ETV Bharat / state

মাথায় চপারের কোপ মেরে লুট পার্ক সার্কাসে, গ্রেপ্তার 2

দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বাসিন্দা দেবজ্যোতি কান্ডারি কাজ থেকে বাড়ি ফেরার সময় পার্ক সার্কাস স্টেশনের দিকে আসছিলেন ৷ সে সময় তাঁর পথ আটকায় দুই যুবক ৷ দুই ছিনতাইবাজ চপার দেখিয়ে তাঁর হাতের ব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় । বাধা দিতে গেলে তাঁর মাথায় চপারের আঘাত করে দুষ্কৃতীরা ।ঘটনার রাতারাতি কিনারা করে দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

arrested for snaching case
ধৃত ছিনতাইবাজ
author img

By

Published : Feb 8, 2020, 3:24 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : যুবকের মাথায় চপারের কোপ । রক্তে ভেসে যাচ্ছে গোটা মুখ । যুবকের মুখ থেকে বেরিয়ে আসছে আর্তনাদ । গতকাল কলকাতার ঘুম ভাঙে এমন দৃশ্য দিয়েই । যুবকের মাথায় চপারের কোপ বসিয়ে করা হয় লুট । ঘটনা তপসিয়া থানা এলাকার পার্ক সার্কাসের । ঘটনার রাতারাতি কিনারা করে ফেলল পুলিশ । গ্রেপ্তার করা হল দু'জনকে।

কলকাতায় নাকি কমে গেছে ছিনতাই । এমনই দাবি ছিল লালবাজারের । কিন্তু, সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলছে অপরাধ চলছে নিজের নিয়মেই । যেমনটা ঘটে গতকাল সকাল ছ'টা নাগাদ । দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বাসিন্দা তেত্রিশ বছরের দেবজ্যোতি কান্ডারি কারখানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার জন্য পার্ক সার্কাস স্টেশনের দিকে আসছিলেন । তপসিয়া চৌমাথার কাছেই তার পথ আটকায় দুই যুবক । মেঘলা আবহাওয়ায় এমনিতেই আজ দৃশ্যমানতা সকালের দিকে একটু কম ছিল । তখনও সেভাবে ঘুম ভাঙেনি তপসিয়া এলাকার । দোকানপাট খোলেনি । অভিযোগ, দুই ছিনতাইবাজ প্রথমে তাকে চপার দেখিয়ে হাতের ব্যাগ কেড়ে নেয় । তাতে ছিল 3700 টাকা, স্মার্ট কার্ড এবং ট্রেনের মান্থলি । তারপর তাঁর থেকে মোবাইলটিও কেড়ে নেয় । তখন বাধা দিতে গেলে তাঁকে আক্রমণ করে তারা ৷ তাঁর মাথায় চপার দিয়ে আঘাত করে ৷

রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসার পর অভিযোগ দায়ের করেন দেবজ্যোতি । পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থানে যায় । পুরো ঘটনাটি কীভাবে হয়েছে বুঝে নেয় । এই ঘটনায় তপসিয়া থানাকে তদন্তে সহযোগিতা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । রাতভর চলে তল্লাশি । তাতেই গ্রেপ্তার করা হয় বারুইপুরের মল্লিকপুরের বছর বাইশের যুবক জাহাঙ্গির ওরফে রাজাকে । তার সঙ্গী ছিল ইশতিয়াক হোসেন ওরফে খরগোশ । অন্য একটি ঘটনার সূত্র ধরে গতকাল খরগোশ বারুইপুর GRP-র হাতে ধরা পড়েছে । যদিও চপারটি এখনও উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি : যুবকের মাথায় চপারের কোপ । রক্তে ভেসে যাচ্ছে গোটা মুখ । যুবকের মুখ থেকে বেরিয়ে আসছে আর্তনাদ । গতকাল কলকাতার ঘুম ভাঙে এমন দৃশ্য দিয়েই । যুবকের মাথায় চপারের কোপ বসিয়ে করা হয় লুট । ঘটনা তপসিয়া থানা এলাকার পার্ক সার্কাসের । ঘটনার রাতারাতি কিনারা করে ফেলল পুলিশ । গ্রেপ্তার করা হল দু'জনকে।

কলকাতায় নাকি কমে গেছে ছিনতাই । এমনই দাবি ছিল লালবাজারের । কিন্তু, সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলছে অপরাধ চলছে নিজের নিয়মেই । যেমনটা ঘটে গতকাল সকাল ছ'টা নাগাদ । দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বাসিন্দা তেত্রিশ বছরের দেবজ্যোতি কান্ডারি কারখানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার জন্য পার্ক সার্কাস স্টেশনের দিকে আসছিলেন । তপসিয়া চৌমাথার কাছেই তার পথ আটকায় দুই যুবক । মেঘলা আবহাওয়ায় এমনিতেই আজ দৃশ্যমানতা সকালের দিকে একটু কম ছিল । তখনও সেভাবে ঘুম ভাঙেনি তপসিয়া এলাকার । দোকানপাট খোলেনি । অভিযোগ, দুই ছিনতাইবাজ প্রথমে তাকে চপার দেখিয়ে হাতের ব্যাগ কেড়ে নেয় । তাতে ছিল 3700 টাকা, স্মার্ট কার্ড এবং ট্রেনের মান্থলি । তারপর তাঁর থেকে মোবাইলটিও কেড়ে নেয় । তখন বাধা দিতে গেলে তাঁকে আক্রমণ করে তারা ৷ তাঁর মাথায় চপার দিয়ে আঘাত করে ৷

রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসার পর অভিযোগ দায়ের করেন দেবজ্যোতি । পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থানে যায় । পুরো ঘটনাটি কীভাবে হয়েছে বুঝে নেয় । এই ঘটনায় তপসিয়া থানাকে তদন্তে সহযোগিতা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । রাতভর চলে তল্লাশি । তাতেই গ্রেপ্তার করা হয় বারুইপুরের মল্লিকপুরের বছর বাইশের যুবক জাহাঙ্গির ওরফে রাজাকে । তার সঙ্গী ছিল ইশতিয়াক হোসেন ওরফে খরগোশ । অন্য একটি ঘটনার সূত্র ধরে গতকাল খরগোশ বারুইপুর GRP-র হাতে ধরা পড়েছে । যদিও চপারটি এখনও উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, 8 ফেব্রুয়ারি: যুবকের মাথায় চপারের কোপ। রক্তে ভেসে যাচ্ছে গোটা মুখ। যুবকের মুখ থেকে বেরিয়ে আসছে আর্তনাদ। গতকাল কলকাতার ঘুম ভাঙে এমন দৃশ্য দিয়েই। যুবকের মাথায় চপারের কোপ বসিয়ে করা হয় লুট। ঘটনা তপসিয়া থানা এলাকার পার্কসার্কাসের। ঘটনার রাতারাতি কিনারা করে ফেলল পুলিশ। গ্রেপ্তার করা হলো দুজনকে।


Body:কলকাতায় নাকি কমে গেছে ছিনতাই। এমনটাই দাবি ছিল লালবাজারের। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলছে অপরাধ চলছে নিজের নিয়মেই। যেমনটা ঘটে গতকাল সকাল ছ'টা নাগাদ। দক্ষিণ 24 পরগণায় মন্দির বাজারের বাসিন্দা তেত্রিশ বছরের দেবজ্যোতি কান্ডারী কারখানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার জন্য পার্ক সার্কাস স্টেশনের দিকে আসছিলেন। তপসিয়া চৌমাথার কাছেই তার পথ আটকায় দুই যুবক। মেঘলা আবহাওয়ায় এমনিতেই আজ দৃশ্যমানতা সকালের দিকে একটু কম ছিল। তখনো সে ভাবে ঘুম ভাঙেনি তপসিয়া এলাকার। দোকানপাট খোলেনি। অভিযোগ, দুই ছিনতাইবাজ প্রথমে তাকে চপার দেখিয়ে হাতের ব্যাগ কেড়ে নেয়। তাতে ছিল 3700 টাকা, স্মার্ট কার্ড এবং ট্রেনের মান্থলি। তারপর তার থেকে মোবাইলটিও কেড়ে নেয়। তখন বাধা দিতে গেলে তার মাথায় খুব বসিয়ে দেওয়া হয়।


Conclusion:রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অভিযোগ দায়ের করেন দেবজ্যোতি। পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। পুরো ঘটনাটি কিভাবে হয়েছে বুঝে নেয়। এই ঘটনায় তপসিয়া থানাকে তদন্তে সহযোগিতা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতভর চলে তল্লাশি। তাতেই গ্রেপ্তার করা হয় বারুইপুরের মল্লিকপুরের জাহাঙ্গীর ওরফে রাজাকে। তার বয়স 22 বছর। তার সঙ্গী ছিল ইশতিয়াক হোসেন ওরফে খরগোশ। অন্য একটি ঘটনার সূত্র ধরে গতকাল খরগোশ বারুইপুর জিআরপির হাতে ধরা পড়েছে। যদিও চপারটি এখনো উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.