্থা কবে কার্যকর হবে রাজ্যের ফরেনসিক সাইন্স ল্যাবরেটরিতে, এর জবাব পেতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary Appears in HC) ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই মামলাতেই মঙ্গলবার আদালতে হাজির হন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, একটি মাদক সম্পর্কে পরীক্ষা নিয়ে এত জটিলতা কেন তা স্পষ্ট নয় । মেটা আম্পিটা মাইন আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে । রাজ্য কী চাইছে এই পরীক্ষা না করে মামলাগুলো ঝুলিয়ে রাখতে ? এটা কি এমন কিছু পরীক্ষা করতে বলা হচ্ছে, যা এই পৃথিবীতে প্রথম এল ? এটা খুব সাধারণ একটা মাদক । কথার মালা অফিসে বসে সাজাবেন । ইয়াবা ট্যাবলেট খুব কমন মাদক । এর জন্য কী রাসায়নিক দরকার, যা দেশে নেই ? সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব কী করছে তাহলে ? এই পরীক্ষা আটকে থাকলে মামলা আটকে থাকছে ।

বিচারপতি এ দিন নির্দেশে বলেন, স্বরাষ্ট্রসচিব দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার যাবতীয় পদক্ষেপ করবেন । চার সপ্তাহ পরে নির্দেশ কার্যকরের হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে । বিস্ময় প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, একটা রাজ্য সরকারের একটা মাদক পরীক্ষার গাইডলাইন নেই, এটা হতে পারে ? একটা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । মাদক পাচার এখানে হচ্ছে । তারপরেও কেন রাজ্য এই পরীক্ষা নিয়ে এত ঢিলেমি করছে ? এটা একটা পার্টি ড্রাগ । এই কমন মাদকের পরীক্ষা যদি না হয় তাহলে কী বলা যাবে !

আরও পড়ুন: ফরেনসিক সায়েন্স ল্যাবে মাদক পরীক্ষা কবে হবে ? জবাব পেতে স্বরাষ্ট্রসচিবকে তলব হাইকোর্টের

রাজ্য সরকার আদালতে উল্লেখ করেছে যে, মাদক পরীক্ষার জন্য দুটি মেশিন কেনা হয়েছে । কিন্তু পরীক্ষার জন্য একটা রাসায়নিক দরকার । সেটা পাওয়া যাচ্ছে না । গাজিয়াবাদে যোগাযোগ করা হয়েছে । সেখানেও এটা পাওয়া যাচ্ছে না । বিচারপতি জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে ।

একটি জামিন মামলায় ধৃতের জামিন আটকে গিয়েছিল এই মাদকের পরীক্ষার ব্যবস্থা না হওয়ায় । কারণ রাজ্য জানায়, এই মাদক পরীক্ষার যে মেশিন দরকার, তা রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে নেই । তারপরেই আদালত ওই মেশিন আনার জন্য অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় ।

কলকাতা, 24 জানুয়ারি: একটি মাদকের পরীক্ষার ব্যবস্থা কবে কার্যকর হবে রাজ্যের ফরেনসিক সাইন্স ল্যাবরেটরিতে, এর জবাব পেতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary Appears in HC) ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই মামলাতেই মঙ্গলবার আদালতে হাজির হন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, একটি মাদক সম্পর্কে পরীক্ষা নিয়ে এত জটিলতা কেন তা স্পষ্ট নয় । মেটা আম্পিটা মাইন আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে । রাজ্য কী চাইছে এই পরীক্ষা না করে মামলাগুলো ঝুলিয়ে রাখতে ? এটা কি এমন কিছু পরীক্ষা করতে বলা হচ্ছে, যা এই পৃথিবীতে প্রথম এল ? এটা খুব সাধারণ একটা মাদক । কথার মালা অফিসে বসে সাজাবেন । ইয়াবা ট্যাবলেট খুব কমন মাদক । এর জন্য কী রাসায়নিক দরকার, যা দেশে নেই ? সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব কী করছে তাহলে ? এই পরীক্ষা আটকে থাকলে মামলা আটকে থাকছে ।

বিচারপতি এ দিন নির্দেশে বলেন, স্বরাষ্ট্রসচিব দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার যাবতীয় পদক্ষেপ করবেন । চার সপ্তাহ পরে নির্দেশ কার্যকরের হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে । বিস্ময় প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, একটা রাজ্য সরকারের একটা মাদক পরীক্ষার গাইডলাইন নেই, এটা হতে পারে ? একটা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে । মাদক পাচার এখানে হচ্ছে । তারপরেও কেন রাজ্য এই পরীক্ষা নিয়ে এত ঢিলেমি করছে ? এটা একটা পার্টি ড্রাগ । এই কমন মাদকের পরীক্ষা যদি না হয় তাহলে কী বলা যাবে !

আরও পড়ুন: ফরেনসিক সায়েন্স ল্যাবে মাদক পরীক্ষা কবে হবে ? জবাব পেতে স্বরাষ্ট্রসচিবকে তলব হাইকোর্টের

রাজ্য সরকার আদালতে উল্লেখ করেছে যে, মাদক পরীক্ষার জন্য দুটি মেশিন কেনা হয়েছে । কিন্তু পরীক্ষার জন্য একটা রাসায়নিক দরকার । সেটা পাওয়া যাচ্ছে না । গাজিয়াবাদে যোগাযোগ করা হয়েছে । সেখানেও এটা পাওয়া যাচ্ছে না । বিচারপতি জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে ।

একটি জামিন মামলায় ধৃতের জামিন আটকে গিয়েছিল এই মাদকের পরীক্ষার ব্যবস্থা না হওয়ায় । কারণ রাজ্য জানায়, এই মাদক পরীক্ষার যে মেশিন দরকার, তা রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরিতে নেই । তারপরেই আদালত ওই মেশিন আনার জন্য অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.