ETV Bharat / state

রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং, হল আরও কিছু রদবদল - kolkata

বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের জেরে তৎকালীন DCDD -র দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং বিপাকে পড়েন । তাঁর বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ক্ষমতায় আসার পর জ্ঞানবন্তের গুরুত্ব একটু একটু করে বাড়ে । পুলিশ মহলে খবর, দক্ষ অফিসার জ্ঞানবন্তকে উপেক্ষা করার জায়গা ছিল না । সেই সূত্রেই তাঁকে দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব । সেই দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেন জ্ঞানবন্ত । তিনি তারই পুরস্কার পেলেন বলে সংশ্লিষ্ট মহলের খবর ।

ফাইল ফোটো
author img

By

Published : May 27, 2019, 9:03 PM IST

Updated : May 27, 2019, 9:12 PM IST

কলকাতা, 27 মে : রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) হলেন জ্ঞানবন্ত সিং । গতকাল হয়েছিল পরিবর্তন । পুরোনো পদে ফেরানো হয়েছিল জ্ঞানবন্ত সিংকে । বিধাননগর পুলিশ কমিশনার পদে তাকে পুনর্নিয়োগের কথা জানিয়ে দেয় নবান্ন । একদিনের মধ্যেই তার পোস্টিংয়ের ফের পরিবর্তন । লোকসভা নির্বাচন চলাকালীন এই পদ সামলানো সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠানো হল ADG এস্টাব্লিশমেন্ট পদে ।

একইসঙ্গে নবান্নের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তা বলছে, ADG এস্টাবলিশমেন্টের দায়িত্বে থাকা জয়ন্ত বসুকে করা হয়েছে ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর । DIG, CID -র পদে থাকা নিষাদ পারভেজকে দেওয়া হল বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব ।

বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের জেরে তৎকালীন DCDD -র দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং বিপাকে পড়েন । তাঁর বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ক্ষমতায় আসার পর জ্ঞানবন্তের গুরুত্ব একটু একটু করে বাড়ে । পুলিশ মহলে খবর, দক্ষ অফিসার জ্ঞানবন্তকে উপেক্ষা করার জায়গা ছিল না । সেই সূত্রেই তাঁকে দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব । সেই দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেন জ্ঞানবন্ত । তিনি তারই পুরস্কার পেলেন বলে সংশ্লিষ্ট মহলের খবর ।

কলকাতা, 27 মে : রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) হলেন জ্ঞানবন্ত সিং । গতকাল হয়েছিল পরিবর্তন । পুরোনো পদে ফেরানো হয়েছিল জ্ঞানবন্ত সিংকে । বিধাননগর পুলিশ কমিশনার পদে তাকে পুনর্নিয়োগের কথা জানিয়ে দেয় নবান্ন । একদিনের মধ্যেই তার পোস্টিংয়ের ফের পরিবর্তন । লোকসভা নির্বাচন চলাকালীন এই পদ সামলানো সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠানো হল ADG এস্টাব্লিশমেন্ট পদে ।

একইসঙ্গে নবান্নের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তা বলছে, ADG এস্টাবলিশমেন্টের দায়িত্বে থাকা জয়ন্ত বসুকে করা হয়েছে ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর । DIG, CID -র পদে থাকা নিষাদ পারভেজকে দেওয়া হল বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব ।

বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের জেরে তৎকালীন DCDD -র দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং বিপাকে পড়েন । তাঁর বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ক্ষমতায় আসার পর জ্ঞানবন্তের গুরুত্ব একটু একটু করে বাড়ে । পুলিশ মহলে খবর, দক্ষ অফিসার জ্ঞানবন্তকে উপেক্ষা করার জায়গা ছিল না । সেই সূত্রেই তাঁকে দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব । সেই দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেন জ্ঞানবন্ত । তিনি তারই পুরস্কার পেলেন বলে সংশ্লিষ্ট মহলের খবর ।

Intro:আরো বিপাকে পড়লেন পুলিশ কর্তা রাজীব কুমার। সিবিআইয়ের আবেদন তার বিরুদ্ধে look-out নোটিশ জারী করল অভিবাসন দপ্তর। সারদা মামলায় অভিযুক্ত পুলিশকর্তা যাতে বিদেশে যাওয়া আটকাতে একবছরের জন্য এই লুকআউট নোটিশ জারী করা হয়েছে। সারদা মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের আইনি রক্ষাকবচ শেষ হয়েছে আগেই। বারাসত আদালতে তার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ায় তিনি আরো বিপাকে পড়েছেন।


Body:সিবিআই সূত্রে খবর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্ৰস্তুতি শুরু হচ্ছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত বারাসাতের বিশেষ আদালতে নিজের জন্য আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। আবেদনপত্রে ভুল থাকায় আদালতে তার আবেদন খারিজ হয়ে যায়। দেরিতে তিনি আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীদের একাংশ। ফলে সবমিলিয়ে আইনি সুরক্ষা না মেলায় হতাশ রাজীব কুমার।
Conclusion:সম্প্রতি সিবিআই অভিবাসন দপ্তরের কাছে লুকআউট নোটিশ জারি করার আর্জি করে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই অভিবাসন দপ্তর 1 বছরের জন্য সেই আর্জি মঞ্জুর করে। 2020 সালের 23 শে মে পর্যন্ত এই লুকআউট সার্কুলার বজায় থাকবে। এরফলে এক বছর দেশের কোন স্থলবন্দর কিংবা বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যেতে পারবেন না কলকাতার নগরপাল রাজীব কুমার।
Last Updated : May 27, 2019, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.