ETV Bharat / state

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ? সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সর্তকতা - সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সর্তকতা

200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ফলে নিচু এলাকাগুলির প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । শহর সহ শহরতলি জলমগ্ন হয়ে যেতে পারে ।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সর্তকতা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সর্তকতা
author img

By

Published : Aug 22, 2020, 12:36 PM IST

কলকাতা, 22 অগাস্ট : ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে । যদি এই নিম্নচাপ তৈরি হয় তাহলে সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে ভারী বৃষ্টি ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ফলে নিচু এলাকাগুলির প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । শহর-সহ শহরতলি জলমগ্ন হয়ে যেতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সর্তকতা জারি করে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । রবিবারের পর থেকে সমুদ্র উপকূলে জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে ।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে । রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে । সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে । মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূমে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবারের পর বৃষ্টির পরিমাণ কমে আসবে । উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে নিম্নচাপের প্রভাবে সোমবার দু'এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 18.5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 22 অগাস্ট : ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে । যদি এই নিম্নচাপ তৈরি হয় তাহলে সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে ভারী বৃষ্টি ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ফলে নিচু এলাকাগুলির প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । শহর-সহ শহরতলি জলমগ্ন হয়ে যেতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সর্তকতা জারি করে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । রবিবারের পর থেকে সমুদ্র উপকূলে জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে ।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে । রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে । সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে । মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূমে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবারের পর বৃষ্টির পরিমাণ কমে আসবে । উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে নিম্নচাপের প্রভাবে সোমবার দু'এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 18.5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.