ETV Bharat / state

Cal High Court: করোনা আক্রান্তের চিকিৎসায় 'না', হাসপাতালের 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল হাইকোর্টে - Calcutta High Court

করোনা পজিটিভ ছাত্রকে দেখতে অস্বীকার করেছিল বেসরকারি হাসপাতাল ৷ অভিযোগ পেতেই 5 লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন ৷ কমিশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েও মিলল না রেহাই ওই হাসপাতালের ৷ হাইকোর্ট স্বাস্থ্য কমিশনের জরিমানার নির্দেশই বহাল রাখল ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:47 PM IST

মৃত ছাত্রের মায়ের বক্তব্য

কলকাতা, 29 অগস্ট: করোনা পরিস্থিতিতে বিনা চিকিৎসায় ছাত্রের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমিশনের দেওয়া পাঁচ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এমনই জানানো হয় আদালতের তরফে ৷ করোনা হওয়ার জন্য একের পর এক হাসপাতাল ছাত্রের চিকিৎসা করতে অস্বীকার করে । তিন হাসপাতাল ঘুরে মৃত্যু হয় 18 বছরের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের । সেই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানিয়েছিল মৃত ছাত্রের পরিবার । কমিশন মিডল্যান্ড নার্সিংহোমকে জরিমানার দেওয়ার নির্দেশ দেয় কারণ তারাই প্রথম ওই ছাত্রের চিকিৎসা করতে অস্বীকার করে। ফলে একাধিক জায়গায় ঘুরতে ঘুরতে শুভ্রজিতের মৃত্যু হয় ।

মিডল্যান্ড নার্সিংহোম স্বাস্থ্য কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাতেও কাজ হল না ৷ 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট । স্বাস্থ্য কমিশনের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । 2020 সালে তিনটি হাসপাতাল ঘুরে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ছাত্র শুভ্রজিত চট্টোপাধ্যায়ের ।

অসুস্থ শুভ্রজিৎকে নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে মিডল্যান্ড নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে জানানো হয় তিনি কোভিড পজিটিভ। তারা চিকিৎসা করতে পারবে না । ফলে পরবর্তী চিকিৎসা পেতে সমস্যায় পড়ে পরিবার । একাধিক হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় শুভ্রজিতের। এই ঘটনায় উক্ত নার্সিংহোমকে 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন । চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় মিডল্যান্ড নার্সিংহোম। সেই মামলায় স্বাস্থ্য কমিশনের দেওয়া জরিমানার এই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।

রায় শোনার পর শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে 25 জুলাই মামলাটির শুনানি হয়েছিল । সেই মামলার রায়ই এদিন শুনিয়েছেন বিচারপতি । ক্ষতিপূরণের টাকায় আমি খুশি নই । টাকা কখনও সন্তানের বিকল্প হয় না ৷ টাকা কখনও আমাকে মা বলে ডাকবে না । যাদের কারণে আমার ছেলেকে হারাতে হয়েছে । তাদের যেন ফাঁসি হয় । তিনটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল আমার ছেলেকে। কোনও একটা হাসপাতাল দোষী নয়, সবাই দোষী ।"

আরও পড়ুন : 'দুর্নীতির টাকা গেল কোথায়', সিবিআইকে ফের ভর্ৎসনা বিচারপতির

মৃত ছাত্রের মায়ের বক্তব্য

কলকাতা, 29 অগস্ট: করোনা পরিস্থিতিতে বিনা চিকিৎসায় ছাত্রের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমিশনের দেওয়া পাঁচ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এমনই জানানো হয় আদালতের তরফে ৷ করোনা হওয়ার জন্য একের পর এক হাসপাতাল ছাত্রের চিকিৎসা করতে অস্বীকার করে । তিন হাসপাতাল ঘুরে মৃত্যু হয় 18 বছরের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের । সেই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানিয়েছিল মৃত ছাত্রের পরিবার । কমিশন মিডল্যান্ড নার্সিংহোমকে জরিমানার দেওয়ার নির্দেশ দেয় কারণ তারাই প্রথম ওই ছাত্রের চিকিৎসা করতে অস্বীকার করে। ফলে একাধিক জায়গায় ঘুরতে ঘুরতে শুভ্রজিতের মৃত্যু হয় ।

মিডল্যান্ড নার্সিংহোম স্বাস্থ্য কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাতেও কাজ হল না ৷ 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট । স্বাস্থ্য কমিশনের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । 2020 সালে তিনটি হাসপাতাল ঘুরে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় ছাত্র শুভ্রজিত চট্টোপাধ্যায়ের ।

অসুস্থ শুভ্রজিৎকে নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে মিডল্যান্ড নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে জানানো হয় তিনি কোভিড পজিটিভ। তারা চিকিৎসা করতে পারবে না । ফলে পরবর্তী চিকিৎসা পেতে সমস্যায় পড়ে পরিবার । একাধিক হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় শুভ্রজিতের। এই ঘটনায় উক্ত নার্সিংহোমকে 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন । চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় মিডল্যান্ড নার্সিংহোম। সেই মামলায় স্বাস্থ্য কমিশনের দেওয়া জরিমানার এই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।

রায় শোনার পর শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে 25 জুলাই মামলাটির শুনানি হয়েছিল । সেই মামলার রায়ই এদিন শুনিয়েছেন বিচারপতি । ক্ষতিপূরণের টাকায় আমি খুশি নই । টাকা কখনও সন্তানের বিকল্প হয় না ৷ টাকা কখনও আমাকে মা বলে ডাকবে না । যাদের কারণে আমার ছেলেকে হারাতে হয়েছে । তাদের যেন ফাঁসি হয় । তিনটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল আমার ছেলেকে। কোনও একটা হাসপাতাল দোষী নয়, সবাই দোষী ।"

আরও পড়ুন : 'দুর্নীতির টাকা গেল কোথায়', সিবিআইকে ফের ভর্ৎসনা বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.