ETV Bharat / state

পুজোয় টালা ব্রিজ সচল রাখার চেষ্টা, আগামীকাল ফের বৈঠক

author img

By

Published : Sep 30, 2019, 3:26 PM IST

পুজোর দিনগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সচেষ্ট রাজ্য সরকার । টালা ব্রিজে পুজোর ক'দিন চালানো হতে পারে বাস ।

টালা ব্রিজ

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর দিনগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সচেষ্ট রাজ্য সরকার । টালা ব্রিজে পুজোর ক'দিন চালানো হতে পারে বাস । যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা । আজ নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয় 11 ই অক্টোবর পর্যন্ত টালা ব্রিজ দিয়ে বাস চালাতে দেওয়া হোক । তাতে আপত্তি জানায় RIITES । বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে RIITES আগেই জানিয়েছিল ভারী গাড়ি চালানো যাবে না । যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপদ । ফলে টালা ব্রিজের উপর বাস চালানো যাবে কি না তা নিয়ে আজও কাটল না জটিলতা । আগামীকাল ফের বৈঠক । রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদৌ 11 অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না ।

আজ নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন RIITES-এর জেনেরাল ম্যানেজার, অ্যাসিসটেন্ট জেনেরাল ম্যানেজার এবং ডিজ়াইনিং হেড । ছিলেন PWD- র চিফ ব্রিজ ইঞ্জিনিয়র । পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহন সচিব নারায়ণস্বরূপ নিগম ।

22 সেপ্টেম্বর টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর । তারপর পাঁচটি সরকারি বাসের রুট পরিবর্তন করা হয় । বন্ধ করা হয় তাদের টালা ব্রিজের রুট । এরপর একেবারেই বাস চালানো যাবে না বলে সিদ্ধান্ত হয় । কিন্তু এমন হলে পুজোর সময় তৈরি হতে পারে জটিলতা । সেকারণে রাজ্যের তরফে RIITES-এর কাছে, পুজোর ক'টা দিন ব্রিজে বাস চালানোর আবেদন জানানো হয় ।

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর দিনগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সচেষ্ট রাজ্য সরকার । টালা ব্রিজে পুজোর ক'দিন চালানো হতে পারে বাস । যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা । আজ নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয় 11 ই অক্টোবর পর্যন্ত টালা ব্রিজ দিয়ে বাস চালাতে দেওয়া হোক । তাতে আপত্তি জানায় RIITES । বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে RIITES আগেই জানিয়েছিল ভারী গাড়ি চালানো যাবে না । যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপদ । ফলে টালা ব্রিজের উপর বাস চালানো যাবে কি না তা নিয়ে আজও কাটল না জটিলতা । আগামীকাল ফের বৈঠক । রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদৌ 11 অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না ।

আজ নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন RIITES-এর জেনেরাল ম্যানেজার, অ্যাসিসটেন্ট জেনেরাল ম্যানেজার এবং ডিজ়াইনিং হেড । ছিলেন PWD- র চিফ ব্রিজ ইঞ্জিনিয়র । পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহন সচিব নারায়ণস্বরূপ নিগম ।

22 সেপ্টেম্বর টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর । তারপর পাঁচটি সরকারি বাসের রুট পরিবর্তন করা হয় । বন্ধ করা হয় তাদের টালা ব্রিজের রুট । এরপর একেবারেই বাস চালানো যাবে না বলে সিদ্ধান্ত হয় । কিন্তু এমন হলে পুজোর সময় তৈরি হতে পারে জটিলতা । সেকারণে রাজ্যের তরফে RIITES-এর কাছে, পুজোর ক'টা দিন ব্রিজে বাস চালানোর আবেদন জানানো হয় ।

Intro:কলকাতা, ৩০ সেপ্টেম্বর:টালা ব্রিজ নিয়ে তৈরি হল জটিলতা। সোমবার নবান্নে এক জরুরি বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল 11 ই অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর । তাতে আপত্তি জানায় রাইটস। বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস আগেই জানিয়েছিল তিন জনের বেশি কোন গাড়ি চালানো যাবে না ওই ব্রিজের ওপর। ঘটতে পারে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ। ফলে টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না তা নিয়ে সোমবার কাটলো না জটিলতা। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদবে 11 অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কিনা।
Body:আজ নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইটসের জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডিজাইনিং হেড। ছিলেন পি ডব্লিউ ডি র চিফ ব্রিজ এঞ্জিনিয়ার। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সহ অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। Conclusion:অগত্যা তাই সকলের চোখ এখন মঙ্গলবারে দিকেই পড়ে রইল তার কারণ মঙ্গলবাড়ী রাজ্য সরকার তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আদতে টালা ব্রিজের ওপর বর্তমানে বাস চালানো সম্ভব কিনা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.