কলকাতা, 17 জুলাই : CESC- র লাগামহীন বিদ্যুৎ বিল পাওয়া থেকে বাদ পড়লেন না স্বয়ং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও । CESC - র আকাশছোঁয়া বিল নিয়ে শহরের একাংশ প্রতিবাদে মুখর ৷ বিদ্যুতের বিল বেশি আসার প্রতিবাদে আজ সকাল থেকেই শহরের নানা প্রান্তে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
এ বিষয়ে মন্ত্রী বলেন, আমার হয়ত ক্ষমতা আছে আমি দিতে পারব । কিন্তু অনেক মানুষের এই লকডাউনে কাজ নেই ৷ বেতন পাচ্ছেন এক-তৃতীয়াংশ ৷ তারা কীভাবে বিদ্যুৎ বিল মেটাবে । CESC - র বর্ধিত হারে বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ । এ বিষয়টিকে নিয়ে সরব হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । এ প্রসঙ্গে তিনি বলেন, " বিল বেশি হওয়ার জন্য মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া রয়েছে । আমার বাড়িতে লাইন দিয়ে লোক আসছে । বহু লোক ফোন করে জানতে চাইছে কী করব । একটা অস্বাভাবিক বিল এসেছে । "
মন্ত্রী আরও বলেন, " আজ CESC -র সঙ্গে যোগাযোগ করি । তাদেরকে জানাই, অতি অবশ্যই আগামীকালের মধ্যে সংবাদপত্রে বিস্তারিত ব্যাখ্যা করে বিজ্ঞাপন দিন । যাতে মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয় । আমার বাড়িতে যা বিল আসে অন্যান্যবারের থেকে অনেকটাই বেশি এসেছে । তাও আমি বলেছি সেটা রিভিউ করব । ভয়ঙ্কর অবস্থা । এর মধ্যে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার জন্য মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছেন । CESC র উচিত সঠিক পদক্ষেপ করা । "