ETV Bharat / state

Hernia Surgery: 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ! দুস্থদের পাশে পিআরসি - কলকাতা

80 বছর পূর্তিতে পিপলস রিলিফ কমিটি (People's Relief Committee) বা পিআরসি (PRC)-এর অভিনব আয়োজন ৷ মাত্র 50 টাকায় করা হবে হার্নিয়ার অস্ত্রোপচার (Hernia Surgery) ৷ বছরভর বিনামূল্যে পাওয়া যাবে মোট 80 রকমের পরিষেবা ৷

Hernia Surgery at only on 50 Rupee by PRC
Hernia Surgery: 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ! দুস্থদের পাশে পিআরসি
author img

By

Published : Oct 29, 2022, 7:48 PM IST

কলকাতা, 29 অক্টোবর: দুস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ ৷ মাত্র 50 টাকায় করা হবে হার্নিয়ার অস্ত্রোপচার (Hernia Surgery) ৷ সৌজন্যে পিপলস রিলিফ কমিটি (People's Relief Committee) বা পিআরসি (PRC) ৷

পরাধীন ভারতে 1943 সালে অসহায় অসুস্থ মানুষকে সাহায্য করতেই প্রতিষ্ঠিত হয়েছিল পিআরসি ৷ তারপর থেকে আজ পর্যন্ত এই সংগঠন নানাভাবে আর্তদের সেবা করে চলেছে ৷ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর উপদ্রুত এলাকায় কম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত নানা সামগ্রী বিতরণ, সবই করে তারা ৷ সংগঠনের 80 (আশি) বছর পূর্তিতে বছরভর মোট 80টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে অন্যতম, 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ৷ বছরভর এই পরিষেবা চালু থাকবে ৷ মূলত, দুস্থদের জন্যই এই পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: ডেঙ্গিতে মৃত্যু পুলিশ আধিকারিকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় সুবিধা মতো নিকটবর্তী হাসপাতালে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ বস্তি এলাকাগুলিতে মেডিক্যাল ক্যাম্প, রক্তপরীক্ষা-সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে ৷ সংগঠনের সম্পাদক ডা. ফুয়াদ হালিম এই প্রসঙ্গে বলেন, "আমার ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় মেডিক্যাল ক্যাম্প করেছি ৷ রক্তদান কর্মসূচিও চলছে ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার-সহ একাধিক মশাবাহিত রোগ মোকাবিলায় মানুষকে সচেতন করা হচ্ছে ৷ একইসঙ্গে, সম্পূর্ণ বিনামূল্যে এইসব রোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হচ্ছে ৷ যাঁদের চিকিৎসা করানোর সামর্থ নেই, তাঁদের জন্যই এই ব্যবস্থা ৷"

পিআরসি-এর সভাপতি তথা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের বলেন, "সাধারণত হার্নিয়া অপারেশনের জন্য কমপক্ষে 10 হাজার টাকা খরচ হয় ৷ কিন্তু, এখানে এই অপারেশন 50 টাকায় করা হবে ৷ বছরভর এই সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও, বিনামূল্যে চক্ষুপরীক্ষা, চশমা বিতরণ করা হবে ৷ শহরের বস্তি এলাকাগুলিতে মেডিক্যাল ক্যাম্প করা হবে ৷ থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিন সংক্রান্ত যে রোগগুলি দেখা যায়, তা নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷ আসলে সারাবছরই সাধারণ মানুষের স্বার্থে, তাঁদের সুস্বাস্থ্যের জন্য এই সংগঠন কাজ করে ৷ 80 বছর পূর্তিতে কাজের সংখ্যা ও পরিসর বাড়ানো হয়েছে ৷"

উল্লেখ্য, মাস খানেক আগে পিআরসি-এর কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতির উপস্থাপনার পাশাপাশি আগামী দিনের জন্য একগুচ্ছ পরিকল্পনা গৃহীত হয় ৷ সেই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পিআরসি-এর একাধিক সদস্য এবং চিকিৎসকরা ৷

কলকাতা, 29 অক্টোবর: দুস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ ৷ মাত্র 50 টাকায় করা হবে হার্নিয়ার অস্ত্রোপচার (Hernia Surgery) ৷ সৌজন্যে পিপলস রিলিফ কমিটি (People's Relief Committee) বা পিআরসি (PRC) ৷

পরাধীন ভারতে 1943 সালে অসহায় অসুস্থ মানুষকে সাহায্য করতেই প্রতিষ্ঠিত হয়েছিল পিআরসি ৷ তারপর থেকে আজ পর্যন্ত এই সংগঠন নানাভাবে আর্তদের সেবা করে চলেছে ৷ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর উপদ্রুত এলাকায় কম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত নানা সামগ্রী বিতরণ, সবই করে তারা ৷ সংগঠনের 80 (আশি) বছর পূর্তিতে বছরভর মোট 80টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে অন্যতম, 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ৷ বছরভর এই পরিষেবা চালু থাকবে ৷ মূলত, দুস্থদের জন্যই এই পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: ডেঙ্গিতে মৃত্যু পুলিশ আধিকারিকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় সুবিধা মতো নিকটবর্তী হাসপাতালে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ বস্তি এলাকাগুলিতে মেডিক্যাল ক্যাম্প, রক্তপরীক্ষা-সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে ৷ সংগঠনের সম্পাদক ডা. ফুয়াদ হালিম এই প্রসঙ্গে বলেন, "আমার ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় মেডিক্যাল ক্যাম্প করেছি ৷ রক্তদান কর্মসূচিও চলছে ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার-সহ একাধিক মশাবাহিত রোগ মোকাবিলায় মানুষকে সচেতন করা হচ্ছে ৷ একইসঙ্গে, সম্পূর্ণ বিনামূল্যে এইসব রোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হচ্ছে ৷ যাঁদের চিকিৎসা করানোর সামর্থ নেই, তাঁদের জন্যই এই ব্যবস্থা ৷"

পিআরসি-এর সভাপতি তথা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের বলেন, "সাধারণত হার্নিয়া অপারেশনের জন্য কমপক্ষে 10 হাজার টাকা খরচ হয় ৷ কিন্তু, এখানে এই অপারেশন 50 টাকায় করা হবে ৷ বছরভর এই সুবিধা পাওয়া যাবে ৷ এছাড়াও, বিনামূল্যে চক্ষুপরীক্ষা, চশমা বিতরণ করা হবে ৷ শহরের বস্তি এলাকাগুলিতে মেডিক্যাল ক্যাম্প করা হবে ৷ থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিন সংক্রান্ত যে রোগগুলি দেখা যায়, তা নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷ আসলে সারাবছরই সাধারণ মানুষের স্বার্থে, তাঁদের সুস্বাস্থ্যের জন্য এই সংগঠন কাজ করে ৷ 80 বছর পূর্তিতে কাজের সংখ্যা ও পরিসর বাড়ানো হয়েছে ৷"

উল্লেখ্য, মাস খানেক আগে পিআরসি-এর কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতির উপস্থাপনার পাশাপাশি আগামী দিনের জন্য একগুচ্ছ পরিকল্পনা গৃহীত হয় ৷ সেই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পিআরসি-এর একাধিক সদস্য এবং চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.