ETV Bharat / state

Admission in College: জুলাই থেকে শুরু কলেজে ছাত্র ভরতির প্রক্রিয়া, চলবে একমাস - জুলাই থেকে শুরু কলেজে ছাত্র ভরতি প্রক্রিয়া

কলেজে ভরতি প্রক্রিয়া চলবে একমাস ধরে ৷ আগামী 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে এই পক্রিয়া ৷ 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে কলেজে ৷

Admission in College
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 3, 2023, 7:24 AM IST

Updated : Jun 3, 2023, 7:34 AM IST

কলকাতা, 3 জুন: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ এরপর শুক্রবার ঘোষিত হল কলেজে ভরতির প্রক্রিয়া ৷ ইতিমধ্যেই কলেজে ভরতির প্রক্রিয়া নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে । তাতে জানানো হয়েছে, 1 জুলাই থেকে শুরু হবে কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া । এই প্রক্রিয়া শেষ হবে 31 জুলাই । 1 আগস্ট থেকে কলেজগুলিতে শুরু হবে ক্লাস । বিভিন্ন কলেজ কীভাবে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করবে তা নিয়ে 7 দফা পরামর্শ দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর ।

অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র । 15 জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ 20 জুলাইয়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি মেধা তালিকা প্রকাশ করবে । কলেজে ভরতি প্রক্রিয়া শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে । অর্থাৎ আবেদন তোলা থেকে শুরু করে ভরতি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি দীর্ঘ একমাস যাবত চলবে । সমস্ত পক্রিয়া শেষের পর 1 আগস্ট থেকে শুরু হবে ক্লাস ।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে রাতভর অবস্থান, ঝড়-বৃষ্টিতে কলেজ স্কোয়্যারে জমায়েত

উচ্চশিক্ষা দফতরেরে নির্দেশিকাতেই জানানো হয়েছে, আবেদনপত্র বাবদ কোনও টাকা নেওয়া চলবে না পড়ুয়াদের থেকে । মেধার ভিত্তিতেই ভরতি করতে হবে। মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষকে ইমেল করে বা চিঠি দিয়ে বিষয়টি জানাতে হবে । স্নাতক স্তরে ছাত্র ভর্তির জন্য কেন্দ্রীয় ভাবে অনলাইন সিস্টেম চালু করা সম্ভব হয়নি । তাই কলেজ, বিশ্ব বিদ্যালয়গুলো নিজেদের ওয়েবসাইটে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে ।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতিকে মান্যতা নয়, পড়ুয়াদের স্বার্থেই চারবছরের ডিগ্রি কোর্স; দাবি ব্রাত্যর

জাতীয় শিক্ষা নীতি অনুসারে চার বছরের স্নাতক স্তরের পঠনপাঠন রাজ্য সরকার মেনে চলবে বলে সম্প্রতি জানা গিয়েছে । তা নিয়েই খানিক বিরোধিতার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে । আর তারপরেই কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ভরতি প্রক্রিয়া নিয়ে নোটিশ জারি হয় । যদিও স্নাতক স্তরের পড়ুয়াদের এখনো দু’মাস অপেক্ষা করতে হবে ক্লাস শুরু করতে ।

কলকাতা, 3 জুন: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ এরপর শুক্রবার ঘোষিত হল কলেজে ভরতির প্রক্রিয়া ৷ ইতিমধ্যেই কলেজে ভরতির প্রক্রিয়া নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে । তাতে জানানো হয়েছে, 1 জুলাই থেকে শুরু হবে কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া । এই প্রক্রিয়া শেষ হবে 31 জুলাই । 1 আগস্ট থেকে কলেজগুলিতে শুরু হবে ক্লাস । বিভিন্ন কলেজ কীভাবে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করবে তা নিয়ে 7 দফা পরামর্শ দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর ।

অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র । 15 জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ 20 জুলাইয়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি মেধা তালিকা প্রকাশ করবে । কলেজে ভরতি প্রক্রিয়া শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে । অর্থাৎ আবেদন তোলা থেকে শুরু করে ভরতি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি দীর্ঘ একমাস যাবত চলবে । সমস্ত পক্রিয়া শেষের পর 1 আগস্ট থেকে শুরু হবে ক্লাস ।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে রাতভর অবস্থান, ঝড়-বৃষ্টিতে কলেজ স্কোয়্যারে জমায়েত

উচ্চশিক্ষা দফতরেরে নির্দেশিকাতেই জানানো হয়েছে, আবেদনপত্র বাবদ কোনও টাকা নেওয়া চলবে না পড়ুয়াদের থেকে । মেধার ভিত্তিতেই ভরতি করতে হবে। মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষকে ইমেল করে বা চিঠি দিয়ে বিষয়টি জানাতে হবে । স্নাতক স্তরে ছাত্র ভর্তির জন্য কেন্দ্রীয় ভাবে অনলাইন সিস্টেম চালু করা সম্ভব হয়নি । তাই কলেজ, বিশ্ব বিদ্যালয়গুলো নিজেদের ওয়েবসাইটে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে ।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতিকে মান্যতা নয়, পড়ুয়াদের স্বার্থেই চারবছরের ডিগ্রি কোর্স; দাবি ব্রাত্যর

জাতীয় শিক্ষা নীতি অনুসারে চার বছরের স্নাতক স্তরের পঠনপাঠন রাজ্য সরকার মেনে চলবে বলে সম্প্রতি জানা গিয়েছে । তা নিয়েই খানিক বিরোধিতার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে । আর তারপরেই কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ভরতি প্রক্রিয়া নিয়ে নোটিশ জারি হয় । যদিও স্নাতক স্তরের পড়ুয়াদের এখনো দু’মাস অপেক্ষা করতে হবে ক্লাস শুরু করতে ।

Last Updated : Jun 3, 2023, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.