ETV Bharat / state

Weather Report : নিম্নচাপের প্রভাবে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে - উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

আরও একটা নিম্নচাপ । এই মুহূর্তে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অসংলগ্ন ওড়িশা উপকূলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । এর জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

c
c
author img

By

Published : Aug 17, 2021, 6:51 AM IST

কলকাতা, 17 অগস্ট : একটার পর একটা নিম্নচাপ ৷ তার উপর মৌসুমি বায়ুর প্রভাব ৷ এর জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী ৷ জলমগ্ন এলাকাগুলিতে জল কিছুটা নামলেও ফের বৃষ্টিতে জল থইথই অবস্থা । কয়েকটি জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাও স্বাভাবিক হয়নি ৷ এই পরিস্থিতিতে ফের একটা নিম্নচাপের ভ্রুকুটি ৷ এর জেরে দুই বঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আর দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, দুই বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

এই মুহূর্তে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অসংলগ্ন ওড়িশা উপকূলের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বেনারস থেকে জামশেদপুর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এই জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে ৷ আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন, উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর ও শহরতলিতে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী লাগাতার বৃষ্টি হলে শহরের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 95 শতাংশ ।

কলকাতা, 17 অগস্ট : একটার পর একটা নিম্নচাপ ৷ তার উপর মৌসুমি বায়ুর প্রভাব ৷ এর জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী ৷ জলমগ্ন এলাকাগুলিতে জল কিছুটা নামলেও ফের বৃষ্টিতে জল থইথই অবস্থা । কয়েকটি জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাও স্বাভাবিক হয়নি ৷ এই পরিস্থিতিতে ফের একটা নিম্নচাপের ভ্রুকুটি ৷ এর জেরে দুই বঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আর দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, দুই বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

এই মুহূর্তে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অসংলগ্ন ওড়িশা উপকূলের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বেনারস থেকে জামশেদপুর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এই জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে ৷ আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন, উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর ও শহরতলিতে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী লাগাতার বৃষ্টি হলে শহরের নিচু এলাকাগুলিতে জল জমতে পারে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 95 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.