ETV Bharat / state

HC over Kaliaganj Murder: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুতে রাজ্যের রিপোর্ট তলব আদালতের - HC over Kaliaganj Murder

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে তারপর খুন করা হয় বলে অভিযোগ ৷ এর জেরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছিল ৷

Kaliaganj Murder
কালিয়াগঞ্জ ধর্ষণ ও খুন
author img

By

Published : Apr 27, 2023, 1:11 PM IST

Updated : Apr 27, 2023, 1:40 PM IST

কলকাতা, 27 এপ্রিল: কিশোরী ধর্ষণ ও তারপর তাকে খুনের অভিযোগে রিপোর্ট তলব চাইল কলকাতা হাইকোর্ট ৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন ৷ তিনি আরও নির্দেশ দেন, মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশকে ৷ ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করে রাখতে হবে ৷ প্রয়োজনে আদালত পরে সেসব দেখবে ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন এখনই বিবেচনা করা হচ্ছে না ৷ রাজ্য পুলিশ জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে মামলার কপি দেবে ৷ 2 মে মামলার পরবর্তী শুনানি ৷

মৃত কিশোরীর পরিবারের আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "ময়নাতদন্ত না-হওয়া, ভিডিয়োগ্রাফি না-হওয়া এবং প্রথমে এফআইআর না-নেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে ৷ পুলিশ পরিবারের কাছ থেকে দেহ টেনে নিয়ে যায় ৷ আমাদের অন্ধকারে রাখা হয়েছে ৷" রাজ্য সরকারের পক্ষে আইনজীবী সম্রাট সেন জানান, 20 এপ্রিল বিকেলে ঘটনাটি ঘটে ৷ মেয়েটির বয়স 18 বছরের নীচে এবং ছেলেটির বয়স 18 বছরের উপরে ৷ তারা নিখোঁজ হয়ে যায় ৷ পুলিশ দুই পরিবারকে অভিযোগ দায়ের করতে বলে ৷ তারা তা করতে চায়নি ৷ তাও পুলিশ তল্লাশি শুরু করে ৷ 20 তারিখ কাউকে খুঁজে পাওয়া যায়নি ৷ পরের দিন 21 এপ্রিল সকালে একটি পুকুরের সামনে থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ তার পাশ থেকে একটা বোতলও পাওয়া যায় ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

আইনজীবী আরও জানান, কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর সবার কাছে আবেদন জানানো হয়, তারা যেন পুলিশকে সাহায্য করে ৷ দেহের ময়নাতদন্ত করানো যায় ৷ এলাকার মানুষ তখন অভিযোগ করে, ওই পড়ুয়াকে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করা হয়েছে ৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জমায়েত শুরু হয় ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না-পেরে বাহিনীকে খবর দেয় ৷ এদিকে কিশোরীর মৃতদেহের পাশে টায়ার জ্বালানো হয় ৷ অশান্ত অবস্থার মধ্যে পুলিশ দ্রুত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান, "পুকুরের পাশ থেকে কে দেহ নিয়ে গেল ?" এর উত্তরে সরকারি আইনজীবী সম্রাট সেন জানান, পুলিশ যাতে দেহ না-পায় তার জন্য এলাকাবাসী দেহটি মার্কেটে নিয়ে যায় ৷ তাই পুলিশকে দেহ উদ্ধার করে কিছুটা টেনে নিয়ে যেতে হয় ৷ তার জন্য পুলিশের কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে ৷ নাবালিকার দেহে ধর্ষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিষক্রিয়ায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ অর্থাৎ তার দেহে বিষাক্ত পদার্থ মিলেছে ৷ পুরো বিষয়টির ভিডিয়োগ্রাফি করা হয় ৷ এখনও পর্যন্ত মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার হয়েছে ৷ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জের নির্যাতিতার নাম-পরিচয় দিয়ে টুইট শুভেন্দুর, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শশীর

কলকাতা, 27 এপ্রিল: কিশোরী ধর্ষণ ও তারপর তাকে খুনের অভিযোগে রিপোর্ট তলব চাইল কলকাতা হাইকোর্ট ৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন ৷ তিনি আরও নির্দেশ দেন, মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশকে ৷ ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করে রাখতে হবে ৷ প্রয়োজনে আদালত পরে সেসব দেখবে ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন এখনই বিবেচনা করা হচ্ছে না ৷ রাজ্য পুলিশ জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে মামলার কপি দেবে ৷ 2 মে মামলার পরবর্তী শুনানি ৷

মৃত কিশোরীর পরিবারের আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "ময়নাতদন্ত না-হওয়া, ভিডিয়োগ্রাফি না-হওয়া এবং প্রথমে এফআইআর না-নেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে ৷ পুলিশ পরিবারের কাছ থেকে দেহ টেনে নিয়ে যায় ৷ আমাদের অন্ধকারে রাখা হয়েছে ৷" রাজ্য সরকারের পক্ষে আইনজীবী সম্রাট সেন জানান, 20 এপ্রিল বিকেলে ঘটনাটি ঘটে ৷ মেয়েটির বয়স 18 বছরের নীচে এবং ছেলেটির বয়স 18 বছরের উপরে ৷ তারা নিখোঁজ হয়ে যায় ৷ পুলিশ দুই পরিবারকে অভিযোগ দায়ের করতে বলে ৷ তারা তা করতে চায়নি ৷ তাও পুলিশ তল্লাশি শুরু করে ৷ 20 তারিখ কাউকে খুঁজে পাওয়া যায়নি ৷ পরের দিন 21 এপ্রিল সকালে একটি পুকুরের সামনে থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ তার পাশ থেকে একটা বোতলও পাওয়া যায় ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

আইনজীবী আরও জানান, কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর সবার কাছে আবেদন জানানো হয়, তারা যেন পুলিশকে সাহায্য করে ৷ দেহের ময়নাতদন্ত করানো যায় ৷ এলাকার মানুষ তখন অভিযোগ করে, ওই পড়ুয়াকে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করা হয়েছে ৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জমায়েত শুরু হয় ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না-পেরে বাহিনীকে খবর দেয় ৷ এদিকে কিশোরীর মৃতদেহের পাশে টায়ার জ্বালানো হয় ৷ অশান্ত অবস্থার মধ্যে পুলিশ দ্রুত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান, "পুকুরের পাশ থেকে কে দেহ নিয়ে গেল ?" এর উত্তরে সরকারি আইনজীবী সম্রাট সেন জানান, পুলিশ যাতে দেহ না-পায় তার জন্য এলাকাবাসী দেহটি মার্কেটে নিয়ে যায় ৷ তাই পুলিশকে দেহ উদ্ধার করে কিছুটা টেনে নিয়ে যেতে হয় ৷ তার জন্য পুলিশের কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে ৷ নাবালিকার দেহে ধর্ষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিষক্রিয়ায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ অর্থাৎ তার দেহে বিষাক্ত পদার্থ মিলেছে ৷ পুরো বিষয়টির ভিডিয়োগ্রাফি করা হয় ৷ এখনও পর্যন্ত মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার হয়েছে ৷ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জের নির্যাতিতার নাম-পরিচয় দিয়ে টুইট শুভেন্দুর, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শশীর

Last Updated : Apr 27, 2023, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.