ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মামলার শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট

author img

By

Published : Dec 13, 2022, 4:29 PM IST

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক আর্জি হাইকোর্টে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)৷ সোমবারের পর মঙ্গলবারও সেই মামলার শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট ৷

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মামলার শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট

কলকাতা, 13 ডিসেম্বর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখা হোক । তারপরেই ভোটের দিন ঘোষণা হোক এবং এই মর্মে আদালত নির্দেশ দিক ৷ এহেন আর্জি জানিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(High Court Postponed the Hearing of Suvendu Adhikari's Panchayat Election Related Case)।

কিন্তু বিরোধী দলনেতার সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি না-করে মঙ্গলবার কোনওরকম অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করল হাইকোর্ট। এদিকে সোমবারের পর মঙ্গলবারেও শুভেন্দু অধিকারীর আইনজীবী পিএস পাটোওয়ালিয়া সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। পরিবর্তে বুধবার এই মামলার শুনানির দিন রাখার আবেদন করা হয়। যা নিয়ে প্রবল আপত্তি তোলে রাজ্য ।

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এইভাবে একদিন করে সময় নেওয়ার কোনও মানে নেই । তার থেকে আগামী সোমবার শুনানির দিন রাখা হোক । আর দীর্ঘ শুনানিতে অযথা বাড়তি সময় যায় ।"

আদালত তখন মামলাকারীকে আগামী শুনানিতে লিখিত বক্তব্য আনার নির্দেশ দেন। যা অপরপক্ষকে আগেই পৌঁছে দিতে হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বুধবার বেলা আড়াইটেয় শুনানি হবে এই মামলার। পাশাপাশি বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি কোনও প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ভোট করারও আর্জি জানান বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, পালটা মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

কলকাতা, 13 ডিসেম্বর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখা হোক । তারপরেই ভোটের দিন ঘোষণা হোক এবং এই মর্মে আদালত নির্দেশ দিক ৷ এহেন আর্জি জানিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(High Court Postponed the Hearing of Suvendu Adhikari's Panchayat Election Related Case)।

কিন্তু বিরোধী দলনেতার সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি না-করে মঙ্গলবার কোনওরকম অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করল হাইকোর্ট। এদিকে সোমবারের পর মঙ্গলবারেও শুভেন্দু অধিকারীর আইনজীবী পিএস পাটোওয়ালিয়া সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। পরিবর্তে বুধবার এই মামলার শুনানির দিন রাখার আবেদন করা হয়। যা নিয়ে প্রবল আপত্তি তোলে রাজ্য ।

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এইভাবে একদিন করে সময় নেওয়ার কোনও মানে নেই । তার থেকে আগামী সোমবার শুনানির দিন রাখা হোক । আর দীর্ঘ শুনানিতে অযথা বাড়তি সময় যায় ।"

আদালত তখন মামলাকারীকে আগামী শুনানিতে লিখিত বক্তব্য আনার নির্দেশ দেন। যা অপরপক্ষকে আগেই পৌঁছে দিতে হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বুধবার বেলা আড়াইটেয় শুনানি হবে এই মামলার। পাশাপাশি বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি কোনও প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ভোট করারও আর্জি জানান বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, পালটা মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.