ETV Bharat / state

বাবুল সুপ্রিয় আসবেন জানা সত্ত্বেও কেন দেওয়া হল অনুমতি? রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের - যাদবপুর কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 20, 2019, 11:42 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন একথা জানা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হল? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর । সূত্রের খবর, যাদবপুর কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি গতকাল একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে । এমন কী বিশ্ববিদ্যালয়ের কাউকেই ফোনে পাওয়া যায়নি । বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দপ্তরকে না জানিয়েই নানা পদক্ষেপ নিয়েছে । এতো বড় ঘটনায় উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয় । রেজিস্ট্রারের অফিস থেকে এই অনুমতি দেওয়া হয় । বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? তা নিয়ে রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের ৷ বিভিন্ন মহলের বক্তব্য, বাবুল সুপ্রিয় এলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা ছিল ৷ তাই উচ্চ শিক্ষা দপ্তরের প্রশ্ন এই পরিস্থিতির কথা মাথায় কেন রাখা হয়নি ?

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে ছাত্ররা ৷ কয়েকঘণ্টা আটকে থাকার পর বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় ৷ বাবুলকে হেনস্থার ভিডিয়ো জমা দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলাপ ঘোষ ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর : অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন একথা জানা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হল? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর । সূত্রের খবর, যাদবপুর কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি গতকাল একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে । এমন কী বিশ্ববিদ্যালয়ের কাউকেই ফোনে পাওয়া যায়নি । বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দপ্তরকে না জানিয়েই নানা পদক্ষেপ নিয়েছে । এতো বড় ঘটনায় উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয় । রেজিস্ট্রারের অফিস থেকে এই অনুমতি দেওয়া হয় । বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? তা নিয়ে রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের ৷ বিভিন্ন মহলের বক্তব্য, বাবুল সুপ্রিয় এলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা ছিল ৷ তাই উচ্চ শিক্ষা দপ্তরের প্রশ্ন এই পরিস্থিতির কথা মাথায় কেন রাখা হয়নি ?

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে ছাত্ররা ৷ কয়েকঘণ্টা আটকে থাকার পর বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় ৷ বাবুলকে হেনস্থার ভিডিয়ো জমা দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলাপ ঘোষ ৷

Intro:কলকাতা, 20 সেপ্টেম্বর: অনুষ্ঠানে বাবুল সুপ্রিম আসবেন জানা সত্ত্বেও কেন দেওয়া হল অনুমতি? তার ব‍্যাখ‍্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, 48 ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে যাদবপুর কর্তৃপক্ষকে।


Body:ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গেছে, তিনি গতকাল একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব‍্যর্থ হয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের কাউকেই ফোনে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরকে না জানিয়েই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এতোবড় ঘটনায় উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয়। তাতে তিনি ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় কেন অনুমতি দিল? রেজিস্ট্রারের অফিস থেকে এই অনুমতি দেওয়া হয়। বাবুল সুপ্রিয় আসবেন জানা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হল?


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.