ETV Bharat / state

Hc give permission to 3 bjp candidates: ভোটে লড়তে পারবেন তমলুক পৌরসভার তিন বিজেপি প্রার্থী, নির্দেশ হাইকোর্টের

আসন্ন পৌরনির্বাচনে স্বস্তিতে তমলুকের বিজেপির প্রার্থীরা (Hc give permission to 3 bjp candidates) ৷

Hc give permission to 3 bjp candidates to file nomination for tamluk municipality
HC
author img

By

Published : Feb 7, 2022, 5:14 PM IST

কলকাতা, ৭ ফেব্রুয়ারিঃ পৌরভোটে আদালতে স্বস্তিতে বিজেপি । ভোটে লড়তে পারবেন তমলুক পৌরসভার তিন বিজেপি প্রার্থী ৷ রায় কলকাতা হাইকোর্টের (Hc give permission to 3 bjp candidates) । সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ।

আদালত সূত্রে খবর, তমলুক পুরসভায় ৬১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে আসেন তিন বিজেপি প্রার্থী জয়া দাসনায়েক, বিশ্বজিৎ কয়াল এবং বিভা চক্রবর্তী । আজ শুনানিতে হাইকোর্টে নির্বাচন কমিশন জানায় যে, মামলাকারী ৩ জন-সহ মোট পাঁচ প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কমিশন এবং এই প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন । স্বভাবতই এদের ২৭ ফেব্রুয়ারির ভোটে অংশগ্রহণ করায় সমস্যা নেই । যদিও বাকিদের ক্ষেত্রে কোনও নির্দেশ দেননি বিচারপতি শম্পা সরকার ।

আরও পড়ুন: Bengal Civic poll : আসন্ন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি, নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ছিল, ২০১৫তেও এই প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়ম অনুসারে নির্বাচনের ৩০ দিনের মধ্যে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয় । কিন্তু বাকি প্রার্থীরা তা দেননি বলে তাঁদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ।

কলকাতা, ৭ ফেব্রুয়ারিঃ পৌরভোটে আদালতে স্বস্তিতে বিজেপি । ভোটে লড়তে পারবেন তমলুক পৌরসভার তিন বিজেপি প্রার্থী ৷ রায় কলকাতা হাইকোর্টের (Hc give permission to 3 bjp candidates) । সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ।

আদালত সূত্রে খবর, তমলুক পুরসভায় ৬১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে আসেন তিন বিজেপি প্রার্থী জয়া দাসনায়েক, বিশ্বজিৎ কয়াল এবং বিভা চক্রবর্তী । আজ শুনানিতে হাইকোর্টে নির্বাচন কমিশন জানায় যে, মামলাকারী ৩ জন-সহ মোট পাঁচ প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কমিশন এবং এই প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন । স্বভাবতই এদের ২৭ ফেব্রুয়ারির ভোটে অংশগ্রহণ করায় সমস্যা নেই । যদিও বাকিদের ক্ষেত্রে কোনও নির্দেশ দেননি বিচারপতি শম্পা সরকার ।

আরও পড়ুন: Bengal Civic poll : আসন্ন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি, নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ছিল, ২০১৫তেও এই প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়ম অনুসারে নির্বাচনের ৩০ দিনের মধ্যে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয় । কিন্তু বাকি প্রার্থীরা তা দেননি বলে তাঁদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.