ETV Bharat / state

ক্লিনিক ও ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার খরচ বেঁধে দিতে চলেছে স্বাস্থ্য কমিশন - Health Commission

22 অগাস্ট রাজ‍্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন, পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আগে COVID রেগুলেটরি অর্ডার-1 নম্বর ইশু করা হয়েছিল । ওই দিন COVID রেগুলেটরি অর্ডার-2 ইশু করা হয় । ওই অর্ডার অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে ।

Investigation cost for treatment
Investigation cost for treatment
author img

By

Published : Sep 29, 2020, 8:14 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন রকমের চার্জ নেওয়ার অভিযোগ উঠছে। এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ করছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । সেক্ষেত্রে বেসরকারি বিভিন্ন ক্লিনিক, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বেঁধে দিতে চলেছে তারা ।

22 অগাস্ট রাজ‍্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন , পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আগে COVID রেগুলেটরি অর্ডার-1 নম্বর ইশু করা হয়েছিল । ওই দিন COVID রেগুলেটরি অর্ডার-2 ইশু করা হয় । ওই অর্ডার অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি ঠিক করে দেবে কোন পরীক্ষা-নিরীক্ষার জন্য কত খরচ হবে ৷ এই কমিটিতে প্যাথোলজি এবং রেডিয়োলজি ডিপার্টমেন্টের জন্য তিন জন করে চিকিৎসকের নাম ঠিক করেছে কমিশন । ওই তিন জনের মধ্যে একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন বলেও জানিয়েছিল তারা । কমিশনের তরফে আরও জানানো হয়েছিল যে, পরীক্ষা-নিরীক্ষার খরচ কত হবে তার জন্য এই কমিটি রিজ়নেবল ইউনিফর্ম পলিসি করবে । তার উপর আলোচনা করে ইউনিফর্ম পলিসি অন ইনভেস্টিগেশন কস্ট তৈরি করবে কমিশন।

এবার এই ইউনিফর্ম পলিসি অন ইনভেস্টিগেশন কস্ট-এর বিষয়টি শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করছে কমিশন । ফলে বেসরকারি ক্লিনিক, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বেঁধে দেবে তারা । অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য কত চার্জ পড়বে তার গাইডলাইন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারব বলে আশা করছি।"

কলকাতা, 28 সেপ্টেম্বর : বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন রকমের চার্জ নেওয়ার অভিযোগ উঠছে। এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ করছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । সেক্ষেত্রে বেসরকারি বিভিন্ন ক্লিনিক, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বেঁধে দিতে চলেছে তারা ।

22 অগাস্ট রাজ‍্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন , পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আগে COVID রেগুলেটরি অর্ডার-1 নম্বর ইশু করা হয়েছিল । ওই দিন COVID রেগুলেটরি অর্ডার-2 ইশু করা হয় । ওই অর্ডার অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি ঠিক করে দেবে কোন পরীক্ষা-নিরীক্ষার জন্য কত খরচ হবে ৷ এই কমিটিতে প্যাথোলজি এবং রেডিয়োলজি ডিপার্টমেন্টের জন্য তিন জন করে চিকিৎসকের নাম ঠিক করেছে কমিশন । ওই তিন জনের মধ্যে একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন বলেও জানিয়েছিল তারা । কমিশনের তরফে আরও জানানো হয়েছিল যে, পরীক্ষা-নিরীক্ষার খরচ কত হবে তার জন্য এই কমিটি রিজ়নেবল ইউনিফর্ম পলিসি করবে । তার উপর আলোচনা করে ইউনিফর্ম পলিসি অন ইনভেস্টিগেশন কস্ট তৈরি করবে কমিশন।

এবার এই ইউনিফর্ম পলিসি অন ইনভেস্টিগেশন কস্ট-এর বিষয়টি শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করছে কমিশন । ফলে বেসরকারি ক্লিনিক, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বেঁধে দেবে তারা । অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য কত চার্জ পড়বে তার গাইডলাইন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারব বলে আশা করছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.