ETV Bharat / state

Municipality Gratuity Issue: পৌরকর্মীদের গ্র্যাচুইটি পাওয়া নিয়ে পৌরসভা-রাজ্য সরকার দড়ি টানাটানি

author img

By

Published : Jun 28, 2022, 8:46 PM IST

সম্প্রতি বহরমপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছে (Gratuity Issue Continues)।

Municipality Gratuity Issue
পৌরকর্মীদের গ্র্যাচুইটি দিতে রাজ্যের কাছে সাহায্যের আবেদন করা হয়

কলকাতা, 28 জুন: পৌরকর্মীদের গ্র্যাচুইটি দিতে রাজ্যের কাছে সাহায্যের আবেদন জানাল পৌরসভাগুলি ৷ রাজ্যের পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে যে সমস্যা, তা মেটাতেই এই আবেদন জানানো হয়েছে । সম্প্রতি বহরমপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছে ৷

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই বিষয়ে বক্তব্য জানাতে 5 জুলাই শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে আদালত । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য, পৌরসভা ও সরকার দু'পক্ষই যদি হাত গুটিয়ে নেয় তাহলে অবসরপ্রাপ্ত কর্মীরা কোথায় যাবেন ? বকেয়া গ্র্যাচুইটি মামলায় বহরমপুর পৌরসভা হাইকোর্টে জানায়, প্রায় 500 কর্মীর বকেয়া মেটানোর মতো টাকা তাদের কোষাগারে নেই । সেই টাকা রাজ্যের কাছে চাওয়া হয় । কিন্তু শুনানিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, পৌরসভার কর্মীরা তাদের কর্মী নয়। তারপরেও তারা পেনশনের 40 শতাংশ পৌরসভাগুলিকে দেয় । কিন্তু গ্র্যাচুইটির সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন : নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

পৌরসভার আইনজীবী অরিন্দম দাস বলেন, "পৌরসভার টাকা নেই বলেই এই ব্যাপারে রাজ্যের সাহায্য চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল । এবার আদালত এই জটিলতা কাটাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলবে। তাতে যদি জট কাটে তাহলে শুধু বহরমপুর নয়, গোটা রাজ্যের বহু পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে সমস্যা মিটবে ।"

কলকাতা, 28 জুন: পৌরকর্মীদের গ্র্যাচুইটি দিতে রাজ্যের কাছে সাহায্যের আবেদন জানাল পৌরসভাগুলি ৷ রাজ্যের পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে যে সমস্যা, তা মেটাতেই এই আবেদন জানানো হয়েছে । সম্প্রতি বহরমপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছে ৷

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই বিষয়ে বক্তব্য জানাতে 5 জুলাই শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে আদালত । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য, পৌরসভা ও সরকার দু'পক্ষই যদি হাত গুটিয়ে নেয় তাহলে অবসরপ্রাপ্ত কর্মীরা কোথায় যাবেন ? বকেয়া গ্র্যাচুইটি মামলায় বহরমপুর পৌরসভা হাইকোর্টে জানায়, প্রায় 500 কর্মীর বকেয়া মেটানোর মতো টাকা তাদের কোষাগারে নেই । সেই টাকা রাজ্যের কাছে চাওয়া হয় । কিন্তু শুনানিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, পৌরসভার কর্মীরা তাদের কর্মী নয়। তারপরেও তারা পেনশনের 40 শতাংশ পৌরসভাগুলিকে দেয় । কিন্তু গ্র্যাচুইটির সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন : নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

পৌরসভার আইনজীবী অরিন্দম দাস বলেন, "পৌরসভার টাকা নেই বলেই এই ব্যাপারে রাজ্যের সাহায্য চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল । এবার আদালত এই জটিলতা কাটাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলবে। তাতে যদি জট কাটে তাহলে শুধু বহরমপুর নয়, গোটা রাজ্যের বহু পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে সমস্যা মিটবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.