ETV Bharat / state

HC over TET Recruitment: অনুত্তীর্ণ টেট চাকরিপ্রার্থীদের ফের সুযোগ, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

টেট চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 'অনুত্তীর্ণ'দের জন্য বিশাল ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay over TET candidates) ৷

HC over TET Recruitment
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 1:13 PM IST

Updated : Nov 3, 2022, 1:58 PM IST

কলকাতা, 3 নভেম্বর: টেট পরীক্ষায় 'অনুত্তীর্ণ' প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিল কলকাতা হাইকোর্ট । 2014 ও 2017 সালে মোট 21 জন প্রার্থীকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2014-য় 5 জন এবং 2017-য় 16 জন 'অনুত্তীর্ণ' চাকরিপ্রার্থীকে এই বিশেষ সুযোগ দিল আদালত ।

মামলাকারী প্রসেনজিৎ সাহা-সহ অন্যদের দাবি, 2014, 2017-এর টেট পরীক্ষায় এই প্রার্থীরা 150 এর মধ্যে 82 নম্বর পেয়েছেন । প্রাপ্ত নম্বরের গড় 54.67 শতাংশ । নিয়ম অনুসারে 54.67 মানে 55 নম্বর হিসাবে গণ্য করতে হবে । আর এই নম্বর পেলেই তাঁরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন ।পাশাপাশি মামলাকারীদের আরও দাবি, 2014 সালে 6টি প্রশ্ন ভুল ছিল ৷ এ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা চলছে ।

আরও পড়ুন: 15 মিনিটের অভিযান, মাঝরাতে টেট আন্দোলনকারীদের ধর্নামঞ্চ থেকে সরাল পুলিশ

সম্প্রতি 17 অক্টোবর থেকে সল্টলেকের করুণাময়ীতে এপিসি ভবনের সামনে ধরনায় বসেন 2014 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ এলাকায় 144 ধারা জারি করা হয় ৷ এরপর 21 অক্টোবর রাতে বিশাল পুলিশ বাহিনী তাঁদের পুলিশি গাড়িতে তুলে নিয়ে যায় ৷ এই কাণ্ডে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি ৷

কলকাতা, 3 নভেম্বর: টেট পরীক্ষায় 'অনুত্তীর্ণ' প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিল কলকাতা হাইকোর্ট । 2014 ও 2017 সালে মোট 21 জন প্রার্থীকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2014-য় 5 জন এবং 2017-য় 16 জন 'অনুত্তীর্ণ' চাকরিপ্রার্থীকে এই বিশেষ সুযোগ দিল আদালত ।

মামলাকারী প্রসেনজিৎ সাহা-সহ অন্যদের দাবি, 2014, 2017-এর টেট পরীক্ষায় এই প্রার্থীরা 150 এর মধ্যে 82 নম্বর পেয়েছেন । প্রাপ্ত নম্বরের গড় 54.67 শতাংশ । নিয়ম অনুসারে 54.67 মানে 55 নম্বর হিসাবে গণ্য করতে হবে । আর এই নম্বর পেলেই তাঁরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন ।পাশাপাশি মামলাকারীদের আরও দাবি, 2014 সালে 6টি প্রশ্ন ভুল ছিল ৷ এ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা চলছে ।

আরও পড়ুন: 15 মিনিটের অভিযান, মাঝরাতে টেট আন্দোলনকারীদের ধর্নামঞ্চ থেকে সরাল পুলিশ

সম্প্রতি 17 অক্টোবর থেকে সল্টলেকের করুণাময়ীতে এপিসি ভবনের সামনে ধরনায় বসেন 2014 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ এলাকায় 144 ধারা জারি করা হয় ৷ এরপর 21 অক্টোবর রাতে বিশাল পুলিশ বাহিনী তাঁদের পুলিশি গাড়িতে তুলে নিয়ে যায় ৷ এই কাণ্ডে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি ৷

Last Updated : Nov 3, 2022, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.