ETV Bharat / state

RG Kar Hospital: আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

ফের রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার সরকারি হাসপাতালে ৷ সোমবার আরজিকর হাসপাতালের (RG Kar Hospital) শৌচাগারে পাওয়া গিয়েছে এক রোগীর দেহ ৷ ওই রোগীর নাম রামচন্দ্র মণ্ডল ৷

RG Kar Hospital
RG Kar Hospital
author img

By

Published : Dec 5, 2022, 2:22 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) আত্মঘাতী চিকিৎসাধীন এক রোগী । হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের শৌচাগার থেকে ওই রোগীর দেহ উদ্ধার হয়েছে (Hanging body of patient recovered ) । মৃত রোগীর নাম রামচন্দ্র মণ্ডল (55)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন । এই অবস্থায় সরকারি হাসপাতালের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা ছিল । সেই কারণে গত 30 নভেম্বর তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা । তিনি নিউরো মেডিসিন (Neuro Medicine) বিভাগে ভর্তি ছিলেন । আজ সকাল 7টা নাগাদ এক রোগী শৌচাগারে গিয়েই চমকে ওঠেন (Body Recovered from Hospital Bathroom) । তিনি দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন রামচন্দ্র ।

এই ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই রোগী । হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছয় । তড়িঘড়ি চিকিৎসকরা তাঁকে এসে দেখেন ৷ এরপরেই তাঁরা মৃত ঘোষণা করেন ওই ব্যক্তিকে । ঘটনায় পুলিশকেও খবর দেওয়া হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রামচন্দ্র মণ্ডল আত্মঘাতী হয়েছেন । যদিও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি স্পষ্ট নয় পুলিশের কাছে । ময়নাতদন্তের পর রোগীর দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ ।

আরও পড়ুন: রোগীর পরিবারের বিরুদ্ধে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত চিকিৎসকও

তবে পুলিশের আরও অনুমান, ওই ব্যক্তি শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে অবসাদে ভুগতে পারেন ৷ তাই হয়তো এই পদক্ষেপ নিয়েছেন । প্রসঙ্গত, কিছুদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমনই এক রোগীর দেহ উদ্ধার হয়েছিল । এবার আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হল দেহ । বারবার সরকারি হাসপাতাল থেকে এই ধরণের ঘটনা সামনে আসছে । ফলে হাসপাতালের নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন ।

কলকাতা, 5 ডিসেম্বর: আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) আত্মঘাতী চিকিৎসাধীন এক রোগী । হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের শৌচাগার থেকে ওই রোগীর দেহ উদ্ধার হয়েছে (Hanging body of patient recovered ) । মৃত রোগীর নাম রামচন্দ্র মণ্ডল (55)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন । এই অবস্থায় সরকারি হাসপাতালের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা ছিল । সেই কারণে গত 30 নভেম্বর তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা । তিনি নিউরো মেডিসিন (Neuro Medicine) বিভাগে ভর্তি ছিলেন । আজ সকাল 7টা নাগাদ এক রোগী শৌচাগারে গিয়েই চমকে ওঠেন (Body Recovered from Hospital Bathroom) । তিনি দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন রামচন্দ্র ।

এই ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই রোগী । হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছয় । তড়িঘড়ি চিকিৎসকরা তাঁকে এসে দেখেন ৷ এরপরেই তাঁরা মৃত ঘোষণা করেন ওই ব্যক্তিকে । ঘটনায় পুলিশকেও খবর দেওয়া হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রামচন্দ্র মণ্ডল আত্মঘাতী হয়েছেন । যদিও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি স্পষ্ট নয় পুলিশের কাছে । ময়নাতদন্তের পর রোগীর দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ ।

আরও পড়ুন: রোগীর পরিবারের বিরুদ্ধে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত চিকিৎসকও

তবে পুলিশের আরও অনুমান, ওই ব্যক্তি শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে অবসাদে ভুগতে পারেন ৷ তাই হয়তো এই পদক্ষেপ নিয়েছেন । প্রসঙ্গত, কিছুদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমনই এক রোগীর দেহ উদ্ধার হয়েছিল । এবার আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হল দেহ । বারবার সরকারি হাসপাতাল থেকে এই ধরণের ঘটনা সামনে আসছে । ফলে হাসপাতালের নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.