ETV Bharat / state

1 মাস ধরে নিখোঁজ স্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের - police

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ।

1 মাস ধরে নিখোঁজ স্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Jul 10, 2019, 9:30 AM IST

কলকাতা, 10 জুলাই : এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রী । পুলিশ কিছু করতে পারেনি । তাই বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী শাহনওয়াজ় ইসলাম । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উত্তর 24 পরগনার পুলিশ সুপারকে নির্দেশ দিলেন, অবিলম্বে ওই মহিলাকে খুঁজে বের করতে হবে ।

2015 সালের 11 জানুয়ারি বাংলাদেশের বাসিন্দা নুরজাহানকে বিয়ে করেন শাহনওয়াজ় । চলতি বছরের 2 জুন নুরজাহান স্বরূপনগরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । কিন্তু শাহনওয়াজ় বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি ।

15 জুন আবার থানায় যান শাহনওয়াজ় । অভিযোগ, তাঁকে স্বরূপনগর থানায় প্রায় 9 ঘণ্টা বসিয়ে রাখা হয় । 20 জুন তিনি SP কে সমস্ত অভিযোগ লিখিতভাবে জানান । অবশেষে 5 জুলাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।

হাইকোর্টে মামলা দায়েরের পর পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ উত্তর 24 পরগনার SP-কে নির্দেশ দেয় মহিলাকে খুঁজে বের করার জন্য ।

কলকাতা, 10 জুলাই : এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রী । পুলিশ কিছু করতে পারেনি । তাই বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী শাহনওয়াজ় ইসলাম । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উত্তর 24 পরগনার পুলিশ সুপারকে নির্দেশ দিলেন, অবিলম্বে ওই মহিলাকে খুঁজে বের করতে হবে ।

2015 সালের 11 জানুয়ারি বাংলাদেশের বাসিন্দা নুরজাহানকে বিয়ে করেন শাহনওয়াজ় । চলতি বছরের 2 জুন নুরজাহান স্বরূপনগরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । কিন্তু শাহনওয়াজ় বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি ।

15 জুন আবার থানায় যান শাহনওয়াজ় । অভিযোগ, তাঁকে স্বরূপনগর থানায় প্রায় 9 ঘণ্টা বসিয়ে রাখা হয় । 20 জুন তিনি SP কে সমস্ত অভিযোগ লিখিতভাবে জানান । অবশেষে 5 জুলাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।

হাইকোর্টে মামলা দায়েরের পর পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ উত্তর 24 পরগনার SP-কে নির্দেশ দেয় মহিলাকে খুঁজে বের করার জন্য ।

Intro:এক মাসের বেশী সময় ধরে নিখোঁজ বউ, পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর নির্দেশ হাইকোর্টের Body:মানস নস্কর---

গত একমাস ধরে বউ নিখোঁজ, পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা ৯ জুলাইঃ
গত এক মাসের বেশী সময়ধরে বাংলাদেশী বউ নিখোঁজ। বাংলাদেশে শ্বশুর বাড়িতেও খোঁজ মেলেনি। পুলিশ এতদিনে তার ব্যাপারে কিছুই জানাতে পারেনি।বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহনাওয়াজ ইসলাম। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উত্তর ২৪ পরগানা জেলার এসপিকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ঐ মহিলাকে খুজে বের করতে।

২০০৪ সালে উত্তর চব্বিশ পরগনা জেলার শাহনাওয়াজের সাথে বিয়ে হয় তাসলিমা বিবির।এরপর তাদের মধ্যে অশান্তির কারনে ২০০৯ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা।এরপর বারাসাতে তাসলিমা বিবিকে একটি বাড়িও করে দেন তিনি।এরপর আবার নতুন সম্পর্কে আবদ্ধ হন শাহনাওয়াজ।২০১৫ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা নুরজাহানকে বিয়ে করেন তিনি।দ্বিতীয় বার যখন বিয়ে হয় তার সেই সময় প্রথম পক্ষের স্ত্রী তাকে হুকমি দিতে থাকে।NDPS র মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।চলতি বছরের ২ জুন নুরজাহান স্বরুপনগরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। কিন্ত শাহনাওয়াজ বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করে নি।OC তাকে বলে খুজেতো পাবেন না উলটে আপনার বিরুদ্ধেই বহু অভিযোগ দিয়ে দেবো।উনার দাবি প্রথম স্ত্রী তাসলিমা বিবির সাথে স্থানীয় এক নেতার যোগসাজশ রয়েছে। এরপর ১৫ জুন আবার থানায় যান তিনি।কিন্ত অভিযোগ তাকে স্বরূপনগর থানায় প্রায় ৯ ঘন্টা বসিয়ে রাখা হয়। ২০ জুন তিনি এসপিকে সমস্ত অভিযোগ লিখিত ভাবে জানান।২৬ জুন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার, সাতক্ষীরার পুলিশ এবং ইমিগ্রেশন অফিসে RTI করে জানতে চান নুরজাহান তার বাপের বাড়িতে গেছে কিনা।কারন নুরজাহানের কাছে বাংলাদেশের পাসপোর্ট, ভিসা সমস্ত কিছুই ছিল।কিন্ত RTI থেকে কোন রিপ্লাই আসেনি।অবশেষে ৫ জুলাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।

আজ মামলার শুনানিতে শাহনাওয়াজ ইসলামের আইনজীবী আলি আহসান আলমগীর বলেন,"৫ জুলাই হাইকোর্টে মামলা দায়ের হতে পুলিশ নড়েচড়ে বসে। তারা কাগজে একটা নিখোঁজের বিজ্ঞপ্তি দেয়।৬ জুলাই পুলিশ আমার মক্কেলের বাড়িতে গেছিল।তার সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এসপি কে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। "সরকারি তরফে আইনজীবী সাবির আহমেদ জানান, "পুলিশ তদন্ত শুরু করেছে। " মামলাকারীর আইনজীবী আবার বলেন,"পুলিশ কিছুদিন আগে একবার জানালো তাকে খুজে পাওয়া গেছে। জেলে রাখা হয়েছে। কিন্ত পরে দেখা যায় তাকে আদৌও খুঁজে পাওয়া যায় নি।পুলিশ বিষয়টিকে মোটেও গুরুত্ব দিয়ে বিবেচনাই করছে না।"

উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি টি বি রাধাকৃষনান ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আপনারা উপযুক্ত ফোরামে জানান।পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার SPকে অবিলম্বে মহিলাকে খুজে বের করার নির্দেশ দিয়েছেন।

এই রায় শোনার পর মামলাকারীর আইনজীবী জানালেন,"পুলিশের বিরুদ্ধে আমরা মানবাধিকার সংগঠনে অভিযোগ জানাবো।নুরজাহান একজন বাংলাদেশের নাগরিক। ফলে বিষয়টি একটি স্পর্শকাতর বিষয়। গত ১৪ জুন পুলিশ তার নিখোঁজের অভিযোগ দায়ের করার আগে জানায় প্রথম স্ত্রী তাসলিমা বিবি ১৫ হাজার টাকা চেয়েছিল কেন দেওয়া হয় নি?পুলিশ এতদিনে কোন পদক্ষেপ নেয়নি।যা করেছে সবটাই কোর্টে কেসের পর।আমরা সেই জন্য ঠিক করেছি এবার দেবাংশু বসাকের কোর্টে পুলিশী নিনিস্ক্রিয়তার মামলা করবো।"Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.