কলকাতা, 27 অক্টোবর : কোরোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ দেন তিনি ।
সূত্রের খবর, প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে কেউ মাস্ক ছাড়া বাইরে না বের হয়, সেদিকে নজর রাখতে হবে । প্রচুর পরিমাণে মাস্ক তৈরির জন্য রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরকে বরাত দেওয়ার ব্যবস্থা হচ্ছে ।
পুজোর সময় থেকে রাজ্যে কোরোনার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী । কলকাতা সহ কয়েকটি জেলায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য প্রশাসনের কর্তারা । আজ এই বিষয়টিকে নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থ সচিব মানেজ পন্থ, ক্ষুদ্র কুটির শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে সহ সমস্ত জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা । বৈঠকে রাজ্যের সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । রাজ্যের সাধারণ মানুষকে আরও বেশি করে মাস্ক পরানোর জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় ।
নির্দেশিকায় বলা হয়, মাস্ক ছাড়া যাতে কেউ বাইরে না বের হয়, সেদিকে নজর দিতে হবে । পর্যাপ্ত পরিমাণে মাস্ক তৈরি করার জন্য রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী দপ্তর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরকে বিশেষ বরাত দেওয়ার ব্যবস্থা করা হয় ।
প্রসঙ্গত, ষষ্ঠী ও সপ্তমীতে স্বাস্থ্য ভবন এবং SSKM-এ পৃথক পৃথক ভাবে বৈঠক করেছিলেন মুখ্যসচিব । কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বস্তরের আধিকারিকদের সঙ্গে আজ আরও একটি বৈঠক করেন তিনি । তবে পুজোর সময় চলা নবান্নের কন্ট্রোলরুম আরও কয়েকদিন চলবে বলেই জানা গেছে ।