কলকাতা, 8 ফেব্রুয়ারি : যুবকের মাথায় চপারের কোপ । রক্তে ভেসে যাচ্ছে গোটা মুখ । যুবকের মুখ থেকে বেরিয়ে আসছে আর্তনাদ । গতকাল কলকাতার ঘুম ভাঙে এমন দৃশ্য দিয়েই । যুবকের মাথায় চপারের কোপ বসিয়ে করা হয় লুট । ঘটনা তপসিয়া থানা এলাকার পার্ক সার্কাসের । ঘটনার রাতারাতি কিনারা করে ফেলল পুলিশ । গ্রেপ্তার করা হল দু'জনকে।
কলকাতায় নাকি কমে গেছে ছিনতাই । এমনই দাবি ছিল লালবাজারের । কিন্তু, সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলছে অপরাধ চলছে নিজের নিয়মেই । যেমনটা ঘটে গতকাল সকাল ছ'টা নাগাদ । দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বাসিন্দা তেত্রিশ বছরের দেবজ্যোতি কান্ডারি কারখানায় নাইট ডিউটি করে বাড়ি ফেরার জন্য পার্ক সার্কাস স্টেশনের দিকে আসছিলেন । তপসিয়া চৌমাথার কাছেই তার পথ আটকায় দুই যুবক । মেঘলা আবহাওয়ায় এমনিতেই আজ দৃশ্যমানতা সকালের দিকে একটু কম ছিল । তখনও সেভাবে ঘুম ভাঙেনি তপসিয়া এলাকার । দোকানপাট খোলেনি । অভিযোগ, দুই ছিনতাইবাজ প্রথমে তাকে চপার দেখিয়ে হাতের ব্যাগ কেড়ে নেয় । তাতে ছিল 3700 টাকা, স্মার্ট কার্ড এবং ট্রেনের মান্থলি । তারপর তাঁর থেকে মোবাইলটিও কেড়ে নেয় । তখন বাধা দিতে গেলে তাঁকে আক্রমণ করে তারা ৷ তাঁর মাথায় চপার দিয়ে আঘাত করে ৷
রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসার পর অভিযোগ দায়ের করেন দেবজ্যোতি । পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থানে যায় । পুরো ঘটনাটি কীভাবে হয়েছে বুঝে নেয় । এই ঘটনায় তপসিয়া থানাকে তদন্তে সহযোগিতা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । রাতভর চলে তল্লাশি । তাতেই গ্রেপ্তার করা হয় বারুইপুরের মল্লিকপুরের বছর বাইশের যুবক জাহাঙ্গির ওরফে রাজাকে । তার সঙ্গী ছিল ইশতিয়াক হোসেন ওরফে খরগোশ । অন্য একটি ঘটনার সূত্র ধরে গতকাল খরগোশ বারুইপুর GRP-র হাতে ধরা পড়েছে । যদিও চপারটি এখনও উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর ।