ETV Bharat / state

Nawsad Siddique Gets Bail: হেফাজতে 40 দিন! নওশাদের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের - Nawsad Siddique

40 দিন কেটে গিয়েছে ৷ 21 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন পুলিশের সঙ্গে ঝামেলায় গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ দলের অন্য় সদস্যরা । আজ বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court grants bail to Nawsad Siddique) ৷

Calcutta High Court
নওশাদ সিদ্দিকী
author img

By

Published : Mar 2, 2023, 1:01 PM IST

Updated : Mar 2, 2023, 2:10 PM IST

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

কলকাতা, 2 মার্চ: 40 দিন পর বৃহস্পতিবার কোনও শর্ত ছাড়াই নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভাঙড়ের আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করে । রাজ্যের সরকারি কৌঁসুলী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় আদালতে জানান, উসকানিমূলক বক্তব্যের সিএফএসএল রিপোর্ট এখনও আসেনি ৷ এর উত্তরে নওশাদ ও অন্যদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য পুলিশকে কী ধরনের হেনস্থা করেছেন নওশাদ, তার রিপোর্ট আদালতকে দেখানোর আর্জি জানান (ISF MLA Nawsad Siddique granted bail) ৷

প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "পুলিশ যদি টিয়ার গ্যাস ছুড়ত, লাঠিচার্জ না-করত, তাহলে আইএসএফ সমর্থকরাও ক্ষিপ্ত হতেন না ৷ প্রায় 40 দিন ধরে নওশাদ ও দলের অন্য সমর্থকদের জেল হেফাজতে রাখা হয়েছে ।" নওশাদ ও সরকারি পক্ষের আইনজীবীর সওয়াল-জবাবের পর বিচারপতি বলেন, "পুলিশ তো পুলিশের কাজ করবেই !! রাজ্যের কাছে তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যে তেমন প্রমাণ না-থাকায় জামিন মঞ্জুর করল আদালত ৷" নওশাদ সিদ্দিকীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ বলেন, "ইকবাল আহমেদ নামে একজন সমর্থক ছাড়া বাকিদের সবাইকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে ৷ যারা অপরাধী, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন, তাঁদের জেলে রেখে দেওয়া হয়েছে ৷ নিউমার্কেট থানায় মোট চারটি মামলা ছিল তার বিরুদ্ধে সবগুলিতেই জামিন দেওয়া হয়েছে ৷" তিনি ছাড়া আরও 64 জন আইএসএফ কর্মীকেও জামিন দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: আইএসএফ-এর সঙ্গে সংঘর্ষে আহত একাধিক ডিসি-সহ 19 পুলিশকর্মী, দাবি সিপি'র

21 জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে আইএসএফ এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷ তবে তার আগে থাকতেই শুক্রবার ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ দু'টি রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, বোমাবাজি হয় ৷ এমনকী পার্টি অফিসেও আগুন ধরানোর ঘটনা ঘটে ৷ এর পরদিনই ধর্মতলা চত্বরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি নেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী-সমর্থকেরা ৷

পুলিশের দাবি, ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ও অন্যদের এই বিক্ষোভ তুলে নিতে বলে পুলিশ ৷ তাতে রাজি হয়নি দল ৷ এতেই নাকি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাহিনীর ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা নওশাদ সিদ্দিকী-সহ অন্যদের লক্ষ্য করে ইট, কাঁদানে গ্যাস ছোড়ে ৷ রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা ৷ এমনকী 3 জন পুলিশ আধিকারিক-সহ 19 জন পুলিশকর্মীও জখম হন ৷ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ ৷ পরে গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ 17 জন আইএসএফ নেতা-কর্মী ৷ বারেবারে নওশাদের জামিন না-মঞ্জুর হতে থাকে ৷ এর প্রতিবাদে পথে নামে বুদ্ধিজীবী মহলের একটা অংশ ৷

আরও পড়ুন: নৌশাদের বন্ধুকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের অনুমতি, করা যাবে না কঠোর পদক্ষেপ

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

কলকাতা, 2 মার্চ: 40 দিন পর বৃহস্পতিবার কোনও শর্ত ছাড়াই নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভাঙড়ের আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করে । রাজ্যের সরকারি কৌঁসুলী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় আদালতে জানান, উসকানিমূলক বক্তব্যের সিএফএসএল রিপোর্ট এখনও আসেনি ৷ এর উত্তরে নওশাদ ও অন্যদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য পুলিশকে কী ধরনের হেনস্থা করেছেন নওশাদ, তার রিপোর্ট আদালতকে দেখানোর আর্জি জানান (ISF MLA Nawsad Siddique granted bail) ৷

প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "পুলিশ যদি টিয়ার গ্যাস ছুড়ত, লাঠিচার্জ না-করত, তাহলে আইএসএফ সমর্থকরাও ক্ষিপ্ত হতেন না ৷ প্রায় 40 দিন ধরে নওশাদ ও দলের অন্য সমর্থকদের জেল হেফাজতে রাখা হয়েছে ।" নওশাদ ও সরকারি পক্ষের আইনজীবীর সওয়াল-জবাবের পর বিচারপতি বলেন, "পুলিশ তো পুলিশের কাজ করবেই !! রাজ্যের কাছে তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যে তেমন প্রমাণ না-থাকায় জামিন মঞ্জুর করল আদালত ৷" নওশাদ সিদ্দিকীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ বলেন, "ইকবাল আহমেদ নামে একজন সমর্থক ছাড়া বাকিদের সবাইকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে ৷ যারা অপরাধী, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন, তাঁদের জেলে রেখে দেওয়া হয়েছে ৷ নিউমার্কেট থানায় মোট চারটি মামলা ছিল তার বিরুদ্ধে সবগুলিতেই জামিন দেওয়া হয়েছে ৷" তিনি ছাড়া আরও 64 জন আইএসএফ কর্মীকেও জামিন দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: আইএসএফ-এর সঙ্গে সংঘর্ষে আহত একাধিক ডিসি-সহ 19 পুলিশকর্মী, দাবি সিপি'র

21 জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে আইএসএফ এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷ তবে তার আগে থাকতেই শুক্রবার ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ দু'টি রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, বোমাবাজি হয় ৷ এমনকী পার্টি অফিসেও আগুন ধরানোর ঘটনা ঘটে ৷ এর পরদিনই ধর্মতলা চত্বরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি নেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী-সমর্থকেরা ৷

পুলিশের দাবি, ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ও অন্যদের এই বিক্ষোভ তুলে নিতে বলে পুলিশ ৷ তাতে রাজি হয়নি দল ৷ এতেই নাকি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাহিনীর ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা নওশাদ সিদ্দিকী-সহ অন্যদের লক্ষ্য করে ইট, কাঁদানে গ্যাস ছোড়ে ৷ রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা ৷ এমনকী 3 জন পুলিশ আধিকারিক-সহ 19 জন পুলিশকর্মীও জখম হন ৷ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ ৷ পরে গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ 17 জন আইএসএফ নেতা-কর্মী ৷ বারেবারে নওশাদের জামিন না-মঞ্জুর হতে থাকে ৷ এর প্রতিবাদে পথে নামে বুদ্ধিজীবী মহলের একটা অংশ ৷

আরও পড়ুন: নৌশাদের বন্ধুকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের অনুমতি, করা যাবে না কঠোর পদক্ষেপ

Last Updated : Mar 2, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.