ETV Bharat / state

সকাল থেকে মেঘে ঢাকল কলকাতার আকাশ, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া

অন্ধকারে ঢাকল কলকাতার আকাশ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ৷ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই পরিস্থিতি ৷ বৃষ্টি কমলেই ফের তাপমাত্রা কমার পুর্বাভাস ৷

rain in kolkata
কলকাতায় বৃষ্টি
author img

By

Published : Jan 30, 2020, 2:50 PM IST


কলকাতা, 30 জানুয়ারি :সরস্বতী পুজোর পরদিনও রেহাই নেই ৷ ফের বৃষ্টি কলকাতায় ৷ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার ৷ বেলা 12টা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় গোটা শহর ৷ ভরদুপুরে অন্ধকার নেমে আসে ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দিনের বেলাতেও গাড়ির হেডলাইট ব্যবহার করতে হয় ৷ এরপরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া ৷ কলকাতার পাশ্ববর্তী জেলাগুলিতেও একই পরিস্থিত ৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আজ দিনভর রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ সকাল থেকেই কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জেলায় ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই সকাল থেকে রোদের দেখা মেলেনি ৷ পশ্চিম বর্ধমান, আসানসোল সহ বেশ কিছু জায়গায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে ৷


তবে, কাল থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে ৷ পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত কেটে গেলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷


কলকাতা, 30 জানুয়ারি :সরস্বতী পুজোর পরদিনও রেহাই নেই ৷ ফের বৃষ্টি কলকাতায় ৷ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার ৷ বেলা 12টা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় গোটা শহর ৷ ভরদুপুরে অন্ধকার নেমে আসে ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দিনের বেলাতেও গাড়ির হেডলাইট ব্যবহার করতে হয় ৷ এরপরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া ৷ কলকাতার পাশ্ববর্তী জেলাগুলিতেও একই পরিস্থিত ৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আজ দিনভর রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ সকাল থেকেই কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জেলায় ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই সকাল থেকে রোদের দেখা মেলেনি ৷ পশ্চিম বর্ধমান, আসানসোল সহ বেশ কিছু জায়গায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে ৷


তবে, কাল থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে ৷ পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত কেটে গেলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Intro:কারিগরি শিক্ষা দপ্তরের সামনে লাগাতার 15 দিন অবস্থান কর্মসূচির অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা 24 জানুয়ারি:
বৃত্তিমূলক শিক্ষক ও অ শিক্ষক কর্মচারীদের লাগাতার কারিগরি শিক্ষা দপ্তরের সামনে পনেরো দিন অবস্থানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।


Body:মূলত বেতন বৈষম্য ছাড়াও আরো একাধিক দাবি-দাওয়া পূরণের দাবিতে বার বার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে ব্যর্থ হয়েছে তারা। সবারে একই যোগ্যতা থাকা সত্বেও বেতন বৈষম্যের স্বীকার তারা। এই বক্তব্য নিয়ে কারিগরি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে পুলিশ দিয়ে পেটানো হয়েছিল তাদের গত বছর অক্টোবর মাসে। এরপর নভেম্বর মাসে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে রানী রাসমণি রোডে মঞ্চে একদিনের অবস্থান কর্মসূচি পালন করেছিল তারা। সেই অবস্থান কর্মসূচি থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছিল দাবিদাবা যদি পূরণ না করা হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। কিন্তু রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি। সেই জন্য কারিগরি শিক্ষা দপ্তরের সামনে লাগাতার অবস্থানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু পুলিশ কোন উত্তরই দেয়নি। শেষে কলকাতা হাইকোর্টে গত সোমবার শিক্ষক অশিক্ষক কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মামলা করা হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, একদিনের জন্য অনুমতি রাজ্য সরকার দিতে পারে ।সে ক্ষেত্রে সকাল 10 টা থেকে পাঁচটার মধ্যে অবস্থান বিক্ষোভ করে উঠে যেতে হবে বিক্ষোভকারীদের। কিন্তু মামলাকারীদের তরফে আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানান," আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে চাই। আমাদের দাবি দাওয়া যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই।" বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য দুই তরফের বক্তব্য শোনার পর আগামী 27 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কারিগরি শিক্ষা দপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছেন। এবং এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা যাতে ঠিকঠাক বজায় থাকে ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.