কলকাতা, 28 জুন: পৌরকর্মীদের গ্র্যাচুইটি দিতে রাজ্যের কাছে সাহায্যের আবেদন জানাল পৌরসভাগুলি ৷ রাজ্যের পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে যে সমস্যা, তা মেটাতেই এই আবেদন জানানো হয়েছে । সম্প্রতি বহরমপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই আবেদন জানানো হয়েছে ৷
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই বিষয়ে বক্তব্য জানাতে 5 জুলাই শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে আদালত । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য, পৌরসভা ও সরকার দু'পক্ষই যদি হাত গুটিয়ে নেয় তাহলে অবসরপ্রাপ্ত কর্মীরা কোথায় যাবেন ? বকেয়া গ্র্যাচুইটি মামলায় বহরমপুর পৌরসভা হাইকোর্টে জানায়, প্রায় 500 কর্মীর বকেয়া মেটানোর মতো টাকা তাদের কোষাগারে নেই । সেই টাকা রাজ্যের কাছে চাওয়া হয় । কিন্তু শুনানিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, পৌরসভার কর্মীরা তাদের কর্মী নয়। তারপরেও তারা পেনশনের 40 শতাংশ পৌরসভাগুলিকে দেয় । কিন্তু গ্র্যাচুইটির সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন : নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের
পৌরসভার আইনজীবী অরিন্দম দাস বলেন, "পৌরসভার টাকা নেই বলেই এই ব্যাপারে রাজ্যের সাহায্য চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল । এবার আদালত এই জটিলতা কাটাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলবে। তাতে যদি জট কাটে তাহলে শুধু বহরমপুর নয়, গোটা রাজ্যের বহু পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে সমস্যা মিটবে ।"