কলকাতা , 12 সেপ্টেম্বর : বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারে শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষমদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই । অভিযোগ পেয়ে দ্রুত ওই সেন্টারে বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচালয় এবং আল্ট্রাসাউন্ড রুম তৈরির নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। এর জন্য কলকাতা পৌরনিগমকে সহায়তার নির্দেশ রাজ্যের স্বাস্থ্য কমিশন । বিশেষভাবে সক্ষম এক মহিলার অভিযোগের ভিত্তিতে কমিশনের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে ৷
রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে , কলকাতার বেসরকারি ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম এক মহিলা । তিনি অভিযোগ করেন , ওই ডায়াগনস্টিক সেন্টারে বিশেষভাবে সক্ষম মানুষের জন্য সেরকম কোনও ব্যবস্থা নেই । বিশেষ করে সেখানকার শৌচালয় এবং আল্ট্রাসাউন্ড রুমে খুব অসুবিধা হয় তাঁদের । পাশাপাশি তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেন ওই মহিলা ৷ অভিযোগ পাওয়ার পরে কমিশনে শুনানি শুরু হয় ৷ সব পক্ষের বক্তব্য শোনার পরে বেসরকারি ওই ডায়াগনস্টিক সেন্টারে বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচালয় এবং আল্ট্রাসাউন্ড রুম তৈরির নির্দেশ দিয়েছে কমিশন ।
রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "ওই ডায়াগনস্টিক সেন্টারকে আমরা বিষয়টি নিয়ে বলেছিলাম । তারা উত্তরে জানায় যে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা । কিন্তু ওখানে সেরকম জায়গা নেই যে আরও বড় করে শৌচালয় , আলট্রাসাউন্ড রুম করা যাবে । সেক্ষেত্রে কলকাতা পৌরনিগমকে বলেছি যে, ওই বাড়ি পর্যবেক্ষণ করে রেগুলেশনে কিছু ছাড় দিয়ে যদি শৌচালয়, আল্ট্রাসাউন্ড রুম তৈরির অনুমতি দিতে ৷" এই ব্যাপারে ওই ডায়াগনস্টিক সেন্টারকে সাহায্য করার কথা বলেন তিনি ।